Hot Posts

6/recent/ticker-posts

মার্চেন্ডাইজিং এ পেইড ইন্টার্নশিপের সুযোগ

ZXY International


বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক বিদেশী বায়িং হাউজ ZXY International ইন্টারনশীপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই প্রতিষ্ঠানে '' এপ্যারেল মার্চেন্ডাইজিং '' পদে ইন্টার্ন নেয়া হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ Merchandising 
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ এপ্যারেল মারচেন্ডাইজিং(Apparel Merchandising) বিষয়ে স্নাতক পাস । 
চাকরির ধরনঃ ফুলটাইম ।
ইন্টার্নশিপের সময়কাল: ৩ থেকে ১২ মাস । 
বেতনঃ মাসিক ১২,০০০ টাকা । 
কোম্পানির সুযোগ সুবিধাঃ 
  • কর্পোরেট ক্যান্টিনে ফ্রি লাঞ্চ 
  • উন্নত প্রযুক্তি ও সুবিধা সম্বলিত ফ্রি ক্যাফেটেরিয়া 
  • বিশ্বমানের কাজের পরিবেশ ।
কর্মস্থলঃ ঢাকা 
যেভাবে আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত ও নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এ লিংকে
আবেদনের পূর্বে পড়ুনঃ
  • বিডিজবসে আবেদনের পাশাপাশি careers@zxyinternational.com এই মেইলেও আবেদনের তথ্য সাবমিট করতে পারবেন । 
  • মেইল সাবজেক্ট লাইনে অবশ্যই '' Intern -Merchandising '' উল্লেখ করতে হবে । 
  • কভার লেটার সর্বোচ্চ ২ পেজের হতে হবে । 
  • আপডেট সিভি, নাম ফোন , ইমেইল সহ তিনজন একাডেমিক/প্রফেশনাল রেফারেন্স , একাডেমিক কোয়ালিফিকেশন , এক্সট্রা কো-কারিকুলার এক্টিভিটিস , রেফারেন্সকৃত ব্যাক্তিগন অবশ্যই direct faculty, student club advisors/leads হতে হবে । 
  • অনলাইনে আবেদনের পর আপনাকে ডাকা হলে অবশ্যই আপনি যেসকল ডকুমেন্ট ; সিভি , কভার লেটার যেসব জমা দিয়েছেন সেগুলোর হার্ডকপি সাথে নিয়ে যেতে হবে । 
আবেদনের শেষ তারিখ: ১১ মে ২০২৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ