গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ২০১৭/২০১৬ সালের এইচএসসি অথবা এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান/বাণিজ্য/ব্যবসা প্রশাসন/কলা/মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করে সরাসরি ভর্তি হতে পারবেন৷
সুবিধা:
- লাইভ বিমানে প্রাকটিক্যাল প্রশিক্ষণ৷
- জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াতে ইন্টার্নশীপ এর সুযোগ৷
- দক্ষ শিক্ষক৷
- ইঞ্জিন ল্যাব, ককপিট ল্যাব৷
- Credit Transfer করতে পারবেন কিংসস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে৷
কোর্সের সময়কাল: আটটি সেমিস্টারে মোট চার বছর।
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বাণিজ্য/ব্যবসা প্রশাসন/কলা/মানবিক/ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা এ লেভেল পাস করা শিক্ষার্থীরা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন৷
ভর্তি ফি: ৩০,৫০০/- টাকা ।
সেমিস্টার প্রতি টিউশন ফি (বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট): ৪০,০০০/- টাকা ।চার বছরে মোট খরচ (বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট): ৩,৫০,৫০০/- টাকা । মোট ক্রেডিট(বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট): ১২০
আবেদন করতে নূন্যতম যোগ্যতা: এসএসসিতে ন্যূনতম ৪.০০ জিপিএ। এইচএসসিতে ন্যূনতম ৪.০০ জিপিএ।
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা এ লেভেল পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে উচ্চতর গণিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
ভর্তি ফি: ৩০,৫০০/- টাকা ।
সেমিস্টার প্রতি টিউশন ফি (বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং): ৮৫,০০০/- টাকা । চার বছরে মোট খরচ ( বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং): ৭,১০,৫০০/- টাকা । মোট ক্রেডিট(বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং): ১৪২
আবেদন করতে নূন্যতম যোগ্যতা: এসএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ। এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ।
আপনার যদি কোন ভর্তির তথ্য প্রয়োজন হয়, আমাদের সাথে ০১৯২৬৯৬৩৬৫৩ অথবা (০২)৮৯৯১৩৭১ এই নম্বরে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
যোগাযোগ: কলেজ অব এভিয়েশন টেকনোলজি(CATECH)
ঠিকানাঃ সেক্টর -১১, রোড -২, হাউস -১8, উত্তরা, ঢাকা ।
Phone: ০১৯২৬৯৬৩৬৫৩/ (০২)৮৯৯১৩৭১
কোর্সের প্রক্স্পটাস এবং লিফলেট এখানে পাবেন:
BBA (Honours) in Aviation Management
B.Sc (Honours) in Aeronautical and Aviation Science
Aeronautical Engineering
Aircraft Maintenance
1 মন্তব্যসমূহ
Great site ........... For more details, Visit BBA in Aviation Management
উত্তরমুছুন