Hot Posts

6/recent/ticker-posts

Professional MBA কোর্স সম্পর্কে বিভ্রান্তি দূর প্রসঙ্গে......................

প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি , আমরা প্রফেশনাল MBA কোর্স কোন কোন কলেজে করানো হয় সেই সম্পর্কে পোস্ট দিয়েছিলাম । এই পোস্টে বেশ কিছু ভাই কমেন্টে জানিয়েছেন যে পোস্টে উল্লেখ করা কলেজ ছাড়াও উনাদের অধ্যয়নকৃত কলেজেও Professional MBA কোর্স করানো হয় । আমরা আপনাদের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছিনা আবার আপনাদের সাথে একমতও পোষণ করছিনা এই জন্য যে , কারণ গুলো হলঃ 

১) -->> দ্বিমত পোষণ না করার কারণ হল ...
প্রফেশনাল বিবিএ কোর্স এর কলেজের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধির পাশাপাশি বেশকিছু কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রফেশনাল এমবিএ কোর্স চালু করার জন্য আবেদন করেছে এবং সেই আবেদন গুলো প্রক্রিয়াধিন (হয়তো আগামীতে সেই কলেজ গুলোতে প্রফেশনাল এমবিএ কোর্স চালু করা হবে) ।
২)-->> একমত পোষণ না করার কারণ গুলো হল...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কোর্সের এবং যেসমস্ত কলেজে ঐসব কোর্স চালু আছে (হোক সেটা professional BBA/MBA/CSE/ECE/BEd/MEd ইত্যাদি অথবা Academic BBA/MBA/ একাডেমীক অনার্স /মাস্টার্স/ ডিগ্রি ইত্যাদি) সব কলেজের নাম পরীক্ষার রুটিন প্রকাশের সাথে সাথেই উল্লেখ করে দেয়া হয়। যেসমস্ত কলেজে ঐসব কোর্স করানো হয়না সেসমস্ত কলেজের নাম কেন্দ্রতালিকায় উল্লেখ থাকেনা ।
আমরা যেসমস্ত কলেজের নাম উল্লেখ করেছি সেই কলেজ গুলোই শুধু Professional MBA কোর্স করানো হয় কারণ Professional MBA যে কলেজে/ইন্সিটিউটে করানো হয় সেই গুলোই শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রুটিন প্রকাশের সাথে কেন্দ্রতালিকায় নাম উল্লেখ করে দিয়েছেন । এবং সেই কেন্দ্রতালিকার লিংক নিচে দেয়া হলঃ
[->> ২০১৪ সালের MBA এম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকার লিংকঃ http://www.nu.edu.bd/…/Ma…/notice_3955_pub_date_12052016.pdf
->> ২০১৫ সালের MBA এম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকার লিংকঃ
http://www.nu.edu.bd/…/Ap…/notice_6442_pub_date_09042017.pdf ]
_____লিঙ্কে যেসমস্ত কলেজ/ইন্সটিটিউট এর নাম আছে সেগুলো হলঃ
ঢাকা বিভাগঃ
১।ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা ।
২৷ তেজগাঁও কলেজ, ঢাকা ।
৩।আই এস টি(IST), ধানমন্ডি, ঢাকা ।
৪। আই এস টি টি(ISTT).মিরপুর, ঢাকা ।
৫। ডেফোডিল আই আই টি, ধানমন্ডি, ঢাকা ।
৬। বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনোলজী, নারায়ণগঞ্জ ।
চট্টগ্রাম বিভাগঃ
১। ইসলামিয়া ডিগ্ৰী কলেজ, চট্টগ্রাম ।
২। Institute Of Global Management & Informetion System, চট্টগ্রাম |
রংপুর বিভাগঃ
১ ॥ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর ।]
আশা করি লিঙ্কে গেলে সবকিছুই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবে ।
যেসমস্ত কলেজের নাম কেন্দ্রতালিকায় উল্লেখ করা নেই সেইসব কলেজে Professional MBA কোর্স করানো হয়না । যেসব কলেজের নামই নেই কেন্দ্রতালিকায় সেইসব কলেজে Professional MBA কোর্স করার প্রশ্নই আসেনা ।
=> ২০১৪ সালে শুধুমাত্র ঢাকায় চারটা কলেজে ছিল তাহলঃ-
১।ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা ।
২।আই এস টি(IST), ধানমন্ডি, ঢাকা ।
৩। আই এস টি টি(ISTT).মিরপুর, ঢাকা ।
৪। ডেফোডিল আই আই টি, ধানমন্ডি, ঢাকা ।
=> এরপর ২০১৫ সালে ঢাকায় আরও দুটি কলেজে প্রফেশনাল এমবিএ কোর্স চালু করা হয় সেগুলো হলঃ-
১) তেজগাঁও কলেজ, ঢাকা ।
২) বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনোলজী, নারায়ণগঞ্জ ।
=> এছারাও একই বছর চট্টগ্রাম ও রংপুর বিভাগে মোট ৩ টি কলেজে প্রফেশনাল এমবিএ কোর্স চালু করা হয় সেগুলো হলঃ-
চট্টগ্রাম বিভাগঃ
১। ইসলামিয়া ডিগ্ৰী কলেজ, চট্টগ্রাম ।
২। Institute Of Global Management & Informetion System, চট্টগ্রাম |
রংপুর বিভাগঃ
১ ॥ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর ।
{বিঃদ্রঃ ২০১৩ সাল থেকে প্রফেশনাল কোর্সের পাশাপাশি একাডেমীক অনার্সে বিবিএস(ব্যাচেলর অব বিজিনেস স্টাডিজ) এর নাম পাল্টে বিবিএ রাখা হয় । তেমনি একাডেমিক বিবিএ এর মত মাস্টার্স(যারা একাদেমিক বিবিএ সম্পূর্ণ করছেন) এর নাম এমবিএ নামকরন করা হচ্ছে(২০১৩ সালের বিবিএ কোর্সের শিক্ষার্থীরা মাস্টার্স করার সময় তাদের নামকরন হবে এমবিএ কারণ তারাই প্রথম একাডেমীক বিবিএ এর আওতাধিন হয়েছিল) ।
এছারাও অনেক বেসরকারি কলেজে একাডেমীক বিবিএ / এমবিএ এর পাশপাশি প্রফেশনাল বিবিএ/ এমবিএ ও চালু আছে । তাই আপনারা দয়া করে একাডেমীক বিবিএ/এমবিএ এর সাথে প্রফেশনাল বিবিএ/এমবিএ কে গুলিয়ে ফেলবেন না যেন । }
এরপরও যদি আপনাদের প্রফেশনাল এমবিএ কোর্স নিয়ে আরও কিছু বলার থাকে তাহলে আপনারা শীঘ্রই প্রফেশনাল এমবিএ এর Latest কেন্দ্রতালিকা দেখার জন্য অপেক্ষা করুন । গত ৩০ শে অক্টোবর ২০১৭ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০১৫ সালের এমবিএ ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ পাবলিশ হয়েছে। ফরম পূরণ শেষ হওয়ার পর শীঘ্রই যেসমস্ত কলেজ প্রফেশনাল এমবিএ পরীক্ষায় অংশগ্রহণ করবে তার কেন্দ্রতালিকা প্রকাশ করা হবে ।
(পোস্টএর উদ্দেশ্য কাউকে হেয় করা নয় বরং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কৃত ছাত্রছাত্রীদের এবং আগামীতে যারা ক্যান্ডিডেট হয়ে আসবে তাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, যাতে করে কারো মাঝে বিভ্রান্তি তৈরি না হয়। )
ধন্যবাদান্তে
যথাযথ কর্তৃপক্ষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ