Hot Posts

6/recent/ticker-posts

Relation নাকি Career(ক্যারিয়ার) ?

Husband /Boy Friend / Wife/ Girlfriend এর কোনো গ্যারান্টি/ ওয়ার‍্যান্টি নাই যে সারাজীবন আপনার পাশে থাকবে। কিন্তু আপনার অর্জিত জ্ঞান মেধা শিক্ষা অভিজ্ঞতা ক্যারিয়ার এসব আপনাকে ছেড়ে কোথাও যাবেনা এবং কখনোই আপনার সাথে প্রতারণা করবেনা। আপনার হাজব্যান্ড আপনাকে তালাক দিয়ে দিলে আপনি কি করবেন? আপনার যদি তখন সন্তান থাকে তার ভবিষ্যতের কি হবে তখন? তখন আপনার কাজে লাগবে আপনার অর্জিত জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের সনদ, বিভিন্ন কোর্সের অর্জিত জ্ঞান এগুলোই আপনাকে নিজের পায়ে দাড়াতে এবং নিজের জীবন নির্বাহ করতে সাহায্য করবে। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর পিছে সময় নষ্ট না করে সেই সময় কোনোকিছু শেখায় মনোনিবেশ করুন যেটা কখনোই আপনার সাথে প্রতারণা করবেনা যাকিনা সারাজীবন ধরে আপনার আর্থিক সার্পোট দিয়ে যাবে। Emotional Intelligence হোন আবেগ কে নিজের দাসে পরিণত(নিয়ন্ত্রণ) করুন বাট আবেগের দাস হবেন না। জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চান নাকি ক্যারিয়ার চান?????
(বিঃদ্রঃ বাংলাদেশে ঢাকায় প্রতি ঘন্টায় ১টা করে ডিভোর্স হয়। সো সংসার ভালবাসা গুলো এখন ঠুনকো হয়ে পড়েছে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ