Hot Posts

6/recent/ticker-posts

চট্টগ্রামের প্রফেশনাল ইন্সিটিউট/কলেজ গুলো নিয়ে কিছু কথাঃ

চট্টগ্রামে মোট প্রফেশনাল ৮ টি প্রফেশনাল কলেজ/ইন্সিটিউট আছে এর মধ্যে ৭ টি প্রফেশনাল কলেজ/ইন্সিটিউটে Professional BBA কোর্স আছে আর ১ টি ইন্সিটিউটে অর্থাৎ Chittagong BGMEA Institute of Fashion and Technology(CBIFT)} Textile এর কোর্স Fashion Design and Technology (FDT) এবং Apparel Manufacture and Technology(KMT) এর উপর BSc. অনার্স কোর্স করানো হয় । এটি চট্টগ্রামের খুলশি , BGMEA ভবনে করানো হয় । চট্টগ্রামের প্রফেশনাল বিবিএ কোর্স করানো কলেজ/ইন্সিটিউট গুলোর মধ্যে সবচেয়ে বেশী সিট(১৩০ টি সিট) আছে Institute Of Business Studies(IBS) এ । এবং খরচ ও অন্যান্য কলেজ গুলোর তুলনায় সবচেয়ে কম ৪(চার) বছরে ৮ সেমিস্টারে টোটাল খরচ পরবে ৯৮,৪০০ টাকা , প্রতি সেমিস্টার ৬,০০০ টাকা আর প্রতি মাসে বেতন ৮০০ টাকা ।এছাড়া এই কলেজের আরও ১ টি সুবিধা হল আপনি অনলাইনে আবেদন ছাড়াও সরাসরি এই কলেজে ভর্তি হতে পারবেন , ভর্তি হতে শুধুমাত্র ৬,০০০ টাকা ১ম সেমিস্টার ফি দিলেই হবে এছাড়া বাড়তি কোনো টাকা আপনার কাছ থেকে নেয়া হবেনা । তবে শর্ত হল আপনার SSC(2014/2015) জিপিএ ন্যূনতম ২.৫ এবং HSC(2016/2017) জিপিএ ন্যূনতম ২.৫ এর মধ্যে হতে হবে (এই শর্ত সব প্রফেশনাল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য) । চট্টগ্রামের কোন প্রফেশনাল কলেজেই CSE কোর্স নেই । জাতীয় বিশ্ববিদ্যালয় যদি অনুমোদন দেয় তাহলে ২০১৮ সাল থেকে হয়তো ড্যাফোডিলে এই কোর্স টি করানো হতে পারে এবং ক্যান্টনমেন্টে Professional MBA কোর্স যাত্রা শুরু করতে পারে ।

চট্টগ্রামের প্রফেশনাল কলেজ গুলোর নাম, ঠিকানা ,এবং আনুমানিক খরচের পরিমাণঃ
1. Chittagong Cantonment Public College,
ঠিকানা ও খরচঃ Chittagong Cantonment,(BBA 1,30,000-1,80,000 taka)
বিবিএ তে সিটের পরিমাণঃ ৯০ টি ।
ওয়েবসাইটঃ http://ccpc.edu.bd
2. Institute of Business Studies(IBS),
ঠিকানা ও খরচঃ Halishahar Boro pool (BBA 98,400 taka)
বিবিএ তে সিটের পরিমাণঃ ১৩০ টি ।
ওয়েবসাইটঃ http://www.ibs.edu.bd
3. Institute of Global Management & Information System(IGMS),
ঠিকানা ও খরচঃ Mehedibag,beside Max lab (BBA 1,20,000-1,50,000 taka) এই কলেজে প্রফেশনাল MBA আছে।
বিবিএ তে সিটের পরিমাণঃ ৮০ টি ।
ওয়েবসাইটঃ http://igmis.edu.bd
4. Neural Institute of science & Technology(NIST)
ঠিকানা ও খরচঃ Lalkhan bazar (BBA 120,000-1,50,000 taka & CSE 145,000-1,80,000 taka) এই কলেজে গত বছর কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের সাথে কিছু আইনি জটিলতার কারণে প্রফেশনাল বিবিএ তে ভর্তি করানো হয়নি বন্ধ ছিল ভর্তি প্রক্রিয়া । এবং এই বছর সিটের পরিমাণ শর্তানুসারে ৭৫ থেকে কমিয়ে ৫০ টি করা হয় । এই বছর থেকে আবার ভর্তি শুরু হয়েছে ।
বিবিএ তে সিটের পরিমাণঃ ৫০ টি ।
ওয়েবসাইটঃ নাই ।
5. Islamiya University College,
ঠিকানা ও খরচঃ Sadarghat (BBA 130,000-1,80,000 taka) এই কলেজেও প্রফেশনাল MBA আছে।
ওয়েবসাইটঃ http://www.islamiacollege.edu.bd
বিবিএ তে সিটের পরিমাণঃ ৭৫ টি ।
6. GAM Chartered University College,
ঠিকানা ও খরচঃ Mehedibag,after National hospital (BBA 1,20,000-1,50,000 taka)
বিবিএ তে সিটের পরিমাণঃ ১০০ টি ।
ওয়েবসাইটঃ http://www.gamcc.edu.bd
7. Daffodil Institute of IT,Agrabad,
ঠিকানা ও খরচঃ Agrabad, after Chowmuhoni (BBA 1,80,000-2,00,000+) taka & CSE isn't available. Would be in 2018)
বিবিএ তে সিটের পরিমাণঃ ৭০ টি ।
ওয়েবসাইটঃ http://diit.info
8. Chittagong BGMEA Institute of Fashion and Technology(CBIFT),
ঠিকানা ও খরচঃ BGMEA building Khulshi (FDT/AMT 476,000 taka)
FDT/AMT সিটের পরিমাণঃ FDT- ৫৫ টি এবং AMT- ৫৫ টি ।
ওয়েবসাইটঃ http://www.cbift.com

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ