Hot Posts

6/recent/ticker-posts

আপনি কি NU তে প্রফেশনাল অনার্স কোন কোর্সে ভর্তি হবেন কনফিউশনে আছেন ?

 
💢 আপনি কি NU তে প্রফেশনাল অনার্স কোন কোর্সে ভর্তি হবেন কনফিউশনে আছেন ?
 
💢 অনেকেই ভাবছেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনালে ভর্তি/আবেদন করবেন।কিন্তু কনফিউশনে আছেন,কোন সাবজেক্টে আবেদন/ভর্তি হবেন। তাদের জন্য এই পোস্টঃ
💢  আপনি যেকোন বিভাগ থেকে Professional BBA তে পড়তে পারেন।

💢 যদি আপনার পড়ালেখা শেষ করার পর পর ই দ্রুত এবং ভালো বেতনে চাকুরী দরকার হয় তাহলে আপনি টেক্সটাইলে পড়তে পারেন। যেকোন গ্রুপ থেকেই আপনি টেক্সটাইলে পড়তে পারবেন।

💢 যদি আপনি বিজ্ঞান বিভাগের হন তাহলে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং(CSE) অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ECE) পড়তে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা এবং শখ কে প্রাধান্য দিন। আর যদি কোন ইচ্ছা না থাকে কনফিউশনে থাকেন যে কোনটায় পড়বেন তাহলে,যদি ম্যাথ ভালো পারেন তাহলে কম্পিউটার আর যদি ফিজিক্স ভালো পারেন তাহলে ইলেকট্রনিক্স পড়তে পারেন।

💢 টেক্সটাইলের মধ্যে ৩ টি শাখা আছে।
FDT- Fasion Design & Technology 
KMT- Knit Manufacturing & Technology
AMT- Apparel Manufacturing & Technology 
আপনি যদি ড্রয়িং ভালো পারেন বা মনে হয় যে চেষ্টা করলে পারবেন তাহলে ফ্যাশন ডিজাইন পড়েন। যদি তৈরী পোশাক নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে এপেয়ারেল(Apparel) আর যদি কাঁচামাল নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নিটওয়ার(Knit) পড়তে পারেন। অনেকে ভাববেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হলে সাইন্স সাব্জেক্ট ছাড়া পসিবল না!!!  পুরাটাই মিথ ছাড়া আর কিছুই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তে কমার্সের ৭০% স্টুডেন্ট নেয়া হয়   এছাড়া অন্যান্য বিভাগ যেমন আর্টস এবং সাইন্স থেকেও নেয়া হয়। তবে কমার্স বাদে অন্য বিভাগের সবাই ভর্তি হয় এক্ষেত্রে কোনো রেসিজম করা হয়না ☺।

💢 যদি আপনি শিক্ষকতা পেশা নিয়ে ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনি চার বছর (৮ সেমিস্টার) মেয়াদী Bachelor Of Education(B.Ed.) অনার্স কোর্স করতে পারেন ।এজন্য আপনি যেকোনো বিভাগ থেকেই কোর্স টি করতে পারবেন ।সাধারণত চার বছর মেয়াদী অনার্স কোর্স টা করা থাকলে আপনি সরকারি না হোক অন্তত বেসরকারি স্কুল কলেজে আপনার চাকুরী কেউ ঠেকাতে পারবে না কারণ এটার উপর অনার্স কোর্স করা স্টুডেন্ট খুবই কম এবং চাহিদা বেশী । এছাড়া চার বছর মেয়াদী B.Ed. কোর্স সরকারি বিএড কলেজে করানো হয় । তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ বছর মেয়াদি বিএড কোর্সও আছে। 

 💢 আপনার যদি পড়ালেখার পাশাপাশি চাকুরী অথবা পড়ালেখা শেষ করার সাথে সাথে চাকুরী পেতে চান এছাড়া বিভিন্ন দেশের বড় বড় হোটেল রেস্টুরেন্টে মাস্টার শেফ , ম্যানেজার এছাড়া আরও বিভিন্ন সেকশনে কাজ করতে চান এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের সংস্কৃতি কালচার সম্পর্কে জানতে চান তাহলে আপনি BBA অনার্স ইন Toursim & Hospitality Management এ পড়তে পারেন । এটাও আপনি যেকোনো বিভাগ থেকে ভর্তি হতে পারেন । 
এটা Professional BBA তে মেজর হিসেবে পাবেন না স্পেশাল কিছু কলেজে পাবেন বিশেষ করে যাদের ইন্টার্নশীপ করার নিজস্ব হোটেল আছে। 

💢 যদি আপনার এভিয়েশনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন তাহলে BBA in Aviation Management এ পড়তে পারেন । পড়ালেখা শেষ করার পর চাকুরী দ্রুত পাওয়ার আরেকটি কোর্স হল Aviation Management কারণ এই সেক্টরে চাহিদা অনেক কিন্তু বাংলাদেশে সেই তুলনায় স্টুডেন্ট নাই বললেই চলে । আপনার যদি আকাশপথে দেশবিদেশ ভ্রমণ করার ইচ্ছা + সাথে ক্যারিয়ার গঠন করতে চান তাহলে বেছে নিতে পারেন BBA in Aviation Management । এটাও আপনি যেকোনো বিভাগ থেকে ভর্তি হতে পারবেন । তবে এটা Professional BBA এর সাথে মেজর হিসেবে পাবেন না এটা অনেকটা স্পেশাল কিছু কলেজে পাবেন যেখানে যেখানে Aeronautics নিয়ে পড়ানো হয় এবং যদি না বিদেশে ইন্টার্নশীপ করার জন্য পাঠানোর সুযোগ না থাকে ৩০-৭০ হাজার টাকার ভাতা সহ। 
💢 যাদের অনেক স্বপ্ন মহাকাশ নিয়ে গবেষণা এবং মহাকাশ যান এর ইঞ্জিনিয়ার হওয়ার তাহলে আপনি BSc.অনার্স ইন Aeronautical Engineering এ পড়তে পারেন । তবে অবশ্যই আপনার সায়েন্স এর স্টুডেন্ট হতে হবে । বাংলাদেশের একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের Aeronautics এর কলেজ CATECH থেকে প্রতি বছর ফ্রান্স, জার্মানি,নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, আরব আমিরাত ইত্যাদি দেশে কয়েকশো স্টুডেন্ট জব পাচ্ছে ইন্টার্নশীপে যাচ্ছে Aviation management এবং Aeronautics এ ❣।

💢 আপনার যদি ফিল্ম , মিডিয়া নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি Theatre & Media Studies এ ভর্তি হতে পারেন । এটাও আপনি যেকোনো বিভাগ থেকে পড়তে পারবেন । সান্নিধ্য পাবেন বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পি রেজওয়ানা চৌধুরী  বন্যা(প্রিন্সিপাল) এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কলেজের সাথে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যুক্ত হয়ে কাজ করছে যার ফলে বিশ্বভারতীর অনেক শিক্ষক এই কলেজে ক্লাস নেন এবং শিক্ষার্থীরা স্কলারশিপ পায় বিশ্বভারতী থেকে। 

💢 আপনার যদি সুন্দর ছবি আঁকতে পারেন অথবা ক্রিয়েটিভ এবং শৈল্পিক পেশায় জীবন গড়ে নিতে চান এবং গ্রাফকিক্স ডিজাইন , ড্রইং এন্ড পেইন্টিং , ভাস্কর্য , সিরামিক , কারুশিল্প , প্রাচ্যকলা , প্রিন্ট মেকিং ইত্যাদি নিয়ে পড়তে চান তাহলে Bachelor Of Fine Arts কোর্সে অনার্স করতে পারেন । তবে এর জন্য আপনাকে আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে BFA প্রি ডিগ্রি টা অবশ্যই নিতে হবে ।

💢 আপনার যদি Lawer  হওয়ার ইচ্ছা থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের  LLB কোর্স করতে পারেন সারা বাংলাদেশের ৭৯+ কলেজে। ২ বছরের কোর্স করে আপনি বার কাউন্সিলে পরীক্ষায় উর্ত্তীন হয়ে আপনিও হতে পারেন গর্বিত Lawer। বাংলাদেশের ৭০ ভাগ Lawer হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‼

আজ এই পর্যন্তই আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো এছাড়া এসব কোর্সের বিস্তারিত নিয়েও হাজির হতে পারি ইনশাআল্লাহ। 
❤☺😊😊☺😊☺❤

©Omar Faruq Shamim ☺😊

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ