Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তরঃ


২০১৯-২০ সেশনের জন্য ...

প্রশ্নঃসার্কুলার দিবে কবে?
উত্তরঃ এখনো সার্কুলার দেয়নি।নভেম্বরের দিকে সার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্নঃ অমুক কলেজের সার্কুলার এখনো দিছে?
উত্তরঃএকটা একটা করে সার্কুলার দেওয়া হয়না। প্রফেশনালের অধীনে যত কলেজ/ইনস্টিটিউট আছে সবগুলোর
সার্কুলার এক সাথেই দেওয়া হবে।
প্রশ্নঃ এটা অনার্স কোর্স নাকি ডিগ্রী?
উত্তরঃ এটা অনার্স কোর্স ৪ বছরের । আর ডিগ্রী হচ্ছে ৩ বছরের।
প্রশ্নঃ প্রফেশনালে কোন সেশন জট আছে?
উত্তরঃ প্রফেশনালে কোন সেশন জট নেই।
প্রশ্নঃকিভাবে আবেদন করতে পারবো ?
উত্তরঃ ন্যাশনাল এর ওয়েবসাইটেই সার্কুলার দেওয়া হবে এবং ন্যাশনালে যেভাবে আবেদন করেছিলেন
সেভাবেই আবেদন করতে হবে। সার্কুলার দিলে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে
প্রশ্নঃআবেদনের যোগ্যতা কি কি?
উত্তরঃআবেদন এর যোগ্যতাঃ সকলকেই SSC এবং HSC তে নুন্যতম ২.৫ করে পেতে হবে এবং SSC ২০১৬
অথবা ১৭ সালে এবং HSC ২০১৮ অথবা ১৯ সালে পাশ থাকতে হবে। প্রফেশনাল এর অধীনে অনেক বিষয় থাকলে
ও এই সাবজেক্ট গুলো বেশ আলোচিত । নিন্মে আবেদনের যোগ্যতা দেওয়া হলো।
#BBA এর জন্যঃ যেকোন বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে । হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ,অর্থনীতি,পরিসংখ্যান অথবা উচ্চতর গনিত
এই বিষয় গুলোর যেকোন একটা হলেও HSC তে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম জিপিএ ৩ থাকতে হবে ।
(BBA আছে সারা বাংলাদেশের ৭৯ টা কলেজ এবং ইনস্টিটিউটে)
#CSE এবং ECE এর জন্যঃ ছাত্র-ছাত্রী অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে । পদার্থ,রসায়ন এবং
উচ্চতর গণিত এই বিষয় গুলোর যেকোন একটা হলেও HSC তে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম
জিপিএ ৩ থাকতে হবে । (CSE আছে ৩৩ টা কলেজ এবং ইনস্টিটিউটে এবং ECE আছে ৩ টা ইনস্টিটিউটে কোন
কলেজে ECE নাই)।
#TEXTILE (AMT,KMT,FDT)এর জন্যঃ যেকোন বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে ।গ্রাহস্থ অর্থনীতি,
গ্রাহস্থ বিজ্ঞান, ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,
অর্থনীতি,পৌরনীতি, সমাজ কল্যান,সমাজ বিজ্ঞান ,পরিসংখ্যান,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান, উচ্চতর গনিত এই
বিষয় গুলোর যেকোন একটা হলেও HSC তে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম জিপিএ ৩ থাকতে হবে ।
(TEXTILE আছে ৫/৬ টা ইনস্টিটিউটে)
প্রশ্নঃআমি কি প্রফেশনালে ইংরেজী/রসায়ন/পদার্থ/অর্থনীতি ইত্যাদি সাবজেক্ট গুলো পড়তে পারবো?
উত্তরঃ না,জেনারেল অনার্সের কোন সাবজেক্ট প্রফেশনালে পড়ানো হয়না।
প্রশ্নঃএটা বাংলা নাকি ইংলিশ মিডিয়াম?
উত্তরঃএটা পুরোটাই ইংলিশ মিডিয়াম।
প্রশ্নঃএটার সিলেবাস কি?
উত্তরঃ এটার সিলেবাস বানানো হয়েছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির সিলেবাস ফলো করে এবং আন্তর্জাতিক
মান রক্ষা করে। যেন ছাত্ররা সকল যায়গায় দাম পায়।
প্রশ্নঃএটার সার্টিফিকেটের ডিমান্ড কেমন?
উত্তরঃসার্টিফিকেটের ডিমান্ড খুব ভালো।পাবলিক ইউনিভার্সিটি গুলোর পর ই আপনি প্রফেশনালের ডিমান্ড
পাবেন।তবে,আপনি নিজেকে যদি ডিমান্ডেবল করে না তুলতে পারেন তাহলে লাভ নাই।নিজে যত ভালো
পারবেন,রেজাল্ট যত ভালো হবে চাকুরীর বাজারে তত ডিমান্ড পাবেন।
প্রশ্নঃ সার্টিফিকেট দিবে কে? কলেজ/ইনস্টিটিউট? নাকি ন্যাশনাল?
উত্তরঃ সার্টিফিকেট দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি।আপনার ভর্তি থেকে শুরু করে সকল কিছুই করবে ন্যাশনাল
ইউনিভার্সিটি।
প্রশ্নঃBCS দিতে পারবো?
উত্তরঃজ্বি,সব কিছুই করতে পারবেন। চাইলে PhD ও করতে পারবেন।সেভাবেই নিজেকে প্রথম থেকে গড়ে
তুলুন।
প্রশ্নঃ প্রফেশনালে সেকেন্ড টাইম আছে?
উত্তরঃ জ্বি,আছে। সর্বোচ্চ এক বছর গ্যাপ এলাউ করা হয়।
প্রশ্নঃআমার GPA খুব কম।আমি কি আবেদন করতে পারবো?
উত্তরঃ২.৫/২.৫ জিপিএ থাকলেই আবেদন করতে পারবেন। তবে চান্স পেলে ভর্তি হতে পারবেন।
প্রশ্নঃ আমার জিপিএ ৮/৯/১০ ।আমি কি অমুক কলেজে চান্স পাবো?
উত্তরঃ আপনি আবেদন করুন। ভাগ্য ভালো হলে চান্স পেয়ে যাবেন।
প্রশ্নঃসরাসরি ভর্তি হওয়া যাবে কি?
উত্তরঃকিছু ইনস্টিটিউট সরাসরি ভর্তি নিচ্ছে।আপনি পার্শ্ববর্তী/পছন্দের ইনস্টিটিউটে যোগাযোগ করে দেখুন।
প্রশ্নঃসরাসরি কোথাও ভর্তি হলে কি কোন সমস্যা হবে পরে?
উত্তরঃনা কোন সমস্যা হবেনা।
প্রশ্নঃঅনলাইনে আবেদন করে চান্স পেয়ে ভর্তি হলে কি টাকা কম লাগবে?
উত্তরঃ না,সমান টাকা লাগবে।
প্রশ্নঃ অনলাইনে আবেদন করে ভর্তি হলে কি আলাদা কোন লাভ আছে?
উত্তরঃনা,আলাদা কোন লাভ নেই।আপনার টাকা সমান লাগবে। আলাদা কোন সুযোগ সুবিধা ও পাবেন না।শুধু
বোনাস হিসেবে আবেদন করার পর চান্স হবে কি হবেনা। এই চিন্তাটা বোনাস হিসেবে পাবেন।
প্রশ্নঃতাহলে সবাই অনলাইনে আবেদন করার জন্য অপেক্ষা করে কেন?
উত্তরঃ বেশিরভাগ ইনস্টিটিউটে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি নিয়ে থাকে এবং কলেজগুলোতে অনলাইন
আবেদনের মাধ্যমে ভর্তি নিয়ে থাকে।অনেকের পছন্দের কলেজ/ইনস্টিটিউটে সরাসরি ভর্তি নেয়না তাই
সার্কুলারের জন্য অপেক্ষা করে। আবার অনেকে জানে না যে,সরাসরি ভর্তি হওয়া যায়,তাই তারা ও সার্কুলারের
জন্য অপেক্ষা করে।
প্রশ্নঃপ্রফেশনালে পড়ে চাকুরী পাবো?
উত্তরঃআপনি ভালো রেজাল্ট করতে পারলে এবং দক্ষ হলে অবশ্যই চাকুরী পাবেন।সেভাবে নিজেকে গড়ে
তুলুন।
প্রশ্নঃ আমার জন্য BBA,CSE,ECE,TEXTILE এগুলোর মধ্যে কোনটা ভালো হবে?
উত্তরঃ প্রফেশনালের সব কয়টি সাবজেক্ট ই ডিমান্ডেবল। আপনার পছন্দ অনুসারে ভর্তি হবেন। কোন বিষয়ে
আবেদন করবেন সেটা সম্পুর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা।
প্রশ্নঃএক সাথে কয়টি কলেজে আবেদন করা যাবে? এবং কয়টি সাবজেক্ট ?
উত্তরঃ একটি কলেজে আবেদন করতে পারবেন এবং অই কলেজে থাকা আপনার জন্য এভেইলেবল সকল
সাবজেক্টে আবেদন করতে পারবেন । ১ম মেরিট লিস্ট প্রকাশের পর চান্স না হলে ২য় মেরিট লিস্ট প্রকাশ
করা হবে। না হলে রিলিজ স্লিপ দেওয়া হবে।
প্রশ্নঃপ্রফেশনালে ভর্তি হলে সেকেন্ড টাইম পাবলিকে ট্রাই করা যাবে ?
উত্তরঃ যাবে।
প্রশ্নঃ প্রফেশনালে বছরে কয়বার ভর্তি নেয় বা সার্কুলার দেয়?
উত্তরঃ বছরে একবার ভর্তি।
প্রশ্নঃ কয় মাস পর পর সেমিস্টার পরিক্ষা হয়?
উত্তরঃ ৬ মাস পর পর সেমিস্টার। ৪ বছরে ৮ সেমিস্টার পরিক্ষা হয়।
প্রশ্নঃ আমি তো ন্যাশনালে আবেদন করিনি আগে,আমি কি আবেদন করতে পারবো?
উত্তরঃ জ্বি,পারবেন। ন্যাশনাল এবং প্রফেশনাল দুইটার আবেদন আলাদা আলাদা।
প্রশ্নঃ আমি কি ন্যাশনালের রিলিজ স্লিপ দিয়ে প্রফেশনালে ভর্তি হতে পারবো?
উত্তরঃপারবেন না। কারন প্রফেশনালের আবেদন আলাদা এবং প্রফেশনালের রিলিজ স্লিপ ও আলাদা দেওয়া
হবে।
প্রশ্নঃ প্রফেশনালে CSE,ECE,AMT,KMT,FDT এগুলো পড়ে কি নামের সাথে ইঞ্জিনিয়ার লাগাতে পারবো?
উত্তরঃ না,কারনে প্রফেশনালের সার্টিফিকেট হবে BSc Hons এর ।আর IEB মেমবারশীপ ছাড়া ইঞ্জিনিয়ার
লাগানো যায়না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
প্রশ্নঃ কত টাকা লাগবে প্রফেশনালে পড়তে ?
উত্তরঃBBA,CSE and ECE তে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজারের মত লাগবে এবং টেক্সটাইলে
৩ থেকে ৪ লাখ টাকার মত লাগবে ৪ বছরে মোট।কলেজ/ইনস্টিটিউট ভেদে আরো কম/বেশীও লাগতে পারে।
এখানে গড় এমাউন্ট দেওয়া হয়েছে।
প্রশ্নঃ ভর্তি হতে কত টাকা লাগবে?
উত্তরঃ আপনি যেখানে ভর্তি হবেন সেখানের নিয়ম অনুযায়ী টাকা লাগবে।
প্রশ্নঃ সব টাকা কি একবারে দিতে হবে? বা প্রতি সেমিস্টার হিসেবে কি টাকা দিতে হবে?
উত্তরঃ আপনি যেখানে ভর্তি হবেন সেখানের নিয়ম অনুযায়ী টাকা জমা দিতে হবে। তবে কোথাও ৪ বছরের
টাকা একসাথে নেওয়া হয়না।
প্রশ্নঃ মাসিক বেতন আছে ?
উত্তরঃ কিছু প্রতিষ্ঠান মাসিক বেতন নেয় আবার কিছু প্রতিষ্ঠান সেমিস্টার ফি এর সাথে একসাথে হিসেব করে
মোট টাকা নেয়। আপনি যেখানে ভর্তি হবেন সেখানে যেভাবে টাকা নিবে সেভাবেই।যেখানে ভর্তি হবেন ভর্তির
আগে জেনে নিবেন।
প্রশ্নঃকোন কলেজ/ইনস্টিটিউট টা ভালো?
উত্তরঃ প্রফেশনালের কোন র‍্যাংকিং হয়না। সবগুলোই ভালো। আপনি দেখে শুনে ভর্তি হবে,রেগুলার ক্লাস
হয় কিনা এবং পর্যাপ্ত শিক্ষক আছে কিনা।
প্রশ্নঃআমার তো জিপিএ কম,কারো সুপারিশ এ অমুক ভালো কলেজে ভর্তি হওয়া যাবেনা?
উত্তরঃন্যাশনালে এখন অনলাইন সিস্টেম ।জিপিএ এর ভিত্তিতে নেওয়া হয়।সুতরাং কারো সুপারিশ ই কাজে
লাগবেনা।তাই সুপারিশ এর পেছনে দৌড়াবেন না।
প্রশ্নঃভর্তি পরিক্ষা দিতে হবে কি?
উত্তরঃ না,প্রফেশনালে কোন ভর্তি পরিক্ষা নেই।জিপিএ এর হিসেবে ভর্তি।
প্রশ্নঃ প্রফেশনাল জিনিস টা কি? সেটাই বুঝলাম না। বুঝিয়ে দিবেন কি?
উত্তরঃ বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
প্রশ্নঃকোথায় কোথায় প্রফেশনাল পড়ানো হয়? তার লিস্ট টা দিবেন প্লিজ।
প্রশ্নঃকোথায় ভর্তি হলে ভালো হবে?
উত্তরঃজানতে ক্লিক করুন এখানে
প্রশ্নঃ আবেদন করবো কিভাবে? আবেদনের প্রক্রিয়াটা বলেন।
উত্তরঃ আবেদনের প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন এটা পড়ে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও
আকারে আবেদনের প্রক্রিয়া দেখতে ইউটিউব লিংক এখানে ক্লিক করুন
প্রশ্নঃ অমুক কলেজ/ইনস্টিটিউট এর খরচ কত?
উত্তরঃ আপনি অই কলেজ/ইনস্টিটিউট এ যোগাযোগ করে দেখুন। বিস্তারিত জানতে পারবেন।
প্রশ্নঃ অমুক কলেজ/ইনস্টিটিউট টা কোথায়?
উত্তরঃআপনি গুগলে বা ফেসবুকে সার্চ করে দেখুন।ঠিকানা পেয়ে যাবেন।
প্রশ্নঃঅমুক কলেজ/ইনস্টিটিউট এর কোন নাম্বার দেওয়া যাবে?
উত্তরঃআমাদের কাছে নাম্বার গুলো কালেক্ট করা নেই। আপনি গুগল করুন। পেয়ে যাবেন।

আশা করি আপনাদের কমন প্রশ্ন গুলোর উত্তর দেওয়া আছে এখানে। আরো নতুন কোন প্রশ্ন পেলে উত্তর
এড করে দেওয়া হবে।
আরো বিস্তারিত জানতে ওনার সাথে যোগাযোগ করুন-
ফেসবুক আইডি লিংক- www.facebook.com/admission.sell
মোবাইল নাম্বার- 01970177157

ধন্যবাদ সবাইকে।

একটি মন্তব্য পোস্ট করুন

15 মন্তব্যসমূহ

  1. একই সাথে প্রফেশনাল ওঃ জেনারাল অনার্সে এপ্লাই করা যাবে ?

    উত্তরমুছুন
  2. আমার hsc তে পয়েন্ট খুব খারাপ....২.৫০... . উচ্চতর গনিতে ২.৫০ আছে,,,৩.০০ পয়েন্ট নেই...তাহলে কি আমি আবেদন করতে পারবো...

    উত্তরমুছুন
  3. b.ed কি professional এর মধ্যে পড়ে?নাকি জেনারেল এর?

    উত্তরমুছুন
  4. স্যার রেগুলার এইচএসসিপরীক্ষা দিবো তাতে কি আগের চেয়ে কোনো পয়েন্টকমবে

    উত্তরমুছুন
  5. Thanks a lot for sharing this amazing knowledge with us. This site is fantastic. I always find great knowledge from it.  Mold Removal Brookhaven

    উত্তরমুছুন
  6. প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটার লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ডিপ্লোমা সার্টিফিকেট স্কুল-কলেজ-মাদ্রাসায় চাকরির ক্ষেত্রে কি তফাত পার্থক্য আছে? দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন
  7. ভাই professional অনার্সে কি ক্লাস করা বাধ্যতামূলক?

    উত্তরমুছুন