প্রফেশনাল অনার্সে আবেদন কারীদের মধ্যে যাদের ১ম মেরিট লিস্টে স্থান হয়নি আপনাদের হতাশ হওয়ার কিছু নেই।
কারণ ১ম মেধাতালিকা স্থানপ্রাপ্তদের ভর্তির পর শূন্য আসন সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে।
এরপর ধারাবাহিকভাবে বিশেষ কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে।
(২য় মেরিট লিস্টে শূন্য আসন ফিলাপ হয়ে গেলে আবেদনকারীদের অন্য প্রফেশনাল কলেজ সিলেক্ট করার সুযোগ দেয়া হবে সেক্ষেত্রে পছন্দসই কলেজে গুলোতে যদি আসন খালি থাকে তখন সেই কলেজগুলোতে ভর্তির জন্য রিলিজ স্লিপ দেয়া হবে)
উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার কোর্সপরিবর্তন করতে চাইলে আবেদন ফরমে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে YES অপশনটি সিলেক্ট করতে হবে।
উল্লেখ্য যে, কোটা অথবা রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
রিলিজ স্লিপের ফরম পূরণের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, কোটায় আবেদনকারী কোন শিক্ষার্থী ১ম/২য় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ঐ শিক্ষার্থীকে কোটার মেধা তালিকায় অর্ন্তভুক্ত করা হবে না।
0 মন্তব্যসমূহ