⭕ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কে অনেকে অনেক কিছুই জেনেছেন আজ নতুন একটা দিক নিয়ে বলবো!(অনেকে জেনে থাকতেও পারে)
সেটা হলো প্রফেশনাল অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি এক্সট্রা সনদ দিতে হয় সেটা হল MOI।
Medium of Instruction |
🎀 MOI মানে হল Medium of Instruction (MOI)
এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা(অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।
তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।
🚩তবে যাইহোক বিদেশে যেতে হলে শুধু MOI টা দিয়ে নয় IELTS এর স্কোর এর সাথে MOI দিবেন।
🎀 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল কোর্সের স্টুডেন্ট দের MOI পেতে বেগ পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট দের যেহেতু পড়াটাই ইংরেজি মাধ্যমে সেহেতু অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মত NU এর শুধুমাত্র প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীদের কোনো বেগ পোহাতে হয়না।
🎀 যখন আপনি বিভাগ থেকে MOI নিবেন সেখানে লেখা থাকতে হবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঐ কলেজে অমুক বিষয়ে পড়তেছেন অথবা আগে পড়েছেন। এই ক্ষেত্রে আপনার ফুল কোর্সের মিডিয়াম ইংরেজি। আপনি কনফিউশনে ভুগবেন না এই ভেবে যে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছেন বলে সেখান থেকেই সার্টিফিকেট আনতে হবে। তবে যদি আপনার ব্যাচেলর বা মাস্টার্স শেষ হয়ে যায় এবং অলরেডি আপনার হাতে মার্কস শীট বা সার্টিফিকেট চলে আসে (অথবা আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছেন, সামনে যে কোন সময়ে আপনার সার্টিফিকেট চলে আসবে) তাহলে আপনি চেষ্টা করবেন সরাসরি ন্যাশনাল ইউনিভারসিটি (গাজীপুর) থেকে MOI যোগাড় করতে। এই সার্টিফিকেট আপনি ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্ট অথবা নিজের বিভাগ থেকে নিতে পারবেন। এই সার্টিফিকেটে সাধারণত ইউনিভার্সিটির রেজিস্টারের স্বাক্ষর অথবা সহকারী রেজিস্টারের স্বাক্ষর অথবা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর অথবা ডিপার্টমেন্ট বা বিভাগের প্রধানের স্বাক্ষর থাকে। কোন তারিখে ওনারা স্বাক্ষর করেছেন তা সাধারণত ব্যাপার না।
🎀 MOI এর ডেমো নিয়ে কনফিউশনের উত্তর
আপনি যখন আপনার সংশ্লিষ্ট বিভাগে যাবেন MOI নেবার জন্য তখন সাধারণত আপনাকে কোন ডেমোর কথা চিন্তা করার দরকার নেই। বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই বা বিভাগে নিজেদের ফরম্যাটে MOI এর ডেমো করা থাকে। তাই ভালোভাবে ডিপার্টমেন্টে বুঝিয়ে বললেই তারা MOI দিয়ে দেয়। তবে অনেক সময়ে ডিপার্টমেন্ট বা প্রফেসররা বলে কোন ডেমো নিয়ে আসতে যা দেখে তারা আপনার জন্য MOI তৈরি করবে। আবার অনেক সময়ে ঝামেলা না নিতে চাইলে বলে নিজে থেকে কি লেখতে হবে এমন MOI তৈরি করে নিয়ে আসতে তাহলে ডিপার্টমেন্ট বা প্রফেসর তাতে স্বাক্ষর করে দিবে।
✴তাই কনফিউশন কাটাবার জন্য গ্রুপে কিছু বিশ্ববিদ্যালয়ের MOI এর স্যাম্পল শেয়ার করা হল।
🎀 জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য স্টুডেন্ট প্রতিবছর বাইরে পড়তে যায় তবে আশার কথা হলো মেয়েদের সংখ্যা অনেক বেশী। সবচেয়ে যে দেশে নিম্ন ও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা বাইরে পড়তে যায় সেটা হলো জার্মানী(কারণ টিউশন ফি নেই) । আসুন আপনাদের সুবিধার্থে এমন কিছু ইউনিভার্সিটির নাম শেয়ার করবো যেখানে শুধু MOI দিয়েই জার্মানীর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া যায়।
⛔বিঃদ্রঃ তালিকাতে যাবার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে জানানো দরকার। তালিকাতে থাকা ইউনিভার্সিটির সব International Program এ Medium of Instruction বা MOI দিয়ে আবেদন করা নাও যেতে পারে।
যেমন University of Duisburg Essen অথবা University of Hannover এর অনেক প্রোগ্রামে যেমন MOI দিয়ে আবেদন করা যায়, আবার কিছু প্রোগ্রামে শক্তভাবে IELTS এর কথা লেখা। আবার অনেক ইউনিতে MOI দিয়ে আবেদন করা গেলেও তার সাথে জার্মান ভাষার সার্টিফিকেট কোথাও A1 বা কোথাও A2 লাগে।
আবার অনেক প্রোগ্রামে IELTS না লাগলেও GMAT অথবা GRE এর শর্ত আছে। কিছু ইউনি আছে যেখানে MOI গ্রহন করলেও অনেক সময়ে আলাদা করে অনলাইনে English Proficiency প্রমানের জন্য ইন্টার্ভিউ দিতে হয় (যেমন University of Halle বা HS Reutlingen)।
আবার কিছু ইউনি আছে (যেমন HS Bremerhaven University) যেখানে MOI দিয়ে ভর্তি হলেও দুই বা চার সেমিস্টারের পরে আপনাকে IELTS সার্টিফিকেট দিতেই হবে। আবার অনেক পাবলিক ইউনি আছে MOI দিয়ে ভর্তি হওয়া গেলেও টিউশন ফিস আছে (যেমন University of Erfurt, KIT, TU Berlin)। তাই অনুরোধ রইলো ভালোভাবে কোর্সের রিকোয়ারমেন্ট পড়ে দেখার জন্য। আমি চেষ্টা করেছি প্রতিটা ইউনিয়ের নাম তাদের ওয়েবসাইট ঘেঁটে নিজে পড়ে নিশ্চিত হয়ে তারপরে দেবার জন্য।
1. Hochschule Stralsund (University of Applied Sciences Stralsund)
2. TH Köln (Technische Hochschule Köln) / University of Applied Sciences Cologne
3. HS Niederrhein (Niederrhein University of Applied Sciences)
4. University of Göttingen
5. University of Stuttgart
6. Munich University of Applied Sciences
7. TU Munich (Technical University of Munich)
8. LMU Munich (Ludwig Maximilian University of Munich)
9. Hochschule Trier (University of Applied Sciences Trier)
10. University of Siegen
11. Johannes Gutenberg University Mainz
12. University of Kassel
13. Hochschule Mannheim (University of Applied Sciences Mannheim)
14. University of Halle Wittenberg
15. FH Frankfurt (University of Applied Sciences Frankfurt)
16. University of Bonn
17. Deggendorf Institute of Technology
18. FH Dortmund (University of Applied Sciences Dortmund)
19. Ruhr University Bochum
20. University of Bielefeld
21. University of Applied Sciences Würzburg - Schweinfurt
22. Julius-Maximilians-University Würzburg
23. TU Bergakademie Freiberg (Freiberg University of Mining and Technology)
24. Philips University Marburg
25. TU Lübeck (Technical University of Applied Sciences Lübeck)
26. Leuphana University of Lüneburg
27. OTH Regensburg (Ostbayerische Technische Hochschule Regensburg)
28. Hochschule Offenburg (University of Applied Sciences Offenburg)
29. Eberswalde University for Sustainable Development
30. University of Kiel
31. Fulda University of Applied Sciences
32. University of Oldenburg
33. University of Leipzig
34. University of Passau
35. University of Greifswald
36. RWTH Aachen
37. FH Aachen (University of Applied Sciences Aachen)
38. TU Darmstadt (Technische University Darmstadt)
39. Leibniz University Hannover
40. University of Wüppertal
41. University of Duisburg Essen
42. University of Cologne
43. Deutsche Sporthochschule Köln (German Sport University Cologne)
44. Reutlingen University / Hochschule Reutlingen (University of Applied Sciences Reutlingen)
45. Anhalt University of Applied Sciences
46. University of Potsdam
47. Technische Universität Kaiserslauten
48. University of Bremen
49. Hochschule Bremen (University of Applied Sciences Bremen)
50. Hochschule Bremerhaven ( University of Applied Sciences Bremerhaven)
51. Furtwangen University
52. Friedrich Schiller University Jena
53. Bauhaus University Weimar
54. Hochschule Esslingen (University of Applied Sciences Esslingen am Neckar)
55. Technical University of Applied Sciences Wildau
56. Karlsruhe Institute of Technology (KIT)
57. Hochschule Hamburg (University of Applied Sciences Hamburg)
58. University of Hamburg
59. Technical University Berlin
60. Berlin School of Economics and Law
61. HTW Berlin
62. Freie University Berlin
63. Beuth University of Applied Sciences
64. University of Erfurt
65. FAU Erkangen Nürnberg (Friedrich-Alexander Universität Erkangen Nürnberg)
16 মন্তব্যসমূহ
৷৷ Very helpful article, thanks a lot. If applicant lives in abroad then how he can get MOI?
উত্তরমুছুনবিবিএস স্টুডেন্টরা কি moi Certificate পেতে পারে,,
উত্তরমুছুনবিবিএ স্টুডেন্টরা কি moi certificate নিতে পারে।
উত্তরমুছুনAmio janta chai plz bolbn. Bba accounting major subject
মুছুনMoi certificate kivabe pete pari..national teke BBA complete kore ki moi certificate nite pari.
মুছুনThanks
উত্তরমুছুনIn Management BBA complete, could i got MOI Certificate? Please answer me??
উত্তরমুছুনNU theke MOI collect korte hole ki ki requirtments lage?
উত্তরমুছুনSylhet law College er student ra ko moi pete pare
উত্তরমুছুনWould I got this MOI certificate. Please answer me.
উত্তরমুছুনBSC in mathematics could I got moi certificate???🧕🧕🧕🧕
উত্তরমুছুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন অফিসে অথাবা কত নম্বর বিল্ডিং এ যোগাযোগ করতে হবে? কিংবা কিভাবে MOI পেতে পারি সেটা নিয়ে কোন কথা বলেন নি। অনুগ্রহ করে সেটা নিয়ে বিস্তারিত জানাবেন।
উত্তরমুছুনamio jante cai...result na ashle o ki moi nite parbo NU theke?
মুছুনধন্যাবাদ ভাই, অনেক কিছু জানলাম
উত্তরমুছুনthanks a lot, it was very helpful.
উত্তরমুছুনWould I get MOI for accounting subject?
উত্তরমুছুন