National University Professional Admission |
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে কিভাবে ভর্তির আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো পোস্ট টি পড়ুন 👇
সাধারন নির্দেশিকাঃ
- ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ (www.nu.ac.bd/admissions)
- প্রাথমিক আবেদন সময়সীমাঃ ১২ ই জুলাই বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০ শে জুলাই ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। (আবেদনের সময়সীমা পরবর্তীতে বাড়ানো হতে পারে )
- প্রথমেই আগ্রহী প্রার্থীকে এই লিংকে গিয়ে http://app5.nu.edu.bd/nu-web/application/profApplicationForm আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ৩১ শে জুলাই ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
- ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৭ শে আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
- আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে।
- ভর্তির সময়সূচি ও মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে জানা যাবে ।
- আবেদনকারী SMS এর মাধ্যমে মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে
(nu athp 16222 নম্বরে Send করতে হবেroll no টাইপ করে - প্রাথমিক আবেদন ফরমে কোন আবেদনকারীর তথ্য/ছবি ভুল বা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে ।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ বা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না।
- তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে।
- একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
SSC পাসের সনঃ 2018/2019/2020
HSC পাসের সনঃ 2020/2021/2022
ন্যূনতম পয়েন্টঃ
Arts থেকে SSC - 2.5 (GPA) , HSC - 2.5 (GPA) . (ন্যূনতম GPA ৪র্থ বিষয়সহ)
Science/Commerce/Vocational/BIM/Diploma in Commerce থেকে SSC - 3.00 (GPA) , HSC - 2.05 (GPA) . (ন্যূনতম GPA ৪র্থ বিষয়সহ)
প্রফেশনাল অনার্সে ভর্তি কার্যক্রমে নির্বাচিত কোর্সসমূহে আসন বন্টনঃ
Professional BBA:
মানবিক শাখা → ১৫%
বিজ্ঞান শাখা → ১৫%
ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
►মেধা তালিকা দেয়ার পরও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়
শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।
Bachelor of Education
(BEd) / Apparel Manufacture
and Technology (AMT) / Fashion Design and
Technology (FDT) / Knitwear Manufacture
and Technology (KMT) :
মানবিক শাখা → ৪০%
বিজ্ঞান শাখা → ২০ %
ব্যবসায় শিক্ষা শাখা → ৪০%
► মেধা তালিকা দেয়ার পরও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।
Computer Science and
Engineering (CSE) / Electronics and
Communication
Engineering (ECE) /Textile Science and Technology:
বিজ্ঞান শাখা → ১০০%
Bachelor of Fine Arts
(BFA): বি.এফ.এ প্রি ডিগ্রী → ১০০%
Tourism and
Hospitality
Management (THM) / Theatre and Media
Studies (TMS):
►উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য মেধাস্কোরের ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
BBA in Aviation
Management :
মানবিক শাখা → ১৫%
বিজ্ঞান শাখা → ১৫%
ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
►মেধা তালিকা দেয়ার পরেও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।
BSc in Aeronautical and
Aviation Science and
Engineering: বিজ্ঞান শাখা → ১০০%
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিয়ম:
Practical Guideline:
ছবি দেখে প্রেক্টিক্যাল আবেদন করতে চাইলে এই লিংকে গিয়ে দেখুনঃ http://app5.nu.edu.bd/nu-web/resources/manuals/ApplicantManual_Ban.pdf
প্রথম ভাগঃ
Step - 1:
আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের http://app5.nu.edu.bd/nu-web/application/profApplicationForm - লিংকে গিয়ে SSC এবং HSC এর ROLL NO, BOARD, PASSING YEAR দিতে হবে ।
Step - 2: Step - 1 এর তথ্য যদি ঠিক থাকে তাহলে Screen এ GPA , নিজের নাম , বাবার নাম , মায়ের নাম ,জন্ম তারিখ , অটোমেটিক্যালি দেখাবে । SEX (মানে Gender) যদি লিংগ ঠিক না থাকে সেক্ষেত্রে Click to Change অপশনে এ ক্লিক করে ঠিক করে নিবেন ।
উল্লেখ্য যে, ইচ্ছাকৃত অথবা Gender ক্রটির কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ঐ আবেদনকারীর আবেদন ফরম/ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া জন্মতারিখ যদি ভূলে ২২ বছরের বেশী থাকে তাহলে সঠিক জন্ম তারিখ দিতে পারবে ।
Step - 3: এরপর তৃতীয় ধাপে আবেদনকারী কলেজ এবং বিষয় সিলেক্ট করবে । সর্ব বামে Eligible Course কলামে নিজের রেজাল্ট অনুসারে যোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবে । এরপরের কলামে Division ,District , Desired College সিলেক্ট করবে । পরের কলামে সেই কলেজে কি কি সাবজেক্ট আছে সেই অনুযায়ী বিষয়ের নাম এবং Total Seat ও Available Seat দেখাবে এবং পছন্দের বিষয়ে ক্লিক করার সাথে সাথে পরের কলামে Choice List তৈরি হয়ে যাবে । এভাবে নিজের যোগ্যতা অনুসারে ১ম , ২য় , ৩য় করে মোট ১৫ টি বিষয় নির্বাচন করতে পারবে । বিষয় নির্বাচন শেষে NEXT Button এ ক্লিক করতে হবে ।
Step - 4: চতুর্থ ধাপে আপনার যদি কোটা থাকে এবং কোটায় আবেদন করতে চান সেক্ষেত্রে Quota Option এ গিয়ে Yes ক্লিক করতে হবে । এরপর আপনার কি কোটা আছে সেটা Select করতে হবে । মূলত Freedom Fighter , Tribal , Physically Disabled এই তিনটি কোটা থাকে । যদি আপনার কোটা না থাকে তাহলে কোটা অপশনে NO ক্লিক করে পরে ধাপে যেতে হবে ।
Step - 5: সর্বশেষ এই ধাপে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে । ছবির সাইজ 120×150 Pixel হতে হবে এবং ছবি .jpg ফরম্যাটে হতে হবে এবং ছবির সাইজ 50 kb এর বেশী হবে না । ছবির সাইজ অনলাইন থেকেই Edit করা যাবে এজন্য ছবির নীচে (click here to edit photo online) এ ক্লিক করে ছবির সাইজ Edit করতে হবে । এরপর Mobile Number দিতে হবে এবং পরবর্তীতে যোগাযোগের জন্য ওই মোবাইল নাম্বারে কল অথবা এস এম এস দেয়া হবে ।
এরপর সবকিছু একনজরে দেখার জন্য Preview Application এ ক্লিক করতে হবে । সবকিছু ঠিক থাকলে Submit Application এ ক্লিক করতে হবে । Application Submit করার পরে Admission Roll Number ,Pin Number Show করবে সেগুলো Save করে রাখতে হবে। এবং পাশে PDF করা Download Admit Card এ ক্লিক করলেই Admit Card Download হয়ে যাবে । এরপর Exit দিয়ে বের হয়ে আসতে হবে ।
দ্বিতীয় ভাগঃ
প্রথম ধাপ সঠিক ভাবে সম্পাদনের পর Applicants Login অথবা এই লিংকে http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Professional ক্লিক করে Roll Number এবং Pin Number দিয়ে Login করতে হবে এবং Student Login থেকে নিজের প্রোফাইল দেখতে পাবে ।
Applicant চাইলে এই প্রোফাইল থেকে নিজের ছবি পরিবর্তন করতে পারবে । এবং তাকে অবশ্যই Download Admit Card অপশনে গিয়ে নিজের Admit Card Download করতে হবে । Download কৃত Admit Card টি এবং নির্দিষ্ট কলেজ ফি সহ কলেজে জমা দিয়ে Student Copy নিয়ে আসতে হবে । এটি পরীক্ষার হলে Admit Card হিসেবে গণ্য হবে ।
যদি আপনার Application কলেজ রিসিভ করে তাহলে আপনার Student Profile এ View Application অপশনে Submitted(লাল দাগে লেখা) এর জায়গায় Received (সবুজ দাগে) লেখা থাকবে । এবং Applicant একটি Confirmation SMS পাবে । Application Receive হওয়ার পর Applicant তার নিজের প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করতে পারবেনা ।
Applicant এরপর নিজের প্রোফাইলে Notice Board ক্লিক করলে সর্বশেষ এডমিশনের নোটিশ দেখতে পাবে । সবশেষে Logout দিয়ে বের হয়ে আসতে হবে ।
ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি
ক) আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।
খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর
- ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
- প্রয়োজন হলে ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে
- এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়,সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
গ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদনকারী কোন শিক্ষার্থী ১ম/২য় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ঐ শিক্ষার্থীকে পুনরায়
কোটার মেধা তালিকায় স্থান দেয়া হবে না।
ঘ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা
তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।
ঙ) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে কোর্সভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তিবিষয়ক
ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu athp roll no. টাইপ করে 16222 নম্বরে send
করতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে।
0 মন্তব্যসমূহ