Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা IBA-MBA তে পড়তে চায় তাদের জন্য

★IBA(BBA/MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর::
►আইবিএ কি?
ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন এটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ
এমবিএ পড়ানো হয়।
►আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইবিএকেই বোঝায়।
জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে,
জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু যদিও এখনও
মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে।
►আইবিএতে কারা পড়তে পারে? যেকোন গ্রুপ থেকে
(সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ
করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে
(সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থ্যাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে
এমবিএতে ভর্তী পরীক্ষা দেয়া যায়।
►জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে
পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে।
►এখানে ভর্তীর যোগ্যত কি?
বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে
এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০করে মোট 7.50 এমবিএতে ভর্তীর যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে
৩.০০, এইচএসসিতে ৩.০০ অনার্স এ সেকেন্ড ক্লাশ
বা ২.৫০ হলেই হবে।
►ডিগ্রীর ছাত্র-ছাত্রীরা কি IBA-MBA করতে
পারে? হ্যাঁ পারে, এটাই আইবিএর স্বতন্ত্র, একজন বুয়েটের
ছেলেও হয়ত বাদ পড়তে পারে আবার একজন ডিগ্রীর
ছেলেও চান্স পেতে পারে যদি সে Admission Test
এ ভাল করে।
►আই বি এ তে নাকি ৯০ ভাগ ইংরেজী মাধ্যম বাকি ১০ ভাগ নাকি বাংলা মিডিয়ামরা
চান্স পায়?
এ ধারণাটা একসময় ছিল এখন পরিবর্তন হয়েছে, এখন
প্রায় ৫০-৫০ চান্স পায়।একটা সময় হয়ত আসবে যখন
বাংলামিডিয়াম পাবে ৯০% আর ওরা হয়ত ১০% কারণ ইংরেজী মিডিয়াম
পড়ুয়া ছাত্রছাত্রীরা বিদেশে পড়ার প্রবণতা বেড়ে
গেছে ।
►আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে? দুই
ধরণের-রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএ রেগুলার এমবিএর আবার দুটো ধরণ আছে একটা পার্ট
টাইম
যেটার ক্লাশ হয় সন্ধ্যায়, আর ফুল টাইম- এদের
ক্লাশ হয় দিনের বেলায়, এছাড়া এক্সিকিউটিভ
এমবিএর ক্লাশও রাতে হয়। 
►এক্সিকিউটিভ এমবিএর জন্য যোগ্যতা কি লাগে?
০৪ বছর মেয়াদী অনার্স পাশ + কমপক্ষে ০৩ বছরের
চাকুরীর অভিজ্ঞতা
►এক্সিকিউটিভ এমবিএ আর রেগুলার এমবিএর মধ্যে
পার্থক্য কি?
রেগুলার এমবিএর মোট কোর্স ২০টি, এক্সিকিউটিভ
এমবিএ এর মোট কোর্স ১২ টি, রেগুলার এমবিএ করতে
সময় লাগে ২ বছর থেকে ৩.৫ বছর আর এক্সিকিউটিভ
এমবিএ করতে সময় লাগে ১.৫ থেকে ২ বছর, রেগুলার এমবিএ পড়তে মোট খরচ ৭৫ হাজার টাকার মত আর
এক্সিকিউটিভ এমবিএ এর মোট খরচ ২.৫ লাখ প্রায়।
রেগুলার এমবিএ করতে অভিজ্ঞতা লাগেনা আর
এক্সিকিউটিভ এমবিএ করতে ০৩(তিন)বছরের ফুল
টাইম জবের অভিজ্ঞতা থাকতে হবে। 
►রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএর মধ্যে
ভাল
কোনটা? দুটোই ভাল, রেগুলারটা ফ্রেশ
গ্রাজুয়েটদের জন্য আর
এক্সিকিউটিভ টা ম্যানেজারিয়ল লেভেল এর জন্য ভাল।
►আমি তো চাকুরী করি দিনে সুযোগ পাই না কিন্তু
চাকুরীর অভিজ্ঞতাও ০৩ বছর হয় নি, আমি কি
চাকুরীর পাশাপাশি আইবিএ তে এমবিএ করতে
পারব? হ্যাঁ পারবেন, আমি রেগুলার এমবিএর পার্টটাইমে
পড়তে পারবেন কারণ এর ক্লাশ হয় রাতে(৭.০০থেকে
শুরু)।
►এমবিএর খরচ কেমন পড়বে? রেগুলার এমবিএ: ৭৫
হাজার টাকার মত এক্সিকিউটিভ এমবিএ: ২.৫০ হাজার টাকার মত
►পড়তে কতবছর সময় লাগে?
এক্সিকিউটিভ এমবিএ: মোট ১২ টা কোর্স, বছরে ০৩
টা সেমিস্টার যদি ৩ টা করে কোর্স নিতে পারেন
তাহলে এক বছরের একটু বেশি সময় লাগবে। রেগুলার এমবিএ: ফুল টাইম-মোট ২০ টা কোর্স
► বিবিএ পড়ার খরচ কত?
বিবিএ পড়তে খরচ সরকারী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য
সাবজেক্ট পড়তে খরচ যেমন-অর্থ্যাৎ চার বছরে মোট
২৫-৩০ হাজার টাকা লাগতে পারে। 
►আমি যদি ফুল টাইম প্রোগামে ভর্তী হই কিন্তু
কিছু দিন পরে চাকুরী পেয়ে যাই তাহলে কি হবে?
আইবিএর এমবিএ খুবই ফ্লেক্সিবল একসেমিস্টার পরে
শিফট করে নাইটে অর্থ্যাৎ
►কম্টিটিশন কেমন ভাই? প্রতিযোগির সংখ্যা-রেগুলার এমবিএ: ৪০০০ থেকে
৪৫০০ হাজার মাত্র
এক্সিকিউটিভ এমবিএ: ১,৫০০-২,০০০ মাত্র
** এখানে একটা কথা বলে রাখি প্রতিযোগির
সংখ্যা দেখে নয় বরং তাদের কোয়ালিটি দেখে বুঝতে হবে কম্পিটিশন কেমন হবে! এখানে ৪ হাজার
এর মধ্যে প্রায় ১ হাজার এর মত
থাকে বুয়েটের আর প্রায় দেড় হাজার থাকে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের+ অন্যান্য…
►রেগুলার এমবিএর ক্লাশ কবে কবে হয়? সপ্তাহে চারদিন ক্লাশ থাকে, আর এটা নির্ভর
করবে একটা সেমিস্টার এ আপনি কি কি সাবজেক্ট
নিবেন।
►এখানে কতবার পরীক্ষা দেয়া যায়? যতবার ইচ্ছা
দিতে পারবেন। 
►ভর্তী পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়?
বিবিএ: বছরে ০১(এক) বার-ডিসেম্বর মাসে রেগুলার
এমবিএ: বছরে দুইবার জুনে একবার আর
ডিসেম্বরে আরেকবার এক্সিকিউটিভ এমবিএ: বছরে
তিন বার, জানুয়ারি-এপ্রিল- অক্টোবর 
►আসন কত? বিবিএ: ১২০টি রেগুলার এমবিএ: জুনে ৬০
জন আর ডিসেম্বরে ১২০ জন
এক্সিকিউটিভ এমবিএ: প্রতিবার ৪০ জন করে।বছরে
মোট ১২০ জন 
►ভর্তী পরীক্ষায় কতমার্কস এর আর কি কি আসে?
বিবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০, ম্যাথ-৩০,
এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০)
রেগুলার এমবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০,
ম্যাথ-৩০, এ্যানালাইটিক্যাল-১৫, রাইটিং ৫/১০) এক্সিকিউটিভ এমবিএ: মোট ৭৫(ইংরেজী-৩০,
এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০)
►শুনেছি আইবিএর বিবিএর প্রস্তুতি নাকি এমবিএর
প্রস্তুতিও কভার করে?
হ্যাঁ ঠিকই শুনেছেন। যেকোন একটির প্রস্তুতি নিলে অন্যটির
প্রস্তুতি হয়ে যায়। আর প্রশ্নপত্রও একই রকম।
►BBA/MBA এর জন্য study gap এর কোন শর্ত আছে
কি? BBA/MBA এর জন্য Study Gap কোন বিষয় নয়।
►আইবিএ থেকে পাশ করলে চাকুরীর নিশ্চয়তা কি? পাশ করার আগেই হয়ত চাকুরী হয়ে যাবে ।
►আইবিএতে মূলত করা চান্স পায় একটু বলবেন?
আমাদের ব্যাচের ৬০ জনের মধ্যে কমবেশি-১০/১১ জন
ছিল বুয়েটের, ৯/১০ জন ছিল ডুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট ইত্যাদির, ৬/৭ জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কমার্স ফ্যাকাল্টির,
০২/০৩ জন ছিল আর্টস ফ্যাকাল্টির, ০৪/৫ জন ছিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের, ০২ জন ছিল শুধু ডিগ্রি
পাশ, চিটাগাং ইউনিভিার্সীটির ছিল ০২ জন, জাহাঙ্গীর নগরের ০২/০৩ জন। প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের (BRAC, NSU, Eastern, Stamford,
Ahasanullah, EWU ০৭/০৮ জন। ০২/০৩ জন ছিল কৃষি
বিশ্ববিদ্যালয়ের। বিদেশী ডিগ্রী ছিল ০২ জনের,
আইবিএর বিবিএ ব্যাকগ্র্যাউন্ডের ছিল ০৩/০৪ জন। ০৩/০৪ জন ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের।
►যারা আইবিএর বিবিএ করে তাদেরও কি আবার
এমবিএতে ভর্তী পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি
ভর্তী হয়?
আইবিএতে সবাইকেই ভর্তী পরীক্ষা দিতে হয়।

[বিঃদ্রঃ আগামী পরবে আমরা  IBA এর সিলেবাস এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে ধারনা দিব । ]

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. আমার question হচ্ছে, আমি ঢাকা ভার্সিটির না আমি হাবিপ্রবিতে পরি... তাহলে আমি রেগুলার এমবিএ করতে পারবো ঢাবিতে.?

    উত্তরমুছুন
  2. এখানে কী বয়সের কোনো সীমাবদ্ধতাআছে? মানে সর্বোচ্চ কত বছর পর্যন্ত দেওয়া যায়

    উত্তরমুছুন
  3. আমি যদি যেকোনো ডিগ্রি কোর্স করে মাস্টার্স না করি তাহলে আইবিএ তে পরিক্ষা দিতে পারবো?

    উত্তরমুছুন
  4. এক্সিকিউটিভ এমবিএ এর ক্লাশ কি প্রতিদিনই হয়? আমার শুক্রবার এবং শনিবার ছুটি। ছুটির দিনে ক্লাশ করা যায় কি? সপ্তাহে কত দিন ক্লাশ করতে হয়? ক্লাশ এর সময় এবং ভর্তি পরিক্ষার জন‍্য কি কি পড়তে হবে? Suggest please.

    উত্তরমুছুন
  5. আমি ডিগ্রী করে কি এম বি এ করতে পারবো?

    উত্তরমুছুন