Hot Posts

6/recent/ticker-posts

যেসব কলেজে বি.এসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE) কোর্স করানো হয়।

NU BD Professional Honors Course
Photo: Pexels


সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৩ টি জেলার ৩৫ টি কলেজে বি.এসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / B.Sc Hons. In Computer Science Engineering (CSE) কোর্স করানো হয় ।

এর মধ্যে ঢাকা- ১৯ টি (মহিলা কলেজ ১টি), নারায়ণগঞ্জ - ১ টি , গাজীপুর - ১ টি , নরসিংদী – ১টি, ময়মনসিংহ - ২ টি , টাঙ্গাইল - ২টি , সিরাজগঞ্জ - ১ টি , খুলনা - ১ টি , রংপুর- ২ টি , বরিশাল - ২ টি , গোপালগঞ্জ - ১ টি , কুষ্টিয়া - ১ টি , কক্সবাজার - ১ টি কলেজ রয়েছে ।

ঢাকা জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

1.      তেজগাঁও কলেজ, ঢাকা।

2.      নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা

3.      আহসান উল্লাহ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।

4.      ঢাকা কমার্স কলেজ, ঢাকা

5.      মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা

6.      ঢাকা মহানগর মহিলা কলেজ, ঢাকা

7.      বি আই এস টি, কাকরাইল, রমনা, ঢাকা

8.      নর্দান কলেজ, আসাদগেইট, ঢাকা

9.      ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, ঢাকা

10.   আইডিয়াল ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা

11.   উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি, উত্তরা, ঢাকা

12.   ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা

13.   আই এস টি, ধানমন্ডি ঢাকা

14.   ডেফোডিল ইনস্টিটিউট আই টি(ডি আই আই টি ), কলাবাগান, ঢাকা

15.   আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজ, ঢাকা

16.   শেখ বোরহানুদ্দিন কলেজ, নাজিমুদ্দিন রোড, ঢাকা

17.   মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।

18.   হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।

19.  আই এস টি টি, মিরপুর ঢাকা।

গাজীপুর জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  এম আই এস টি, গাজীপুর ।

নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  কলেজ অব টেকনোলজি, নারায়ণগঞ্জ

নরসিংদী জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী

ময়মনসিংহ জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  কলেজ অব বিজনেস সায়েন্স এড টেকনোলজি (সিবিএসটি), ময়মনসিংহ

v  স্টেট ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড কম্পিউটার সায়েন্স কলেজ,ময়মনসিংহ

টাংগাইল জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট), মসজিদ রোড, টাংগাইল

v  গ্লোবাল ইনস্টিটিউট (জিআইআইটি), টাংগাইল

সিরাজগঞ্জ জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  জান্নাত আরা হেনরি সায়েন্স এন্ড টেকনোলজি  কলেজ, সিরাজগঞ্জ

রংপুর জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর।

v  নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব ডেভোলপমেন্ট স্টাডিস (এসআইডিএস) রংপুর।

খুলনা জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  খান জাহান আলী বিজ্ঞান প্রযুক্তি মহাবিদ্যালয়,খুলনা

গোপালগঞ্জ জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  এন হক কলেজ, গোপালগঞ্জ

বরিশাল জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ,বরিশাল

v  বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বরিশাল

কক্সবাজার জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  কক্সবাজার সরকারি সিটি কলেজ, কক্সবাজার

কুষ্টিয়া জেলায় অবস্থিত কলেজ সমূহঃ

v  কুষ্টিয়া হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি(কে-হ্যাবিট), কুষ্টিয়া

 

কলেজ ভিত্তিক ওয়েবসাইটের লিংকঃ

তেজগাঁও কলেজ, ঢাকা।

Website: https://www.tejgaoncollege.edu.bd/

নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা

Website: https://newmodelcollege.edu.bd/

আহসান উল্লাহ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।

Website:  http://aiict.edu.bd/

ঢাকা কমার্স কলেজ, ঢাকা

Website:  https://www.dcc.edu.bd/

মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা

Website:  https://www.mirpurcollege.edu.bd/

ঢাকা মহানগর মহিলা কলেজ, ঢাকা

Website:  https://www.dmmc.edu.bd/

Bangladesh Institute of Science and Technology (BIST), কাকরাইল, রমনা, ঢাকা

Website:  https://www.bist.ac.bd/ 

নর্দান কলেজ, আসাদগেইট, ঢাকা

Website:  https://ncb.edu.bd/

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, ঢাকা

Website:  https://www.uca.edu.bd/

Ideal Institute of Business & Science, মিরপুর, ঢাকা

Website:  http://iibsnu.rf.gd/?i=1

উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি, উত্তরা, ঢাকা

Website:  http://www.uibt.edu.bd/

ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা

Website:  https://www.dhakacitycollege.edu.bd/

Institute of Science and Technology (IST), ধানমন্ডি ঢাকা

Website:  https://ist.edu.bd/

Daffodil Institute of IT (DIIT), কলাবাগান, ঢাকা

Website:  https://diit.edu.bd/

আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজ, ঢাকা

Website:  http://amhcollege.edu.bd/

শেখ বোরহানুদ্দিন কলেজ, নাজিমুদ্দিন রোড, ঢাকা

Website:  https://www.sbpgc.edu.bd/

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।

Website:  https://mkc.edu.bd/

হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।

Website:  https://hbuc.edu.bd/

Institute of Science, Trade & Technology (ISTT), মিরপুর ঢাকা।

Website:  https://www.istt.edu.bd/

Model Institute of Science & Technology ( MIST), গাজীপুর ।

Website:  www.mistgp.webs.com

কলেজ অব টেকনোলজি, নারায়ণগঞ্জ

Website:  http://www.collegeoftechnology.edu.bd/

ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী

Website:  www.nc-education.com

কলেজ অব বিজনেস সায়েন্স এড টেকনোলজি (সিবিএসটি), ময়মনসিংহ

Website:  https://www.cbst.edu.bd/

স্টেট ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড কম্পিউটার সায়েন্স কলেজ,ময়মনসিংহ

Website:  https://university-1260.business.site/

হাজ্বী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট), মসজিদ রোড, টাংগাইল

Website:  http://www.habhit.edu.bd/

Global Institute of Information Technology (GIIT), টাংগাইল

Website:   www.giit.edu.bd

জান্নাত আরা হেনরি সায়েন্স এন্ড টেকনোলজি  কলেজ, সিরাজগঞ্জ

Website:  https://www.jhstc.edu.bd/

ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর।

Website:  https://www.delta.edu.bd/

নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব ডেভোলপমেন্ট স্টাডিস (এসআইডিএস) রংপুর।

Website:  https://nidsbd.org/

খান জাহান আলী বিজ্ঞান প্রযুক্তি মহাবিদ্যালয়,খুলনা

Website:  https://www.khanjahanalicst.edu.bd/

NHaque College of Business & Technology (NCBT), গোপালগঞ্জ

Website:  WWW.NCBT.EDU.BD

বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ,বরিশাল

Website:  https://bitc.ac.bd/

বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বরিশাল

Website:  www.biitedu.org

কক্সবাজার সরকারি সিটি কলেজ, কক্সবাজার

Website:  https://cbcc.edu.bd/

কুষ্টিয়া হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি(কে-হ্যাবিট), কুষ্টিয়া

Website:  http://www.habhit.edu.com 


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ