File photo: Freepik |
বাংলাদেশের
প্রতিষ্ঠিত লিডিং কোম্পানি হাতিম ভ্যাট এবং ট্যাক্স লিগ্যাল ডিপার্টমেন্টে ইন্টার্নশীপ
পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নামঃ Internship
in VAT & Legal Department
পদসংখ্যাঃ ১০
শিক্ষাগত যোগ্যতাঃ একাউন্টিং এবং ফাইন্যান্সে বিবিএ স্নাতক পাশ ।
আরও পড়ুনঃ
হিউম্যান রিসোর্সে পেইড ইন্টার্নশিপ , ভাতা ৭,০০০
বয়সঃ ২০ থেকে ৩০ বছর (শুধু মাত্র পুরুষরাই
আবেদন করতে পারবে) ।
কর্মস্থল: গাজীপুর , টঙ্গী , নারায়ণগঞ্জ(রুপগঞ্জ) ।
সাপ্তাহিক বন্ধ:
শুক্রবার।
চাকরির ধরনঃ
ফুলটাইম, ইন্টার্নশিপ
।
বেতনঃ আলোচনাসাপেক্ষ ।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
কোম্পানির সুযোগ
সুবিধাঃ
- ওভারটাইম ভাতা ,
- লাঞ্চ সুবিধা ।
যেভাবে আবেদন
করবেনঃ
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত ও নিয়োগসংক্রান্ত আরও
বিস্তারিত জানা যাবে এ লিংকে ।
আবেদনের
শেষ তারিখ: ১০ জুলাই, ২০২৩
।
0 মন্তব্যসমূহ