Hot Posts

6/recent/ticker-posts

MBA/EMBA সম্পর্কে কিছু তথ্যঃ



NU তে জেনারেল অনার্স ১ বছর এবং প্রফেশনাল অনার্স করলে ১ বছর ৪-৫ মাস লাগবে কারন ইন্টারনশিপ করতে হয় ৩মাসের তারপর প্রজেক্ট পেপার+ ভাইভা। public University তে Executive MBA করলে ২বছর, প্রাইভেট ইউনিভার্সিটি তে বিবিএ পড়ার পর সেখানেই যদি আবার MBA করা হয় ১ বছর। আর যদি অন্য ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে MBA করেন তাহলে কিছু ইউনিভার্সিটি তে ১ বছর আবার কিছু ইউনিভার্সিটি তে ১বছর ৪ মাস করতে হয়।কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সময় কিছুটা কম বেশী হতে পারে । আবার অনেক বিশ্ববিদ্যালয়ে আরও কম সময় লাগতে পারে যদি আপনার CGPA ৩.০০-৪.০০ যদি থাকে ; উদাহরণস্বরূপঃ যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি Executive MBA করতে চান এবং আপনার পয়েন্ট যদি ৩.০০ অথবা ৩.০০+++ এবং আপনার Background যদি BBA হয়ে থাকে  তাহলে আপনার ১ম সেমিস্টার করতে হবেনা আপনি তখন সরাসরি ২য় সেমিস্টার থেকে কোর্স শুরু করতে পারেন । এছাড়া যাদের (background BBA + CGPA 3.00-4.00) তাদের ক্লাস আলাদা ভাবে নেয়া হয় অর্থাৎ (চাকুরীজীবী + Non business Background)  এর সাথে নেয়া হয়না । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Business Graduate দের ক্লাস হয় Afternoon এ আর (চাকুরীজীবী + Non business Graduate) দের সান্ধ্যকালীন কোর্সে ক্লাস নেয়া হয় সপ্তাহে ৫ দিন । পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আপনি MBA করতে চান সেটাকে EMBA বলে । পাবলিকে MBA তে ভর্তি হলে GMAT ফরম্যাটে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । এছাড়া যদি আপনার GMAT কোর্সে ভালো স্কোর থাকে তাহলে আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবেনা আপনি সরাসরি ভাইভা দিয়ে ভর্তি হতে পারবেন ।কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে MBA/EMBA তে ভর্তি হতে চাইলে শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিতে হয় আর বাকি গুলোতে সরাসরি ভর্তি হতে পারে। তবে সিজিপিএ ভালো থাকলে আপনাকে স্কলারশিপ ও দিতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডাবল MBA করা যায়না অর্থাৎ লাস্ট সেমিস্টারে গিয়ে আরও ১ টা বাড়তি সেমিস্টার নিয়ে ২ টা কোর্সে একই সময়ে আলাদা আলাদা ২ টা মেজর কোর্সের ২ টা MBA সার্টিফিকেট নেয়া যায়না । তবে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তে একই সাথে DOUBLE MBA/EMBA করা যায় । বেশীরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি তে চার মাসে ১ সেমিস্টার ধরা হয় আর পাবলিক ইউনিভার্সিটি তে ৬ মাসে ১ সেমিস্টার করা হয় এবং NU তেও ৬ মাসে ১ সেমিস্টার । তারপর ও অনেক ক্ষেত্রে কিছুটা সময়ের হেরফের আছে তবে সেগুলো খুবই কম।
শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স কোর্সে বিবিএ এবং এমবিএ এর পর ইন্টার্নশিপ করায় না তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে অর্থাৎ Professional BBA & MBA তে ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক এবং পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতেও একই ভাবে ন্যূনতম ৩মাসের ইন্টার্নশিপ করতে হয়অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ২ দিন অথবা ৩-৪ দিন ক্লাস হয় আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যেমন ধরুন IIUC(International Islamic University) তে  MBA/EMBA/MBM ক্লাস শুধু শুক্রবারে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা ক্লাস হয়ে থাকে । তবে পাবলিক ইউনিভার্সিটি তে Executive MBA তে ১ টা ক্লাস ৩ ঘণ্টা করে ১.৫০ ঘণ্টা পর ১৫ মিনিটের বিরতি দেয়া হয়ে থাকে । যেমন পাবলিক ইউনিভার্সিটি তে উদাহরনস্বরূপ বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Business Graduate দের ক্লাস সপ্তাহে ৪ দিন হয় এর মধ্যে শনিবারে সকাল ৯ টা থেকে টানা সন্ধ্যা ৬ টা পর্যন্ত ক্লাস এছাড়া অন্যান্য দিন দুপুর ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ক্লাস। এছাড়া (Non Business Graduate + চাকুরীজীবী) দের শুধু শুক্রবারে দুপুর ৩ টা থেকে রাত ৯ঃ৩০ মিনিট পর্যন্ত টানা ক্লাস আর অন্যান্য দিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস । NU তে প্রফেশনাল কোর্সে যারা MBA করছেন তার মধ্যে ঢাকা সিটি কলেজ এবং IGMIS কলেজে সন্ধ্যায় MBA ক্লাস হয় । এছাড়া অন্যান্য কলেজ গুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস হয়ে থাকে সপ্তাহে ৩-৪ দিন  এবং NU তে জেনারেল MBA তেও এইভাবে ক্লাস নেয়া হয় । ***Double MBA কিঃ Double MBA হল ধরুন আপনি Finance সাবজেক্টে BBA করার পর MBA তে মেজর নিলেন Finance এবং লাস্ট সেমিস্টারে আপনাকে শুধু মেজর Finance নিয়ে পড়তে হবে । তবে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি Finance এর সাথে HRM ও মেজর করবেন তাহলে আপনার HRM এর জন্য আরও ১ টি সেমিস্টার বাড়তি করতে হবে । তাহলে আপনি ২ টা সেমিস্টার শেষ করার পর ও বিশ্ববিদ্যালয় থেকে MBA তে ২ টা আলাদা মেজর সাবজেক্টের উপর আলাদা আলদা সার্টিফিকেট পাবেন । তবে এটা সব বিশ্ববিদ্যালয়ে নেই । 
আমাদের প্রফেশনাল গ্রুপে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদের প্রফেশনাল গ্রুপের লিঙ্ক হলঃhttps://web.facebook.com/groups/NUProfessional/ এছাড়াও আমাদের ব্লগে আপনাকে স্বাগতম , ব্লগ লিংক হলঃ https://nu-professional.blogspot.com/এছাড়া আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভাল কিছু লেখা ও পোস্ট শেয়ার করার ।ধন্যবাদ সবাইকেলেখাঃ Omar Faruq Shamim
Professional BBA From National University
Executive MBA From Chittagong University


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ