জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনালে আবেদনের জন্য সার্কুলার দেওয়া হয়েছে । অনলাইনে আবেদন করা যাবে ১৭/০১/২০১৮ ইং বিকাল ৪ টা থেকে ০৩/০২/২০১৮ ইং রাত ১২ টা পর্যন্ত ।
আবেদনের লিংকঃ http://app8.nu.edu.bd/nu-web/application/profApplicationForm
ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন। এখন কলেজে কি কি জমা দিতে হবে সেটা নিয়ে নোটিশে
পরিষ্কার ভাবে কিছু বলা হয়নি। সুতরাং
যারা অনলাইনে আবেদন করে ভর্তি হবেন তাদের করনীয়ঃ
১। অনলাইনে আবেদন কমপ্লিট করার পর যেই ফরম টি পেয়েছেন সেটি প্রিন্ট করে নিতে হবে।
২। ৪ তারিখের মধ্যে আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে প্রিন্টকৃত ফরমে আপনার স্বাক্ষর এবং তারিখ লিখে সাথে ৪ থেকে ৮ কপি ছবি সহ SSC+HSC এর মার্কশীট এবং প্রশংসা পত্রের ফটোকপি সহ আবেদন ফে ৩০০ টাকা নিয়ে যাবেন। তারপর কলেজ থেকে যেগুলো দরকারি সেগুলো রেখে বাকীগুলো আপনাকে দিয়ে দিবে।
৩।আপনাকে যদি কলেজ/ইনস্টিটিউট থেকে ভর্তির জন্য সিলেক্ট করা হয় তাহলে ভর্তির সময় নির্দিষ্ট ভর্তি ফি এবং SSC+HSC এর মার্কশীট এর মুলকপি জমা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তি ফি কলেজ/ইনস্টিটিউট ভেদে ৬ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত হতে পারে। ভর্তি ফি সম্পর্কে আগেই জেনে নিন।
যারা সরাসরি ভর্তি হতে চান তাদের করনীয়ঃ
১। আপনারা চাইলে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট কপি নিয়ে যেতে পারেন।না নিলেও কোন সমস্যা নেই।
২। যেখানে ভর্তি হতে চান সেখানের ভর্তি ফি সম্পর্কে আগেই জেনে নিন।
৩। ০৩/০২/২০১৮ ইং তারিখের মধ্যেই ভর্তি হতে হবে। তারপর আর ভর্তি হওয়ার কোন সুযোগ নেই।
৪। ভর্তি হতে যাওয়ার সময় SC+HSC এর মূল মার্কশুল+ফটোকপি এবং প্রশংসা পত্রের ফটোকপি সহ ৪-৮ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্দিষ্ট ভর্তি ফি সহ নিয়ে যেতে হবে।
উল্লেখ্য,সকল যায়গায় সরাসরি ভর্তি নেওয়া হয়না।অল্প কিছু ইনস্টিটিউটে সরাসরি ভর্তি নেওয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি আগে খোঁজ নিয়ে জেনে নিতে হবে আপনার পছন্দের ইনস্টিটিউটে সরাসরি ভর্তি নেয় কিনা বা এখনো সিট আছে কিনা।
#অনলাইনে আবেদন করে ভর্তি হলে এবং সরাসরি ভর্তি হলে দুইভাবেই আপনার সমান টাকা খরচ হবে। কোন কম/বেশী নেওয়া হবেনা।
নিচে কিছু জরুরী তথ্যের লিংক দেওয়া হলো। আপনার নিচের তথ্য গুলো পড়তে পারেন।
NU Professional এর অধীনে সকল কলেজের নাম,জেলা এবং আসন সহ লিস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনালের সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর
কিভাবে প্রফেশনাল কোর্সে অনলাইনে আবেদন করবেন
প্রফেশনাল কোর্সে ভর্তির আসন বণ্টন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য
0 মন্তব্যসমূহ