Hot Posts

6/recent/ticker-posts

Professional BBA 8th semester result publish হয়েছে কিন্তু অন্য সেমিস্টারে রিটেক আছে কি করবেন?

National university Bangladesh semester result


✅ প্রফেশনাল বিবিএ ৮ম সেমিস্টারের রেজাল্ট দিয়েছেন কিন্তু অন্য সেমিস্টারে রিটেক আছে কি করবেন? 
আজকে প্রফেশনাল বিবিএ ষষ্ঠ এবং ৮ম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে অনেকেরই রেজাল্ট F অথবা Absence এসেছে অথবা অন্য সেমিস্টারে রিটেক এক্সামে পুনরায় F আসছে!! ⚠️

🤔এখন কথা হচ্ছে আপনি কি করবেন? 

♻️এইজন্য প্রথমেই আসুন কিছু কেস স্টাডি জেনে নেই 

🔰কেস -১ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারে রেজাল্ট পাস আসছে কিন্তু ষষ্ঠ সেমিস্টারে গতবছরের ১টা রিটেক ছিলো যেটা এই বছরও সেম ফেইল এসেছে। 

🔰কেস-২ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারের রেজাল্ট F আসছে। 

🔰কেস-৩ঃ ধরুন আপনার ৮ম সেমিস্টারের যেকোনো সাব্জেক্টে রেজাল্ট Absence আসছে। 

🔰কেস -৪ঃ আপনার ২য় বা তৃতীয় সেমিস্টারে রিটেক ছিলো আপনি গাফিলতি করে দেন নাই। 

🔰কেস -৫ঃ আপনি এই পর্যন্ত একই সাব্জেক্টে তিনবার রিটেক দিয়েও পাস করতে পারেন নাই!  

____________________________

⭕এখন আসি কেস -১ নিয়ে ; 
আপনার যদি ষষ্ঠ সেমিস্টারে রিটেকে পুনরায় ফেইল আসে কিন্তু ৮ম সেমিস্টারের রেজাল্ট পাস আসছে সেক্ষেত্রে আপনি পুনঃনীরিক্ষার আবেদন করতে পারেন।  NU সাধারণত রেজাল্ট প্রকাশের ১ থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট পুনঃনীরিক্ষা নোটিশ দেয় তারপর আপনি রেজাল্ট পুনঃনীরিক্ষার আবেদন করতে পারবেন। 

আবেদনের রেজাল্ট পাবেন আরও ৩ থেকে সারে তিন মাস পরে অনেক ক্ষেত্রে সেটা চার(০৪) মাস পর ততদিনে আপনার পরের সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে / ফরম ফিলাপ নোটিশ পাবেন। 
এক্ষেত্রে আপনি পুনঃনীরিক্ষার পাশাপাশি পরের সেমিস্টারে আবার রিটেক এক্সামের ফরম ফিলাপ ও করলে ভালো হয়। 

কারণ,  পুনঃ নীরিক্ষার রেজাল্ট আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ববর্তী রেজাল্ট বহাল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশী থাকে। এটার পিছেও আরও একটা কারণ আছে সে বিষয়ে আমি আগের পোস্ট গুলো তে অনেক বার লিখেছি। 

যারা জানেন না তাদের জন্য আবারও বলি; বিশ্ববিদ্যালয় লেভেলে স্যার রা সাধারণত পরীক্ষার্থীর খাতায় নাম্বার বসান না।  উনারা আলাদা একটা উত্তরপত্রে ১নং প্রশ্নের ক) এর নাম্বার এত, খ) এর নাম্বার এত এভাবে নাম্বার গুলো উত্তর পত্রে লিখেন এরপর সেই উত্তরপত্র গুলো বোর্ড বরাবর সাবমিট করার পর সেগুলো বোর্ডের কম্পিউটার অপারেটর রা সেগুলো মূল উত্তর পত্রে যুক্ত করেন। এরপর সেগুলো ফলাফল আকারে ফাইনালি প্রকাশ করা হয়। 

এরপর আপনার রেজাল্ট যদি ফেইল আসে তখন আপনার আবেদনের প্রেক্ষিতে পরীক্ষক কর্তৃক নাম্বার প্রেরিত উত্তর পত্রের সাথে মূল উত্তর পত্র জাস্ট চেক করে দেখা হয় যাতে মার্ক এন্ট্রি করতে টাইপিং মিস্টেক বা ভূল হয়েছিলো কিনা। 
অথচ অনেক শিক্ষার্থী মনে করেন যে আপনার পরীক্ষার খাতা পরীক্ষক দিয়ে আবারও কাটানো হয় এবং নতুন করে খাতা চেক করে মার্ক বসানো হয়!😢 একদমই না। 

এছাড়া আপনি যদি ওভার কনফিডেন্ট হন যে আপনার পরীক্ষা সত্যি ভালো হয়েছে তাহলে আপনি আপনার কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এজন্য এক্সট্রা কিছু ফি আছে এছাড়া আপনার চ্যালেঞ্জের পর পরীক্ষার খাতা চেক করে যদি দেখা যায় আপনার পাসের মার্ক উঠছে না তাহলে আপনাকে NU থেকে পেনাল্টি দেয়া হবে/হতে পারে। 

⭕কেসঃ -২ঃ কেস- ১ সমাধান দ্রষ্টব্য!  👆
⭕কেসঃ -৩ঃ কেস- ১ সমাধান দ্রষ্টব্য!  👆
⭕কেসঃ -৪ঃ যদি আপনার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে (২য় বা ৩য় সেমিস্টারে)  রিটেক ছিলো কিন্তু গাফিলতি করে দেন নাই সেক্ষেত্রে আপনার ওই রিটেক এক্সাম না দিলে ফেইল আসবে টোটাল রেজাল্টে সেজন্য অবশ্যই অবশ্যই দ্রুত রিটেক এক্সাম দেয়ার চেস্টা করতে হবে। 

⭕কেসঃ -৫ঃ NU প্রফেশনাল বিবিএ তে পর পর ৩ বার রিটেক দিতে পারবেন। ৩ বার রিটেক দিয়েও যদি পাস না করেন সেক্ষেত্রে আপনাকে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ NU তে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে স্পেশাল এক্সামের আবেদন করতে হবে। এক্ষেত্রে স্পেশাল এক্সাম ফি ১০,০০০ টাকা নিবে অন্যান্য আনুষঙ্গিক মিলে আরও কয়েক হাজার টাকা বাড়তে পারে। 

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. ২০১৫-২০২০ এর মধ্যে যারা প্রফেশনাল অনার্স শেষ করেছে, তাদের রেজাল্ট এ মুহূর্তে দেখা যাচ্ছে না কেন?
    বিঃদ্রঃ সার্টিফিকেট পাবার পর সবাই অনলাইন চেক করে সার্ভারে রেজাল্ট পেয়েছে।
    কিন্তু এখন শুধু সেমিস্টার বেসড রেজাল্টের উল্লেখ আছে।
    তবে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এরর দেখা যায়।

    উত্তরমুছুন
  2. আমি ১৩/১৪ সেশনের ২য় সেমিস্টারে এক বিষয়ে ফেইল। কি করবো আমি

    উত্তরমুছুন