ভাইয়ারা অবশ্যই ফর্মাল পোশাক পরবেন । আপুরা শালীন পোশাক পরবেন । ভাইভা তে সবচেয়ে জরুরী হল Confidence তাই ভাইভাতে এটা হারাবেন না এবং অবশ্যই ভয় করবেন না । যে প্রশ্নের উত্তর জানেন না ভনিতা/ভান না করে সরাসরি বলে দিবেন , সরি স্যার আমি এঈ মুহুরতে এটা মনে করতে পারছি না (ভাবখানা এমন দেখাবেন যেন পৃথিবীতে আপনি শুধু এই একটা প্রশ্নের উত্তর জানেন না , আর সব জানেন ) । কারন সবাই সবকিছুর উত্তর জানে না । আপনাকে যে সবজান্তা হতে হবে এমন কোন কথা নেই । এই ভাইভাতে বাংলাদেশে থানা কয়টা এটার সঠিক উত্তর দেওয়া জরুরী না জরুরী হল আপনার উপস্থাপন আর ব্যাক্তিত্য । খুব কম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন । সবচেয়ে ভালো হয় কিছু কমন প্রশ্নের উত্তর আগে থেকেই সাজিয়ে নেয়া যাতে করে প্রশ্ন করলে গুছিয়ে উত্তর দিতে পারেন । আর রুমে ঢুকেই সালাম দিবেন /গুড আফটার নুন বলবেন । যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবেন না । বসতে বললে ধন্যবাদ দিয়ে বসে পরবেন , হাত টেবিলে না রেখে নীচে রাখবেন । হাসিখুসি ভাবে উত্তর দিবেন । আপনাকে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন আর ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দিবেন । উত্তর দেওয়ার সময় অবশ্যই যে ব্যাক্তি প্রশ্ন করবেন তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিবেন । যারা বিজনেস বিষয়ে পড়াশোনা করেছেন তারা ঐ বিষয়ের বেসিক কিছু টপিক দেখে যাবেন । আর যারা বিজ্ঞান বা মানবিক বা অন্যান্য বিষয়ে পড়েছেন তারা কেন এমবিএ করতে চান তা অবশ্যই গুছিয়ে উত্তর তৈরি করে নিন । কখনই বলবেন না যে ভালো চাকরি বা কেরিয়ার ট্র্যাক চেঞ্জ করতে চান সেই জন্য এমবিএ করতে চান । নীচের প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে গুছিয়ে নিন ।
Please be prepared to answer the following questions.
1. Introduce yourself.
2. Why do you want to pursue an MBA?
3. Why do you want to have an MBA from Dhaka University?
4. Where do you want to see yourself after 10 years?
5. What is your future plan?
6. You have passed one year ago, but you don't have any job experience, why?
7. Your CGPA/result is so poor, why?
8. What is your greatest strength? Give an example.
9. What is your greatest weakness? Give an example.
10. What is your hobby?
11. Are you in a job? What was/is your present job responsibilities?
12. What is your favourite sport?
13. Your academic career is very poor, why?
14. Your CGPA/result is excellent but why do you want to have MBA?
15. What is your favourite subject, why?
16. Which MBA major is preferable to you and why?
17. You studied philosophy/history/physics/botany, now why do you want to have an MBA? Will it help you? How?
18. What is your life philosophy?
19. What is your greatest achievement in life?
20. What is the meaning of your name?
21. How will you utilize the MBA degree in your field?
22. How will you utilize the MBA degree?
23. You are doing a job, how will you maintain your study?
24. You have passed honours a few months ago. Why do you want to have an MBA in spite of having a job?
25. So Mr /Miss X, you want to be a banker/marketing manager/HR manager/Project manager etc., why? Best of Luck
1 মন্তব্যসমূহ
I got here much interesting stuff. The post is great! Thanks for sharing it!JEE Main 2019
উত্তরমুছুন