Hot Posts

6/recent/ticker-posts

অনার্স , মাস্টার্স ,প্রফেশনাল ডিগ্রির Original লেখকের পাঠ্যবই (E-BOOK) ফ্রিতে Download করুন সহজেই




আজ আপনাদের জন্য আরো ১ টি নতুন টপিক নিয়ে হাজির আশা করি এটা সব ছাত্রছাত্রীদের(স্নাতক/স্নাতকোত্তর/প্রফেশনাল ডিগ্রি সকল কোর্সের) ১০০% কাজে লাগবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স/মাস্টার্স কোর্সের স্টুডেন্ট রা মূলত বাজারে বাংলায় বাংলাদেশী লেখক দের বই পড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বিদেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক পড়তে হয়না ।
কিন্তু NU এর প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের বই গুলো হল English Version এর তাই তাদের বই গুলো আমেরিকান , ইন্ডিয়ান লেখকের বই কারন উচ্চতর ডিগ্রির কোর্স গুলোর বই সারাবিশ্বে একই এবং আমাদের দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতেও একই । যেমন ধরুনঃ Principles of Marketing - Philip kotlar (মারকেটিং এর জনক, গুরু এখনো বেঁচে আছেন 😍🥰 YouTube সার্চ দিয়ে এ উনার লেকচার শুনতে পারেন ) এর বই সারা বিশ্বের সকল দেশের মার্কেটিং এর স্টুডেন্ট রা পড়ে থাকে ।
এখন আসি মূল কথায় প্রফেশনাল কোর্সের(BBA /MBA /AMBA /AVIATION /Textile /CSE /EEE /Aerounatical Engeneering /Tourism & Hospitality Management.......etc.) ছাত্রছাত্রীদের অনলাইনে ফ্রিতে এসব অরিজিনাল লেখকের বই এর পিডিএফ ভার্শন পেতে চাইলে এই লিংকেঃ https://b-ok.cc/
গিয়ে ফ্রিতে Download করতে পারেন ।
এই সাইট টিতে আপনি 4,721,281 books এবং 74,333,610 articles একেবারেই ফ্রিতে পাবেন বিভিন্ন নতুন/পুরাতন Edition সহ । যেসব ক্যাটাগরির বই পাওয়া যায় সেগুলো হল (Art/Biology / Business/ Chemistry / Computer / Economy / Education / Geography / Geology / History / Linguistic / mathematics / Medicine / Religion / Physics / psychology / Techniques / Technology / social science / science / physical Education & Sport / literature / Jurisprudence / Housekeeping, leisure ইত্যাদি ইত্যাদি ।
এছাড়াও বাংলাদেশী লেখকের বই ও আছে তবে সেটা আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে ।
সার্চ অপশনে বইয়ের নাম অথবা লেখকের নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে ।
আরেকটি বিষয় না বললেই নয় এই সাইটটি পুরোপুরি Non-profit organization এর অধিনে তাই আপনি যদি ফ্রিতে সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন ইচ্ছামত Download করতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে প্রতিদিন ৫ টার বেশি বই Download করতে পারবেন না । Account খোলা অনেক সহজ আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যেকোনো সময় সদস্য হতে পারবেন ।
E-Book এর একটা সুবিধা হল আপনি এসাইনমেন্ট , প্রেজেন্টেশন, নোট ইত্যাদি এর জন্য সহজেই বই থেকে কপি করতে পারবেন । আবার বইয়ের সার্চ অপশনে কোন Word/Page নাম্বার দিয়ে সার্চ দিলে মুহূর্তেই সামনে চলে আসবে।
Google আপনি সার্চ দিলেই আপনার আকাংখিত সবকিছু আপনার সামনে হাজির করে না কারন SEO (Search Engine optimization ) তে সবার আগে পপুলার গুলো দেখায় তাই চাইলেও আপনি এসব অনলাইনে খুজে পাবেন না আবার অনেক সময় উন্নয়নশীল দেশের জনগনের কাছে এসব Show করতে দেয়না । যেমন আপনি যুক্তরাজ্য এবং আমেরিকা ও ইউরোপে পাঠ্যবই এবং এর সল্যুশন ফ্রিতে এভেইলেবল পাবেন কিন্তু বাংলাদেশে সেসব আপনি চাইলেও পাবেন না । আমাদের HRM Department এর (চেয়ারম্যান) স্যার The University of Edinburgh (world ranking ১৮ নম্বরে) থেকে International business কোর্সের উপর MBA করে দেশে আসার সময় উনার ONE Terabyte পেনড্রাইভে BBA /MBA এর সকল কোর্সের ১০০০(১ হাজার বই) Latest Edition এর বই Download করে এনেছিলেন কারন উনি জানেন যে দেশে এসে এসব বই ফ্রিতে Download করতে পারবেন না ।
বিঃদ্রঃ অনেকে আবার বাজারের 5 In 1 , 4 In 1 এসব বই পড়েন সেটা ঠিক আছে বাট আপনাদের সিলেবাসে কিন্তু কোন লেখকের বই পড়তে হবে তা উল্লেখ করা থাকে । অনেকেই মেইন বুক থেকে নোট করেন তাদের উদ্দেশে আমাদের এই পোস্ট ।
মেইন বই থেকে আমাদের অবশ্যই পড়া উচিত তাহলে অনেক কিছু শিখতে পারবেন তানাহলে আপনি যদি Public এ MBA/ EMBA /MBM করেন অথবা কোনো প্রফেশনাল ডিগ্রি(CA /CMA /CFA /ACCA ইত্যাদি ইত্যাদি তে পড়া শুরু করেন তখন কিন্তু আপনার সরাসরি অরিজিনাল লেখকের বই থেকেই আপনাকে পড়তে এবং নোট করতে হবে তখন কিন্তু একের মধ্যে ৫ , একের মধ্যে ৪ এসব বই পাবেন না ।
আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা । ও আরেকটি কথা পোস্ট ভালো লাগলে আপনার বন্ধু , সহপাঠী , শুভাকাঙ্ক্ষী দের কাছে শেয়ার করতে ভুলবেন না অথবা আপনি আপনার টাইমলাইনে ও শেয়ার করে রাখতে পারেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ