Hot Posts

6/recent/ticker-posts

নামের আগের কারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন।

আপানারা অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে CSE, ECE, Aeronautical Engineering , Textile, Nautical Engineering ইত্যাদি কোর্স করে কি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দেয়া যায় ? 
উত্তর হলঃ আপনি বাংলাদেশের যেকোনো পাবলিক ইউনিভার্সিটি এবং যেকোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শুধু মাত্র শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত) , প্রাইভেট ইউনিভার্সিটি(কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত) এমনকি বিদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করেও নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না । 
The Institution of engineers, Bangladesh(IEB) এর অনুমোদন প্রাপ্ত ডিগ্রি এবং এর পূর্ণ সদস্য ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন ।

The Institution of engineers, Bangladesh(IEB) কে বলা হয় ইঞ্জিনিয়ারদের জন্য অভিভাবক সংস্থা।
নামের আগে ইঞ্জিনিয়ার টাইটেল যোগ করতে পারার পূর্ব শর্ত হলো IEB accredited ডিগ্রী অর্জন করতে হবে।
IEB র পূর্ণ সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, BUET, KUET, RUET, CUET, DUET। অর্থাৎ এইসব প্রতিষ্ঠান থেকে পড়লে আপনি নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন ।
ফ্যাক্ট: শুধু IEB accredited ডিগ্রী হলেই নামের শুরুতে ইঞ্জিনিয়ার লেখা যায় না। এর জন্য তোমাকে IEB মেম্বার হতে হবে। আর এই মেম্বারশিপ ও ফ্রী না।

যেসব বিশ্ববিদ্যালয়ে (IEB) অনুমোদন প্রাপ্ত ডিগ্রি আছে সেগুলো হলঃ
1) American International University(AIUB)CSE, EEE, ECE

2। BRAC UniversityCSE, EEE

3। Daffodil UniversityCSE, ETE

4। East West University(EWU) CSE, EEE

5। STAMFORD UniversityEEE, CIVIL

6। University Of Asia Pacific(UAEP) CSE, EEE, CIVIL

7। United International University (UIU)EEE

8। International Islamic University Chittagong (IIUC) CCE, CSE

9। Military Institute Of Science & Technology (MIST)CSE, CIVIL, ME, ECE

10) ShahJalal University Of Science & Technology(SUST) chemical , Mechanical , CIVIL

11) Eastern University EEE

12) North South University(NSU) ETE,EEE,CSE

13) Independent University EEE,ETE


বাংলাদেশে আর কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের IEB accredited ডিগ্রী আপাতত নেই।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিগ্রীর IEB অনুমোদন না থাকলে ইঞ্জিনিয়ার হতে পারো যেভাবে:
১। AMIE নামে একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে। নিকটবর্তী কেন্দ্রে রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে পারো। তাহলে হয়ে গেলা AMIE ইঞ্জিনিয়ার(BSc ইঞ্জিনিয়ার নয়)
২। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোয় MEng করে।
কিছু কথা:
১। ভালো প্রতিষ্ঠানের জন্য IEB অনুমোদন গুরুত্বপূর্ন নয় । যেমন: ঢাবি,রাবি,জাবি,জবি,কুবি,চবি।
২। হায়ার স্টাডিসের জন্য বাইরের দেশগুলোতে পড়তে গেলে IEB র অনুমোদন আছে নাকি সেটা তেমন কোন ফ্যাক্ট ই নাহ।
তবে প্রাইভেট ভার্সিটিগুলোয় ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নিবা IEB অনুমোদন আছে কিনা।

 


যেসব বিশ্ববিদ্যালয় থেকে আপনি (IEB) অনুমোদন প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবেন তার নামসহ নিচে দেয়া হলঃ 




.Institute NameProgram NameDivision
   1 Ahsanullah University of Science and Technology (AUST)B.Sc. in Mechanical Engineering(Day time)Mechanical Engineering Division
2Southeast University (SEU)B.Sc. in Electrical and Electronic Engineering (Day time)Electrical  Engineering Division
3International University of Business Agriculture and Technology (IUBAT)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
4Islamic University of Technology (IUT)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
5Southern University Bangladesh (SUB)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
6Daffodil International University (DIU)B.Sc. in Textile Engineering (Day time)Textile Engineering Division
7East West University (EWU)B.Sc. In Information and Communication Engineering (B.Sc. In ICE) Day timeComputer Engineering Division
8American International University- Bangladesh (AIUB)B.Sc. in Computer Engineering(Day time)Computer Engineering Division
9American International University- Bangladesh (AIUB)B.Sc. in Electrical and Electronic Engineering(Day time)Electrical  Engineering Division
10American International University- Bangladesh (AIUB)B.Sc. in Electrical and Communication Engineering(Day time)Electrical  Engineering Division
11BRAC UniversityB.Sc. in Computer Science and Engineering(Day time)Computer Engineering Division
12BRAC UniversityB.Sc. in Electrical and Communication Engineering(Day time)Electrical Engineering Division
13Daffodil International University (DIU)B.Sc. in Computer Science and Engineering(Day time)Computer Engineering Division
14Daffodil International University (DIU)B.Sc. in Electronics and Telecommunication Engineering(Daytime)Electrical Engineering Division
15East West University (EWU)B.Sc. in Electronics and Telecommunication Engineering(Daytime)Electrical  Engineering Division
16East West University (EWU)B.Sc. in Computer Science and Engineering(Day time)Computer Engineering Division
17International Islamic University, Chittagong (IIUC)B.Sc in Computer & Communication Engineering(Day time)Computer Engineering Division
18International Islamic University, Chittagong (IIUC)B.Sc. in Computer Science and Engineering(Day time)Computer Engineering Division
19Military Institute of Science & Technology(MIST)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
20Military Institute of Science & Technology(MIST)B.Sc. in Mechanical Engineering(Day time)Mechanical Engineering Division
21Military Institute of Science & Technology(MIST)B.Sc. in Electrical, Electronic and Communication Engineering(Day time)Electrical  Engineering Division
22Military Institute of Science & Technology(MIST)B.Sc. in Computer Science and Engineering(Day time)Computer Engineering Division
23Stamford University BangladeshB.Sc. in Civil Engineering(Daytime)Civil Engineering Division
24Shahjalal University of Science & Technology (SUST)B.Sc. in Chemical & Polymer Science Engineering(Day time)Chemical Engineering Division
25Shahjalal University of Science & Technology (SUST)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
26Shahjalal University of Science and Technolgy (SUST)B.Sc. in Industrial and Production Engineering(Day time)Mechanical Engineering Division
27University of Asia Pacific (UAP)B.Sc. in Civil Engineering(Day time)Civil Engineering Division
 28University of Asia Pacific (UAP)B.Sc. in Computer Science and Engineering(CSE) Day timeComputer Engineering Division
29University of Asia Pacific (UAP)B.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
30United International University (UIU)B.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
31Stamford University BangladeshB.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
32Military Institute of Science & Technology(MIST)B.Sc. in Aeronautical Engineering(Day time)Mechanical  Engineering Division
33United International University (UIU)B.Sc. in Computer Science and Engineering(CSE) (Day time)Computer Engineering Division
34BRAC UniversityB.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
35Eastern UniversityB.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
36North South University (NSU)B.Sc. Electronics and Telecommunication Engineering (BSETE)(Day time)Electrical Engineering Division
37North South University (NSU)B.Sc. Electrical and Electronics Engineering (BSEEE)(Day time)Electrical Engineering Division
38North South University (NSU)B.Sc. in Computer Science and Engineering(CSE)(Day time)Computer Engineering Division
39Daffodil International University (DIU)B.Sc. Electrical and Electronics Engineering (BSEEE)(Day time)Electrical Engineering Division
40Independent University Bangladesh(IUB)B.Sc. in Electrical & Electronics Engineering(Day time)Electrical  Engineering Division
41Independent University Bangladesh(IUB)B.Sc. Electronics & Telecommunication Engineering(Day time)Electrical  Engineering Division
42Stamford University BangladeshB.Sc. in Computer Science & Engineering(Day time)Computer  Engineering Division
43Independent University Bangladesh (IUB)B.Sc. in Computer Science & Engineering(Day time)Computer  Engineering Division
44University of Liberal Arts Bangladesh (ULAB)B.Sc. in Computer Science & Engineering(Day time)Computer  Engineering Division
45University of Liberal Arts Bangladesh(ULAB)B.Sc. Electronics and Telecommunication Engineering (BSETE)(Day time)Electrical Engineering Division
46International Islamic University Chittagong (IIUC)B.Sc. Electrical and Electronic Engineering (EEE)(Day time)Electrical Engineering Division
47Khulna University (KU)B.Sc. Electronics and Communication Engineering (ECE)(Day time)Electrical Engineering Division
48Green University of Bangladesh (GUB) )B.Sc. Computer Science and Engineering (CSE)(Day time)Computer Engineering Division
49Green University of Bangladesh (GUB) )B.Sc. Electrical and Electronic Engineering (EEE)(Day time)Electrical Engineering Division

 (Institute Of Engineers, Bangladesh (IEB) এর অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রোগ্রামের 
তালিকা)

(IEB) এর পূর্ণ সদস্য ভুক্ত প্রতিষ্ঠান গুলো হলঃ 



(উপরোক্ত প্রতিষ্ঠানগুলি থেকে স্নাতক প্রকৌশলীরা IEB- এর সদস্য হতে পারবে এবং নামের আগে ইঞ্জিনিয়ার পদবী দিতে পারবে ।)

কারা নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন কিন্তু পদবি ব্যবহার করতে পারবেন নাঃ 

ক)  Institute Of Engineers, Bangladesh (IEB)  
স্বীকৃত সরকারী বা বেসরকারি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকে ।
অথবা ,
 ্খ) স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমানের ডিগ্রী থাকে ।
অথবা ,
গ)  AMIE (Associate Member Of The Institution Of Engineers) (শুধুমাত্র সেকশন A এবং B) পাশ থাকে ।
উপরোক্ত ডিগ্রীধারীরা নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন তবে নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবেন না ।

কারা নিজের নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারেনঃ 

ক)  IEB স্বীকৃত সরকারী বা বেসরকারি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকে এবং  Institute Of Engineers, Bangladesh (IEB)-র এসোসিয়েট মেম্বার হিসেবে নিবন্ধিত হন ।

অথবা

খ) স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমানের ডিগ্রী থাকে এবং Institute Of Engineers, Bangladesh (IEB)-র এসোসিয়েট মেম্বার হিসেবে নিবন্ধিত হন ।

অথবা

গ) AMIE (Associate Member Of The Institution Of Engineers)  (সেকশন A এবং B) পাশ থাকে এবং Institute Of Engineers, Bangladesh (IEB) -র এসোসিয়েট মেম্বার হিসেবে নিবন্ধিত হন । এর বাইরে কোনও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রীধারী কেউ নামের আগে কিংবা নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন না । তবে কিছু ডিপ্লোমাধারী নিজেকে "ডিপ্লোমা ইঞ্জিনিয়ার" হিসেবে পরিচয় দিতে পারবেন ।

আসুন দেখে নিই "ডিপ্লোমা ইঞ্জিনিয়ার" হিসেবে কারা পরিচয় দিতে পারবেনঃ 
ক) স্বীকৃত কোন পলিটেকনিক বা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকে ।
এবং
খ) ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-থেকে নিবন্ধিত হন ।

এর বাইরে দুই মাস/ ছয় মাস/ ২ বছরের কোর্সকরে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারে না । এটা অন্যায় এবং দন্ডনীয় অপরাধ। সাথে সাথে এটা ইঞ্জিনিয়ার পদবী'র অপমান এবং মানুষকে ধোকা দেয়া ।

তথ্যসূত্রঃ
১) http://www.iebbd.org
২) https://bn.wikipedia.org/wiki/ইঞ্জিনিয়ার্স_ইনস্টিটিউশন,_বাংলাদেশ
৩) http://www.somewhereinblog.net/blog/iamszaman/29975641
৪) https://web.facebook.com/highersecondaryeducation/posts/1675966475992503?_rdc=1&_rdr





একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. East West university থেকে Bsc in Information & Communication Engineering এ পাশ করলে কি নামের আগে Engineer লেখা যাবে?

    উত্তরমুছুন
  2. Hello, an amazing Information dude. Thanks for sharing this nice information with us. Online news paper

    উত্তরমুছুন
  3. প্রফেশনালে ECE পড়ে পরে কি IEB সদস্য হওয়া যাবে?

    উত্তরমুছুন
  4. আমি National Institute of Engineering & Technology (NIET) থেকে 4 year Diploma in Engineering complete করেছি। এখন আমি Prime Asia University থেকে B.Sc করলে কি নামের আগে Engineer লেখতে পারবো ??

    উত্তরমুছুন
  5. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে ইন্জিনিয়ারিং সাবজেক্টে BSC. করলে ইন্জিনিয়ারিং পদবী দেওয়া যাবে?না গেলে কি ব্যবহার করবো?

    উত্তরমুছুন
  6. ভাইয়া IEB নাই এমন ভার্সিটি থেকে বিএসসি করে পরে IEB আছে এমন ভার্সিটি থেকে এমএসসি করলে কি নামের আগে ইঞ্জিনিয়ার লেখা যাবে?

    উত্তরমুছুন
  7. আমি যে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি সেই বিশ্ববিদ্যালয় আইইবি মেম্বারশিপ
    নেই সে ক্ষেত্রে আমি কিভাবে আইইবি মেম্বারশিপ নিবো

    উত্তরমুছুন