Hot Posts

6/recent/ticker-posts

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইভিনিং এমবিএ তে কিভাবে ভর্তি হবেন

Chittagong University centre for business administration (CUCBA)







চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণত বছরে ২ বার ইভিনিং এমবিএ তে ভর্তি নেয় ১টি হচ্ছে Spring Session (জানুয়ারী থেকে) আরেকটি হলো Fall Session(জুলাই থেকে) । 
Spring Session এ ভর্তির এডমিশনের বিজ্ঞপ্তি দেয় অক্টোবর-নভেম্বর থেকে; ভর্তি পরীক্ষা(লিখিত+ভাইভা) হয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে । 
Fall Session এ এডমিশনের বিজ্ঞপ্তি দেয় এপ্রিল/মে থেকে; ভর্তি পরীক্ষা(লিখিত+ভাইভা) হয় জুন মাসের শেষ সপ্তাহে । 
প্রতি সেমিস্টার ৬ মাসে । টোটাল ৪(চার) সেমিস্টার অর্থাৎ ২ বছর তারপর ২ মাসের একটা ইন্টার্নশিপ অথবা যারা থিসিস করতে চায় তাদের থিসিসের কাজ ফাইনাল এক্সামের আরো ৩ মাস আগে থেকেই কাজ শুরু হয়ে যায় কারন থিসিস বা রিসার্চ পেপার রেডি করতে কিছুটা সময় লাগে তাই আবার অনেকে ২ মাসেই দিয়ে দেয় (আপাতত বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে না গেলে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা না করলে হুদাই থিসিসের প্যারা নিয়ে লাভ নাই । 

যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে চার বছরের অনার্স কমপ্লিট করে ভর্তির জন্য আবেদন করা যায় । ভর্তির ফরম অনলাইন থেকে নিয়ে প্রিন্ট করে  পূরণ করে জমা দেয়া যায় অথবা বিনামূল্যে খুলশি বিজিএমইএ ভবন ৮ম তলা থেকে সংগ্রহ করা যায় ।  
আমাদের সময় ভর্তির আবেদন ফি ছিলো ১২০০ টাকা (বিজিএমইএ ভবনের ১ম তলায় এক্সিম ভবনে ১২০০ টাকা ব্যাংক ড্রাফট জমা দিয়ে তার Student Copy টা নিজের কাছে রেখে অফিস কপি ফরমের সাথে জমা দিতে হবে । যাদের সিজিপিএ ৩.৫০ থেকে ৩.৫০ + তাদের এডমিশন ফি এর টা সম্পূর্ণ ফ্রি । 

ভর্তি পরীক্ষা তে যারা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় তাদের  ২ টা ভাগে বিভক্ত করে ভর্তি করা হয়ঃ 
 আফটারনুন এমবিএ - শুধুমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অনার্স করা সিজিপিএ ৩.০০ থেকে ৩.০০ ++ এর অধিক ধারী দের এই সেকশনে নেয়া হয় । (তবে এদের মধ্যে কেউ যদি চায়  সে আফটারনুন এ না হয়ে ইভিনিং এ ও ভর্তি হতে পারবে ) ক্লাস দুপুর ৩ টা থেকে ৬ টা শনিবার দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা ।
আফটারনুন মূলত ৩ সেমিস্টারের অর্থাৎ ২য় সেমিস্টার থেকে শুরু(এটা মূলত সিজিপিএ ৩.০০ বা তারচেয়ে বেশি যাদের তাদের জন্য )   । 
সপ্তাহে ক্লাস ৪-৫ দিনের মতো(বর্তমানে সপ্তাহে ৪ দিনের হওয়ার সম্ভাবনা বেশী  তবে আমাদের সময় আমরা সপ্তাহে ৫ দিন ক্লাস করেছি)  ইভিনিং এমবিএ - যেসব শিক্ষার্থী বিবিএ করেছেন কিন্তু সিজিপিএ ৩.০০ এর নীচে এবং যেসব শিক্ষার্থী  বিবিএ অনার্স বাদে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স করেছে তারাই ইভিনিং এমবিএ তে ভর্তি হতে পারে/ভর্তি করানো হয় । টোটাল ০৪ সেমিস্টারের । শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা সারাদিন রাত ক্লাস । সপ্তাহের অন্যান্য সময় সন্ধ্যা ৬ঃ৩০ টা থেকে ৯ঃ৩০ টা । সপ্তাহে ৩ দিনের মতো ক্লাস থাকে । 
প্রতিটা ক্লাস একটানা ৩ ঘন্টা করে মাঝে ১০-১৫ মিনিটের নামাজ/চা বিরতি (অনেক সময় ফাইনান্স /সাপালি চেইনের ম্যাথের ক্লাসে সেই বিরতি ও পাওয়া না যেতে পারে ,আমরা সাপ্লাই চেইন এর মেজরের ম্যাথের এক্সেলের ক্লাস ল্যাপটপে টানা ০৪ ঘন্টা করেছি মাথা পুরাই ঝালা পালা অবস্থা।)  

ক্লাসে সাউন্ড বক্স কম্পিউটার এর সিপিউ সংযোগ+ইন্টারনেট সংযোগ দেয়া প্রজেক্টর আছে । এছারা ইয়া বড় বড় এসি ; ৩ ঘন্টা ক্লাসে কখন যে ফ্রিজের মতো জমে যাবেন তখন ছাইরা দে মা কেন্দে বাচি অবস্থা হাত পা পুরাই বরফ তবে চিন্তার কিছুই নাই রিমোট থাকে ) । স্যার রা প্রজেক্টরে ক্লাস নেয় অনেকে ভিডিও দেখায় । এছাড়া মার্কেটিং ডিপার্টমেন্টের স্যার দের দিয়ে যদি কোন কোর্স করায় তাহলে প্রেজেন্টেশন যুদ্ধের জন্য প্রস্তুতি নিন অন্তত মিডটারম ফাইনাল টারম মিলিয়ে ৬-৭ টা প্রেজেন্টেশন একটা কোর্সে/বিষয়ে পাবেন ।

এক্সাম পদ্ধতি হচ্ছে ২ টাইপে মিডটারমে ৫০ মার্কের + ফাইনাল টার্ম ৫০ মার্কের ।  ন্যূনতম পাস মার্ক উভয় পরীক্ষা মিলে একটা বিষয়ে ৪০  অর্থাৎ ৪০%।  মূলত লিখিত পরীক্ষা হয় ৪০ মার্কের বাকি ১০ স্যার দের হাতে থাকে ; আপনার প্রেজেন্টেশন + ক্লাস টেস্ট(১-২ টা) + এসাইনমেন্ট এসবের সবগুলো ভালো করলে ১০ এ ১০ পাবেন আবার অনেকে ৫-৬ পাবেন । লিখিত ৪০ + স্যারের হাতে ১০ = ৫০ মার্ক ( মিড টার্ম /ফাইনাল টার্ম) 
৪০ মার্কের লিখিত পরিক্ষায় প্রথম ১-৫ সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা ২ মার্ক করে । বাকি ৪-৫ টা বড় প্রশ্ন থাকে প্রতিটা ১০ মার্কের । ম্যাথের সাব্জেক্ট হলে ম্যাথ থিউরি মিক্সড বড় প্রশ্ন দেয় আবার শুধু ম্যাথ দেয় । 

মেজর সাব্জেক্ট হলো ফাইনান্স এন্ড ব্যাংকিং , একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম , মার্কেটিং , হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশন এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট । ( মূলত ইভিনিং কোর্সে চাকুরীজীবি রা সাপ্লাই চেইনে পড়তেই এখানে বেশি আসে আফটারনুনে তেমন চোখে পড়ে না)

আমাদের পরবর্তী ব্যাচ থেকে যেসব শিক্ষার্থী নিজ নিজ সেমিস্টার পরীক্ষায় ৭০% এর বেশী মার্ক পায় তাদের পরবর্তী সেমিস্টারে ফি এর উপর ২০% স্কলারশীপ দেয়া হয় অর্থাৎ সেমিস্টার ফি এর টাকা ২০% কম দিতে হবে । 

⭕ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ এডমিশন পর্ব-২ঃ

✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ তে খরচঃ 
 ১ম সেমিস্টার ফি ৪৫,০০০ + এডমিশন ফি ১৫,০০০ = ৬০,০০০ টাকা। 
২য় সেমিস্টার ফি = ৪৫,০০০ টাকা। 
৩য় সেমিস্টার ফি = ৪৫,০০০ টাকা। 
৪র্থ সেমিস্টার ফি + ইন্টার্নশীপ সুপারভাইজার ফি ৯,০০০/১০,০০০ = ৫৫,০০০ টাকা। 

প্রতি সেমিস্টার এক্সাম রেজিষ্ট্রেশন ফি (মিডটার্ম ২,৫০০+ ফাইনাল টার্ম ২,৫০০ = ৫,০০০ টাকা। 
তাহলে ৪ সেমিস্টার × ৫,০০০ = ২০,০০০ টাকা। 

তাহলে টোটাল খরচ = (৬০,০০০+ ৪৫,০০০+৪৫,০০০+ ৫৫,০০০ + ২০,০০০) = ২,২৫,০০০ টাকা। 

✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আফটারনুন এমবিএ(বিজন্যাস গ্রাজুয়েট) তে খরচঃ 
২য় সেমিস্টার + এডমিশন ফি = ৬০,০০০ টাকা 
২য় সেমিস্টার ভর্তির একমাস পর আরো ১০,০০০ টাকা নেয়া হবে কারণ যেহেতু একসেমিস্টার ওয়েভার দেয়া হয়েছে তাই। 
৩য় সেমিস্টার ফি = ৪৫,০০০ টাকা।
৪র্থ সেমিস্টার ফি + ইন্টার্নশীপ ফি  = ৫৫,০০০ টাকা। 

প্রতি সেমিস্টার এক্সাম রেজিষ্ট্রেশন ফি (মিডটার্ম ২,৫০০+ ফাইনাল টার্ম ২,৫০০) = ৫,০০০ টাকা। 
তাহলে ৪ সেমিস্টার × ৫,০০০ = ২০,০০০ টাকা। 

তাহলে টোটাল খরচ = (৬০,০০০+ ৪৫,০০০+ ৫৫,০০০ + ২০,০০০) = ১,৮০,০০০ টাকা। 

⭕ (এছাড়া ১২০০ টাকা ফরম পূরন + প্রতি সেমিস্টার বই মার্কেট থেকে ভাড়া নেয়ার/কেনার খরচ সব মিলে ৫-৭ হাজার টাকা) তবে MBA student দের জন্য ক্যাম্পাসে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি প্রত্যেক সেমিস্টারের কয়েকটি এডিশনের বই সকল অরিজিনাল বই পাবেন(পাইরেসি কপি না) আপনি চাইলে ক্যাম্পাস চলাকালীন যেকোনো সময় সারাদিন রাত লাইব্রেরি থেকে বই পড়তে এবং নোট করতে পারবেন এছাড়া ভার্সিটি আইডি কার্ড জঅমা দিয়ে বাসায় বই নিতে পারেন। এছাড়া লাইব্রেরি তে ৫-৬ টা কম্পিউটার ফ্রি নেট সংযোগসহ ইচ্ছামত  ব্যাবহার করতে পারবেন + পূর্ববর্তী পাশ করা শিক্ষার্থীদের  শত শত    থিসিস /ইন্টার্নশীপ পেপারের ভান্ডার। 
এছাড়া স্যার রা ক্লাসে অরিজিনাল বইয়ের সফট কপি দেয় না দিলে রিকুয়েষ্ট করে চেয়ে নিবেন। আর প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় পেনড্রাইভ নিয়ে যাবেন যাতে সাথে স্যারের দেয়া লেকচার শীট অন্যান্য ম্যাটেরিয়ালস বই গুলো নিয়ে আসতে পারবেন।

বিঃদ্রঃ যাদের সেমিস্টার ফি এর টাকা একসাথে দিতে সমস্যা হবে তারা ১৫,০০০ টাকা এডমিশন ফি দিয়ে এডমিশন নিতে পারবে / সেমিস্টার ফি একসাথে দিতে না পারলে হাফ দিয়ে বাকি হাফ ১ মাস পরে দেয়ার দরখাস্ত করতে পারে। মিডটার্ম এক্সাম আড়াই মাস পর হয় অর্থাৎ প্রতি সেমিস্টার ২ টা করে ফাইনাল এক্সাম ৪০ মার্কের এছাড়া ক্লাস টেস্ট + কুইজ টেস্ট + প্রেজেন্টেশন হাবিজাবি তো আছেই। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ এডমিশন প্রস্তুতি শেষ পর্বঃ 

এক কথায় বলতে গেলে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ ভর্তিতে যারাই অংশগ্রহণ করে তাদের সবাইকেই নিয়ে নেয়। কারণ আসনের তুলনায় ক্যান্ডিডেট কম। দেখা যাচ্ছে ২০০-১৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে মাত্র ১০০-১৪০ যার ফলে এই প্রগ্রাম টা সারভাইভ করার জন্য হলেও সবাইকেই নিয়ে নেয়!!   
বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থায়ী ক্যাম্পাস (আগে মূল ক্যাম্পাসেই নেয়া হতো ক্লাস) খুলশি বিজিএমইএ ভবনের ষষ্ঠ এবং ৮ম তলার মাসিক ভাড়া ১৬ লক্ষ টাকা! 
 অন্তত খরচ টা উঠানোর জন্য হলেও এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধ্য হয়ে শিক্ষার্থী সবাইকেই নিতে হচ্ছে। 
একটা সময় ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রগ্রাম যখন চালু হলো তখন মূল ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থী হাজারের উপর ছিলো, পরীক্ষা প্রশ্নপত্র ও অনেক কঠিন ছিলো ।
মূল ক্যাম্পাসে ক্লাস নেয়ার দরুন এমবিএ খরচ ও কম ছিলো। 
কিন্তু কোর্সটি সান্ধ্যকালীন হওয়ায় মেয়েদের যাতায়াতে অসুবিধা,  এক্সিকিউটিভ দের (জব হোল্ডারদের)  অফিস থেকে শহরের বাইরে জ্যাম ঠেলে  গ্রামের ক্যাম্পাসে গিয়ে ক্লাস করা ছিলো অত্যন্ত কস্টসাধ্য, এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্লাসে সময় না দিয়ে ইভিনিং প্রগ্রামের শিক্ষার্থীদের জন্য ক্লাস লেকচার ও ক্লাস ম্যাটেরিয়ালস গুলো তৈরীতে সময় বেশী দিতো যার ফলে শিক্ষার্থীরাও ক্ষ্যাপা(কারণ জাস্ট একটা কোর্স পড়ানোর জন্য একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কোর্স/বিষয় শেষে আফটারনুন ক্লাসের জন্য পেতেন ৯৬,০০০ টাকা আর ইভিনিং এ পেতেন ১,০০,০০০ টাকা তাই শিক্ষকরা নিজ ক্যাম্পাসের ক্লাসের চাইতে ইভিনিং এমবিএ ক্লাসে বেশী আয় করতেন)  ; তাই সবকিছু বিবেচনায় CU IBA এর জন্য প্রস্তাবিত জমি বরাদ্দ ও বাস্তবায়ন এর আগ পর্যন্ত আপাতত বিজিএমইএ ভবনেই তাদের ক্লাস নেয়া হয়/হচ্ছে । 

স্প্রিং সেশনের চাইতে ফল সেশনে আবেদন জমা হয় কিছুটা বেশী যার ফলে অনেক সময় গুটিকয়েক শিক্ষার্থী লিখিত পরীক্ষা থেকে বাদ পড়ে যায়। আমাদের ব্যাচে ভর্তির সময় আবেদন করেছিলো ১৯০ জন লিখিত তে উত্তির্ন হয়েছিলো ১৭০ জন অর্থাৎ ২০ জন বাদ। পরবর্তী সেশনে ১৫০ জন আবেদন করেছে ১৫০ জন কেই নিয়েছে!!  তারমানে ভর্তি আবেদনের পর যখন পরীক্ষার নোটিশ বিজিএমইএ ভবনের ৮ম তলায় অথবা অনলাইনে যদি দেয় দেয় ক্যান্ডিডেট এর সংখ্যা সেটা দেখেই বুঝতে পারবেন আপনি সেফ জোনে আছেন কিনা। 

ক্যান্ডিডেট বেশী হলে ৫০-৭০ মার্কের(৫০ এর উপরে যায় না) আর ক্যান্ডিডেট কম হলে ৩০ মার্কের ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকে। 
সবগুলোই বহুনির্বাচনি(MCQ) প্রশ্নোত্তর। 
আমাদের সময় ম্যাথ ১০ মার্কের ছিলো। 
এনালাইটিকাল এবিলিটি এন্ড ক্রিটিকাল রিজনিং ৫ টা। 
ইংরেজি কম্প্রিহেন্সিভ প্যাসেজ থেকে সঠিক উত্তর ৫ টা। 
গ্রামার ১০ টা। 

ম্যাথের জন্য আমি ভাই কোন কোচিং করিনাই সাইফুরস এর দুইটা DU এমবিএ  ও ইভিনিং এমবিএ বই নিয়ে DU এর বিগত সালের প্রশ্ন গুলো প্রেক্টিস করেছি বেসিক টা ক্লিয়ার করার জন্য।  সাইফুরস এর ওই বইয়ে প্রতিটা প্রশ্নের সমাধান খুবই সুন্দরভাবে দেয়া ছিলো। 
এনালাইটিকাল এবিলিটি প্রশ্নের জন্য আমি সাইফুর্স এর একই বই ২টা অনুসরণ করেছি। এটা মূলত প্রেকটিসের উপর নির্ভর করে। 

ইংরেজি কম্প্রিহেনসিভ প্যাসেজ ও একই বই থেকে কিভাবে সমাধান করে তার টেকনিক জেনে নিয়েছি। এছাড়া ক্লিফস টোফেল সবগুলো অধ্যায়ের MCQ & সলুশন গুলো প্রেক্টিস করেছি + এটা গ্রামার এর ক্ষেত্রেও সেম।  (কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লিফস টোফেল কে বেশী ইংরেজির ক্ষেত্রে গুরুত্ব দেয় অনেক ক্ষেত্রে প্রশ্ন পর্যন্ত হুবহু দেয়।) 
গ্রামার ক্লিফস টোফেল ১০ এ ১০ কমন পাবেন। (কিভাবে ১ সপ্তাহের মধ্যে ক্লিফস টোফেল শেষ করবেন  সেটা অন্য একটা পোস্টে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দিবো  ইনশাআল্লাহ)  

আমি প্রথমে প্রিপারেশন নিয়েছিলাম সব একসাথে জগাখিচুরি টাইপ। পরবর্তী সহজ টা দিয়ে শুরু করলাম  গ্রামার ক্লিফস টোফেল থেকে ১ সপ্তাহে শেষ করলাম (এই এক সপ্তাহ দিনরাত শুধুই ক্লিফস টোফেল আর ধ্যানে জ্ঞানে ছিলো)  এরপর ইংরেজি কম্প্রিহেনসিভ প্যাসেজ গুলো আইবিএ এমবিএ এডমিশন বই থেকে + ক্লিফস টোফেল থেকে টেকনিক গুলো আয়ত্ত করেছিলাম তবে যারা IELTS এর Reading, writing এর কোর্স করেছেন তাদের জন্য ইজি টেকনিক গুলো। 

এরপর এনালাইটিকাল এবিলিটি এরপর ম্যাথ সব শেষে ম্যাথ। 

চিন্তার কোন কারণ নাই আপনি খরচ বহন করতে পারলে আবেদন করলেই টিকবেন 👍 ইনশাআল্লাহ । 

এরপর আসি ভাইভা নিয়ে...... 
এডমিশন এক্সাম যেদিন দিবেন সেদিন বিকেলে / সন্ধ্যায় রেজাল্ট দিয়ে দিবে। এরপর আসছে ভাইভার পালা। ভাইভাতে কাউকে ২-১ প্রশ্ন করে আবার কাউকে প্রশ্ন করে তবে এতে ঘাবরানোর কোন কারণ নেই প্রশ্ন উত্তর আপনি অনুমতি নিয়ে বাংলায় দিতে পারবেন। এটা নিয়ে উনারা তেমন মাথা ঘামায় না। 
ভাইভাতে আমাকে জিজ্ঞাসা করেছিলো ইংরেজিতে  বাবা কি করে, বাড়ি কই, এখানে কই থাকি, স্কুল কলেজ কোথা থেকে পড়েছি সিজপিএ কত ছিলো  (মূলত কাগজ পত্র মিল আছে কিনা এসব পাশে একজন দেখে যাচাই করে এইজন্য জিজ্ঞাসা করে), আমার সিজিপিএ যেহেতু ভালো আমি আফটারনুনে যাচ্ছি কিনা সেটা কনফার্ম করে তারপর শেষ। 
আবার আমার বন্ধুদের Tell me something about yourself এর গল্প টানা ইংরেজিতে ১৫-২০ মিনিট ও শুনেছে অনেকে নাকি জিএফ বিএফ নিয়েও বলে এসেছিলো 🤣 এত্ত এক্সাইটেড স্যাররাও পজিটিভলি নিয়েছিলেন !! যাদের সিজপিএ কম ছিলো কম কেন এসব জিজ্ঞাসা করেছে।  অনেককে মেজর সাব্জেক্ট থেকে ফিন্যান্স কি এসব জিজ্ঞাসা করেছে তবে না পারলেও প্যারা নাই এটা মূলত আপনার কনফিডেন্স টা নেড়েচেড়ে দেখে এই যা। 

এছাড়া আমি গ্রুপে Topic অপশনে এবং পেজে নোটস অপশনে MBA তে ভাইভা তে যেসব প্রশ্ন করে সেগুলো দিয়েছি পড়ে দেখতে পারেন। 

এছাড়া ভাইভাতে মেইন ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন কারণ উনারা প্রথমেই মেইন ডকুমেন্টস এর সাথে ভাইভার পাশাপাশি আপনার জমাকৃত ডকুমেন্টস মিলিয়ে দেখবে। 

রুমে ঢোকার সময় সালাম এবং অনুমতি এবং শেষ করে যাওয়ার সময় সালাম এবং অনুমতি নিয়ে নিবেন। ফুল ফরমাল গেটাপ নিয়ে যাবেন। 

ভাইভাতে সব্জান্তা পন্ডিতি দেখাতে যাবেন না তাহলে কপালে খারাবি আছে কইলাম। এছাড়া এই ভাইভা ছাড়াও প্রতি সেমিস্টার শেষে ভাইভা থাকবে যেগুলো ক্যারিয়ার উন্নয়নে পথ প্রদর্শক হয়ে থাকবে জীবনের গতিপথ ই চেঞ্জ করে দিবে। 

এছাড়া লিখিত পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যাবহার করা যায়না। তবে ছোটখাট ক্যালকুলেটর চিপায়চুপায় ব্যাবহার করা যায়।  পরীক্ষার হলে ফ্রেন্ডরা মিলে একেবারে সামনে না বসে গ্যালারির পিছে অথবা মাঝামাঝিতে সবাই একসাথে বসলে দেখে লেখার চান্স বেশী। মেধাবী গুলোকে সামনের সিটে দিবেন যাতে উপর থেকে দেখতে পারেন😅😝। 

আজ এ পর্যন্তই।  আসসালামু আলাইকুম। খোদাহাফেজ।

#ইভিনিংএমবিএ #EveningMBA #EMBA #CU_MBA_Admission #UniversityOfChittagong #CU 
#CUCBA #ExecutiveMBA #ChittagongUniversity #CUEveningMba

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Assalamualaikum, asole onek sundor kore likhechen, ami onek din dhore eirokom information chacchilam, CUCBA er Evening MBA admission test er previous question othoba topic gulo dile amr jonno onek help hoto, amr iccha CU te study korar, but akber admission test diyechi allow hoini 😢😢😢, ami abar o admission test dite chai please amk help koren amr onek interest ache but ami bojte parchilam na kivabe MBA admission test er preparation ta nibo, amr life onek kosto kore BBA complete korechi tai chacchilam valo akta University theke MBA ta complete kori, plz plz plz amk topic guli diye help koren

    উত্তরমুছুন