Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল (Professional) অনার্স কোর্সে ভর্তির নিয়মাবলী

National University Professional Admission 2023
National University Professional Admission

 জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে কিভাবে ভর্তির আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো পোস্ট টি পড়ুন  👇 


সাধারন নির্দেশিকাঃ 
  1.  ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ (www.nu.ac.bd/admissions) 
  2. প্রাথমিক আবেদন সময়সীমাঃ   ১২ ই জুলাই বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০ শে জুলাই ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।  (আবেদনের সময়সীমা পরবর্তীতে বাড়ানো হতে পারে
  3. প্রথমেই আগ্রহী প্রার্থীকে এই লিংকে গিয়ে http://app5.nu.edu.bd/nu-web/application/profApplicationForm আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ৩১ শে জুলাই ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 
  4. ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৭ শে আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
  5. আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে।
  6. ভর্তির সময়সূচি ও মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions)  মাধ্যমে জানা যাবে । 
  7. আবেদনকারী SMS এর মাধ্যমে মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে (nu athp roll no টাইপ করে  16222 নম্বরে Send করতে হবে
  8. প্রাথমিক আবেদন ফরমে কোন আবেদনকারীর তথ্য/ছবি ভুল বা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে ।  
গুরুত্বপূর্ণ তথ্যঃ 
  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ বা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না। 
  2. তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে
  3. একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।  
    প্রফেশনাল কোর্সে আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ 
    SSC পাসের সনঃ 2018/2019/2020 
    HSC পাসের সনঃ 2020/2021/2022

    ন্যূনতম পয়েন্টঃ 
    Arts থেকে SSC - 2.5 (GPA) , HSC - 2.5 (GPA) . (ন্যূনতম GPA ৪র্থ বিষয়সহ)
    Science/Commerce/Vocational/BIM/Diploma in Commerce থেকে SSC - 3.00 (GPA) , HSC - 2.05 (GPA) . (ন্যূনতম GPA ৪র্থ বিষয়সহ)





    প্রফেশনাল অনার্সে ভর্তি কার্যক্রমে নির্বাচিত কোর্সসমূহে আসন বন্টনঃ 
     
    Professional BBA:  
    মানবিক শাখা → ১৫%
    বিজ্ঞান শাখা → ১৫%
    ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
    ►মেধা তালিকা দেয়ার পরও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়
    শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।



    Bachelor of Education (BEd) /  Apparel Manufacture and Technology (AMT) / Fashion Design and Technology (FDT) / Knitwear Manufacture and Technology (KMT) : 
    মানবিক শাখা → ৪০%
    বিজ্ঞান শাখা → ২০ %
    ব্যবসায় শিক্ষা শাখা → ৪০%
    ► মেধা তালিকা দেয়ার পরও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন  বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।




    Computer Science and Engineering (CSE) / Electronics and Communication Engineering (ECE) /Textile Science and Technology:
    বিজ্ঞান শাখা → ১০০%

    Bachelor of Fine Arts (BFA):  বি.এফ.এ প্রি ডিগ্রী → ১০০% 


    Tourism and Hospitality Management (THM) / Theatre and Media Studies (TMS): 
    ►উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য মেধাস্কোরের ভিত্তিতে আসন বণ্টন করা হবে। 
     
    BBA in Aviation Management : 
    মানবিক শাখা → ১৫%
    বিজ্ঞান শাখা → ১৫%
    ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
    ►মেধা তালিকা দেয়ার পরেও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।

    BSc in Aeronautical and Aviation Science and Engineering: বিজ্ঞান শাখা → ১০০% 



    অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিয়ম: 

    Practical Guideline: 
    ছবি দেখে প্রেক্টিক্যাল আবেদন করতে চাইলে এই লিংকে গিয়ে দেখুনঃ http://app5.nu.edu.bd/nu-web/resources/manuals/ApplicantManual_Ban.pdf

    প্রথম ভাগঃ 
    Step - 1:
    আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের http://app5.nu.edu.bd/nu-web/application/profApplicationForm - লিংকে গিয়ে SSC এবং HSC এর ROLL NO, BOARD, PASSING YEAR দিতে হবে । 

    Step - 2: Step - 1 এর তথ্য যদি ঠিক থাকে তাহলে Screen এ GPA , নিজের নাম , বাবার নাম , মায়ের নাম ,জন্ম তারিখ , অটোমেটিক্যালি দেখাবে । SEX (মানে Gender) যদি লিংগ ঠিক না থাকে সেক্ষেত্রে   Click to Change অপশনে এ ক্লিক করে ঠিক করে নিবেন ।  

    উল্লেখ্য যে, ইচ্ছাকৃত অথবা Gender ক্রটির কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ঐ আবেদনকারীর আবেদন ফরম/ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া জন্মতারিখ যদি ভূলে ২২ বছরের বেশী থাকে তাহলে সঠিক জন্ম তারিখ দিতে পারবে । 
     
    Step - 3: এরপর তৃতীয় ধাপে আবেদনকারী কলেজ এবং বিষয় সিলেক্ট করবে । সর্ব বামে Eligible Course কলামে নিজের রেজাল্ট অনুসারে যোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবে । এরপরের কলামে Division ,District , Desired College সিলেক্ট করবে । পরের কলামে সেই কলেজে কি কি সাবজেক্ট আছে সেই অনুযায়ী বিষয়ের নাম এবং Total Seat  ও Available Seat দেখাবে এবং পছন্দের বিষয়ে ক্লিক করার সাথে সাথে পরের কলামে Choice List তৈরি হয়ে যাবে । এভাবে নিজের যোগ্যতা অনুসারে ১ম , ২য় , ৩য় করে মোট ১৫ টি বিষয় নির্বাচন করতে পারবে । বিষয় নির্বাচন শেষে NEXT Button এ ক্লিক করতে হবে । 

    Step - 4: চতুর্থ ধাপে আপনার যদি কোটা থাকে এবং কোটায় আবেদন করতে চান সেক্ষেত্রে Quota Option এ গিয়ে Yes  ক্লিক করতে হবে । এরপর আপনার কি কোটা আছে সেটা Select করতে হবে । মূলত Freedom Fighter , Tribal , Physically Disabled এই তিনটি কোটা থাকে । যদি আপনার কোটা না থাকে তাহলে কোটা অপশনে NO ক্লিক করে পরে ধাপে যেতে হবে । 



    Step - 5: সর্বশেষ এই ধাপে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে । ছবির সাইজ 120×150 Pixel হতে হবে এবং ছবি .jpg ফরম্যাটে হতে হবে এবং ছবির সাইজ 50 kb এর বেশী হবে না । ছবির সাইজ অনলাইন থেকেই Edit করা যাবে এজন্য ছবির নীচে (click here to edit photo online) এ ক্লিক করে ছবির সাইজ Edit করতে হবে  ।  এরপর Mobile Number দিতে হবে এবং পরবর্তীতে যোগাযোগের জন্য ওই মোবাইল নাম্বারে কল অথবা এস এম এস দেয়া হবে ।  

    এরপর সবকিছু একনজরে দেখার জন্য Preview Application এ ক্লিক করতে হবে । সবকিছু ঠিক থাকলে Submit Application এ ক্লিক করতে হবে । Application Submit করার পরে Admission Roll Number ,Pin Number Show করবে সেগুলো Save করে রাখতে হবে। এবং পাশে PDF করা Download Admit Card এ ক্লিক করলেই Admit Card Download হয়ে যাবে । এরপর Exit দিয়ে বের হয়ে আসতে হবে । 

    দ্বিতীয় ভাগঃ 
    প্রথম ধাপ সঠিক ভাবে সম্পাদনের পর Applicants Login অথবা এই লিংকে http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Professional ক্লিক করে Roll Number এবং Pin Number দিয়ে Login করতে হবে এবং Student Login থেকে নিজের প্রোফাইল দেখতে পাবে । 

    Applicant চাইলে এই প্রোফাইল থেকে নিজের ছবি পরিবর্তন করতে পারবে । এবং তাকে অবশ্যই Download Admit Card অপশনে গিয়ে নিজের Admit Card Download করতে হবে । Download কৃত Admit Card টি এবং নির্দিষ্ট কলেজ ফি সহ কলেজে জমা দিয়ে Student Copy নিয়ে আসতে হবে । এটি পরীক্ষার হলে Admit Card হিসেবে গণ্য হবে । 

    যদি আপনার Application কলেজ রিসিভ করে তাহলে আপনার Student Profile এ View Application অপশনে Submitted(লাল দাগে লেখা) এর জায়গায় Received (সবুজ দাগে) লেখা থাকবে । এবং Applicant একটি Confirmation SMS পাবে । Application Receive হওয়ার পর Applicant তার নিজের প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করতে পারবেনা । 

    Applicant এরপর নিজের প্রোফাইলে Notice Board ক্লিক করলে সর্বশেষ এডমিশনের নোটিশ দেখতে পাবে । সবশেষে Logout দিয়ে বের হয়ে আসতে হবে । 
     
    ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি
    ক) আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।
    খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর   
    1.  ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% 
    2.  প্রয়োজন হলে ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে 
    3.  এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়,সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
    গ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদনকারী কোন শিক্ষার্থী ১ম/২য় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ঐ শিক্ষার্থীকে পুনরায়
    কোটার মেধা তালিকায় স্থান দেয়া হবে না।
    ঘ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা
    তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।
    ঙ) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে কোর্সভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তিবিষয়ক
    ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu athp roll no. টাইপ করে 16222 নম্বরে send
    করতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে।




    ধন্যবাদ ।







    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ