Hot Posts

6/recent/ticker-posts

NU তে যেসব কলেজে Diploma in Library & Information Science কোর্সটি করানো হয় ।



সারাবাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৫ টি জেলায় সর্বমোট ২৪ টি কলেজে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা(Diploma In Library & Information Science) ১ বছর মেয়াদী কোর্সটি করানো হয়। নিম্নে জেলাসহ কলেজ গুলোর নাম দেয়া হলঃ

ঢাকা জেলাঃ
১। ইনস্টিটিউট ফর লাইব্রেরী এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, (ইলিম)ঢাকা
২। ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), ঢাকা |
৩। নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা।
8। লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা।
৫। ঢাকা ইনস্টিটিট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, ঢাকা
৬। ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, ঢাকা ।
৭। আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ, ঢাকা।
8। ঢাকা প্রফেশনাল কলেজ ।

খুলনা জেলাঃ
১। ইনস্টিটিউট অব এডুকেশন, লাইব্রেরী এন্ড ম্যানেজমেন্ট (ইলাম),খুলনা
২। ইনস্টিটিউট অব লাইব্রেরী আর্টস কমার্স এন্ড সায়েন্স (ইলাক্স ) খুলনা ।

বগুড়া জেলাঃ
১। বগুড়া লাইব্রেরী সায়েন্স কলেজ, বগুড়া
২। প্রফেশনাল কলেজ, বগুড়া।

যশোর জেলাঃ
১। বাংলাদেশ সাউথ ওয়েস্ট মডেল ইনস্টিটিউট, যশাের

বরিশাল জেলাঃ
১। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট, বরিশাল।

ময়মনসিংহ জেলাঃ
১। ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), | ময়মনসিংহ

রাজশাহী জেলাঃ
১। ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), রাজশাহী |

পটুয়াখালী জেলাঃ
১। পটুয়াখালী গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান কলেজ, পটুয়াখালী

চাঁদপুর জেলাঃ
১। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর।

সাতক্ষীরা
১। সুন্দরবন কলেজ অব টেকনােলজি, সাতক্ষীরা সাতক্ষীরা
২। কলেজ অব এডুকেশন, সাতক্ষীরা

সিলেট জেলাঃ
১। জাস ইনস্টিটিউট সিলেট

জয়পুরহাট জেলাঃ
১। মডার্ন ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স, জয়পুরহাট।

মাদারীপুর জেলাঃ
১। ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স, মাদারীপুর

গাজীপুর জেলাঃ
১। গাজীপুর লাইব্রেরী সায়েন্স এন্ড প্রফেশনাল ইনস্টিটিউট, ঢাকা।

রংপুর জেলাঃ
১। উপমা ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজী , রংপুর ।

একটি মন্তব্য পোস্ট করুন

113 মন্তব্যসমূহ

  1. জাস ইন্সটিটিউট এর লোকেশন টা কাইন্ডলি দেওয়া যাবে???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লালমাটিয়া মহিলা কলেজের কোন মোবাইল নম্বর হলে লাইব্রেরি কোস সম্পর্কে জানতাম কারো জানা থাকলে আমায় জানাবেন 01956170001 এই টা আমার নাম্বার।

      মুছুন
  2. রংপুরে লাইব্রেরিয়ান কর্সে ভর্তি বিগ্গাপন দিলে ভাল হত আমি কর্সটি করত

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি লাইব্রেরিয়ান কসে করতে চাই

      মুছুন
    2. রংপুরের এই কলেজের ঠিকানা প্লাস মোবাইল নাম্বার দিলে ভালো হতো, দেয়া যাবে নাকি

      মুছুন
  3. আমি ময়মনসিংহ হে ভর্তি হতে চাই।

    উত্তরমুছুন
  4. বরিশালের কোন জায়গায় একটু ঠিকানা টা দিলে উপকৃত হব।

    উত্তরমুছুন
  5. চট্রগ্রামে লাইব্রেরিয়ান কোর্স কোথায় করানো হয়?

    উত্তরমুছুন
  6. plz ,জয়পুরহাট এর লোকেশনটা দিন


    উত্তরমুছুন
  7. ফেনিতে কি এই কোর্স করা যায়?

    উত্তরমুছুন
  8. প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটার লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ডিপ্লোমা সার্টিফিকেট স্কুল-কলেজ-মাদ্রাসায় চাকরির ক্ষেত্রে কি সমান ভ্যালু? দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. UGC কর্তৃক অনুমোদন হতে হবে। বাট nu হলে ভালো হবে। nu ছাড়া অনেক জায়গা নিতে চায় না

      মুছুন
    2. Yes.If you take this degree from national university you have to lost long time than private university.

      মুছুন
  9. খুলনা জেলাতে সর্কুলার হবে কবে

    উত্তরমুছুন
  10. চট্টগ্রাম কোথায় আছে একটু জানাবেন?

    উত্তরমুছুন
  11. আমি এই কোর্স টা করতে চাই। করবো কোথায়।

    উত্তরমুছুন
  12. আমি লাইব্রেরিয়ান কোর্সে ভর্তি হতে চাই রাজশাহী তে।আমাকে একটু হেল্প করবেন।
    কখন ভর্তি শুরু হবে..???

    উত্তরমুছুন
  13. "The University of Comilla" এই বিশ্ববিদ্যালয়ের কি "লাইব্ররী সাইন্স" ডিপ্লোমা কোর্স করানোর অনুমতি আছে? জানালে উপকৃত হবো।

    উত্তরমুছুন
  14. কোর্সটি কত দিনের? অর্থাৎ মেয়াদ ৬ মাস নাকি ১ বছর?
    আর মোট খরচ কত লাগবে কোর্সটি করতে?
    ক্লাসের সময় সূচী টা
    তথ্য গুলো জানালে উপকৃত হব

    উত্তরমুছুন
  15. কুমিল্লা জেলায় একটা নতুন কলেজের অনুমোদন হয়েছে, তার নাম ঠিকনাটা বলবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লিষ্টে এই কলেজের নাম নাই কেন?
      কলেজের নাম- ইন্সটিটিউট অব প্রফেশনাল এডুকেশন কলেজ, কুমিল্লা

      মুছুন
    2. সত্যিই কি কুমিল্লায় রয়েছে... থাকলে লোকেশন এবং বিস্তারিত জানাবেন প্লিজ

      মুছুন
  16. মাদারীপুর ও গোপালগজ্ঞ কোন কোন কলেজে লাইব্রেরীয়ান কোর্স করা যায়

    উত্তরমুছুন
  17. আমি করতে চাই প্লিজ হেল্প মি-০১৭৪৪৫৫৬৬১৯

    উত্তরমুছুন
  18. জাস ইনস্টিটিউট সিলেটের তথ্য ও টিকানা জানতে চাই।

    উত্তরমুছুন
  19. এ কোর্স কত বছর মেয়াদি । ছয় মাস মেয়াদি কী কোন কোর্স আছে? এবং সেটা দিয়ে কি দরখাস্ত করা যাবে কি।

    উত্তরমুছুন
  20. দাখিল মাদ্রাসায় কবে লাইব্রেরীয়ান শিক্ষক নেওয়া হবে

    উত্তরমুছুন
  21. যশোর এম এম কলেজ লাইব্রেরিতে কোর্স ফি কত?

    উত্তরমুছুন
  22. ভাইয়া এখানে কি ভর্তি পরিক্ষা দিয়ে চান্স পেতে হবে??

    উত্তরমুছুন
  23. ভতির সময় কাল কোন মাসের কত তারিখ থেকে

    উত্তরমুছুন
  24. ভতির সময় কাল কোন মাসের কত তারিখ থেকে

    উত্তরমুছুন
  25. বরিশালের কোন জায়গা প্লিজ একটু জানান

    উত্তরমুছুন
  26. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি গ্রন্থাগার কোর্সটি করা যাবে প্লিজ জানাবেন?

    উত্তরমুছুন
  27. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি গ্রন্থাগার কোর্সটি করা যাবে প্লিজ জানাবেন?

    উত্তরমুছুন
  28. চট্টগ্রামের কোথায় কোর্স করকে পারবো?

    উত্তরমুছুন
  29. যারা জেনারেল থেকে পাস করছে তারা কি মাদ্রাসায় ডুকতে পারবে কি না। কারো জানা থাকলে জানাইয়েন।

    উত্তরমুছুন
  30. আমিও কোর্সটি করতে চাই একটু জানাবেন

    উত্তরমুছুন
  31. দয়া করে একটু জানাবেন কি সেটি কয় বছরের পড়তে হবে এবং কোথায় কোথায় সেই সুযোগটা আছে দয়া করে একটু জানাবেন কি সেটি কয় বছরের পড়তে হবে এবং কোথায় কোথায় সেই সুযোগটা আছে ডিগ্রী কলেজে ঢুকতে হলে গ্রন্থগারে পড়তে হয় ডিগ্রী কলেজে ঢুকতে হলে গ্রন্থগারে পড়তে হয়

    উত্তরমুছুন
  32. জানুয়ারি ২০২০ইং যারা ভর্তি হয়েছে তাদের ক্লাস কি অনলাইনে হচ্ছ?

    উত্তরমুছুন
  33. ami rajshahi ta admit hotea chai.communication r jonno phn number dila vlo hoy.

    উত্তরমুছুন
  34. প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটার লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ডিপ্লোমা সার্টিফিকেট স্কুল-কলেজ-মাদ্রাসায় চাকরির ক্ষেত্রে কি তফাত পার্থক্য আছে? দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
  35. প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটার লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ডিপ্লোমা সার্টিফিকেট স্কুল-কলেজ-মাদ্রাসায় চাকরির ক্ষেত্রে কি তফাত পার্থক্য আছে? দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
  36. নোয়াখালী মডার্ণ ইনিস্টিউটে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লাইব্রেরী কোর্স করানো হয়। জানালে উপকৃতহব।

    উত্তরমুছুন
  37. আমি লাইব্রেরিয়ান কসে করতে চাই : ভর্তির সময় আছে?
    ময়মনসিংহ থেকে

    উত্তরমুছুন
  38. রংপুর করলে কি কোন সমস্যা আছে জবের জন??

    উত্তরমুছুন
  39. রাজশাহীতে এই কোর্সটি করতে চাই।এখন কি ভর্তির সময় আছে?এ ব্যাপারে যদি ডিটেইলস বলতেন অথবা যোগাযোগের জন্য নাম্বার দিতে উপকৃত হতাম।

    উত্তরমুছুন
  40. ফেনী জেলায় এই ধরনের ইনিস্টিউট নেই।
    আমাদের একটি প্রাইভেট কলেজ আছে।
    এই কলেজর কি ইনিস্টিউট ওপেন করা যাব?

    উত্তরমুছুন
  41. ডিগ্রী পাস ৩ বছর মেয়াদি করে কি এই কোস টি করা যাবে

    উত্তরমুছুন
  42. এই কোর্সটি কি কোনো শিক্ষা বোর্ডের অধীনে, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।

    উত্তরমুছুন
  43. কম খরচে। এবং একবছরের ভিতরে লাইব্রেরিয়ান শেষ করতে কিভাবে কোথায় করব। 01727350026

    উত্তরমুছুন
  44. 01825005117 গ্রন্থাগারিক এর জন‍্য যোগাযোগ করতে পারেন।

    উত্তরমুছুন
  45. ইউনিভার্সিটি ওফ কুমিল্লা কি ugcকর্তৃক আনুমদন আছে?অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাটিফিটিক দিয়ে কি বিল হয়?

    উত্তরমুছুন
  46. ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), | ময়মনসিংহে কোন জায়গায় ঠিকানা কি দেওয়া যাবে অার কত টাকা খরচ হবে,,?? ভর্তির সুযোগ অাছে কিনা জানাবেন

    উত্তরমুছুন
  47. আমিও বিস্তারিত ভাবে জানতে চাই,,,, যে বিস্তারিত জানে প্লিজ তার একটি নম্বর দিন,,,

    উত্তরমুছুন
  48. আমি রাজশাহীতে করতে চাই। মোবাইল নাম্বার টা দেন?

    উত্তরমুছুন
  49. আমি এ র্কোসটি করতে চাই,বরিশাল কলেজ এর নাম্বারটা পেতে পারি।তাহলে খুব উপকৃত হতাম।

    উত্তরমুছুন
  50. আমি এ র্কোসটি করতে চাই, চট্রগ্রাম কোথায় করানো হয়?

    উত্তরমুছুন
  51. নোয়াখালীতে কোন প্রতিষ্ঠান থেকে এ কোর্সটি করা যাবে ?

    উত্তরমুছুন
  52. গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স কোথায় করা যায় নাকি এই ডিপ্লোমা মাস্টার্সের সমমানের?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমিও জানতে চাই লাইব্রেরি সাইন্স কোর্সটি কি মাস্টার্সের সমমান

      মুছুন
  53. ময়মনসিংহ এ কোর্সটি করতে চাই। ভর্তি কবে শুরু হবে

    উত্তরমুছুন
  54. খুলনা কোথায় কলেজটি জানালে উপকৃত হতাম এবং ভর্তি কোন মাসে

    উত্তরমুছুন
  55. কুমিল্লাতে কোন ন্যাশনাল ইউনিভার্সিটি হতে করা যায়জানালে উপকৃত হবো

    উত্তরমুছুন
  56. ৬ মাসের কোর্স করার জন্য কি কোন ইনস্টিটিউট আছে।

    উত্তরমুছুন
  57. এ বিষয়ে অনার্স কোর্স চালু আছে কোন কোন কলেজে,জানালে উপকৃত হব

    উত্তরমুছুন
  58. আমি করতে চাই প্লিজ হেল্প করুন
    01518454031

    উত্তরমুছুন
  59. রয়েল ইউনিভার্সিটি তে এই কোর্স টি করলে কি কোন সমস্যা আছে? অনুমোদন আছে কি?

    উত্তরমুছুন
  60. মাস্টার্স অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়ন্স করে কি লাইব্রেরিয়ান হওয়া যায়?

    উত্তরমুছুন
  61. ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সটি বিএ পাশ করার পরের করলে মাস্টার্স এর সমমান হয়।
    জানালে উপকৃত হতাম। ধন্যবাদ

    উত্তরমুছুন
  62. মৌলভিবাজার কি লাইব্রেরি কোস্ করার কোন প্রতিষ্ঠান আসে ? আমি লাইব্রেরি কোস্ করতে চাই কত টাকা লাগবে করতে কোস্ টি অনলাইন কি ক্লাস করা যাবে

    উত্তরমুছুন