Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কিত কিছু তথ্যঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্স সম্পর্কিত কিছু তথ্যঃ 


১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের B.Ed. কোর্স দুই ধরনেরঃ 
।) চার বছর(৮ সেমিস্টার) মেয়াদী অনার্স কোর্স,
।।) ১ বছর(২ সেমিস্টার) মেয়াদী স্পেশাল কোর্স।
২) ১ বছর মেয়াদী বিএড কোর্স মূলত অনার্স/ডিগ্রি কমপ্লিট এর পর করা হয়। 
৩) জাতীয় বিশ্ববিদ্যালয়ের Taxtile Engineering এর যেসব কোর্স রয়েছে সেগুলো হলঃ
।) Knitwear Manufacture and Technology (KMT)
।।) Fashion Design and Technology (FDT)
।।।) Apparel Manufacture and Technology (AMT)
৪) B.Ed., AMT,KMT,FDT কোর্স সমূহে আসন শতকরা হারে আসন বণ্টন করা হয়ঃ
মানবিক শাখা → ৪০%
বিজ্ঞান শাখা → ২০ %
ব্যবসায় শিক্ষা শাখা → ৪০%
৫) Professional BBA কোর্সে মেজর সাবজেক্ট ৬ষ্ঠ সেমিস্টারের পর দেয়া হয় ।
৬) Professional BBA মেজর কোর্স গুলো হলঃ
।) Finance & Banking
।।) Accounting & Information System
।।।) Marketing
।V) Management Studies
৭) Professional BBA তে কোর্সে আসন শতকরা হারে আসন বণ্টন করা হয়ঃ
মানবিক শাখা → ১৫%
বিজ্ঞান শাখা → ১৫%
ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
৮) BBA in Aviation Management কোর্সে আসন শতকরা হারে আসন বণ্টন করা হয়ঃ
মানবিক শাখা → ১৫%
বিজ্ঞান শাখা → ১৫%
ব্যবসায় শিক্ষা শাখা → ৭০%
৯) Tourism and Hospitality Management (THM) এবং Theatre and Media Studies (TMS) কোর্সে আপনি যেকোনো বিভাগ(Science, ARTs,Commerce) থেকে ভর্তি করানো হয় । শুধুমাত্র SSC & HSC পয়েন্ট হিসাব করা হয় কোন শতকরা হিসাব করা হয়না ।
১০) Bachelor of Fine Arts(BFA) কোর্সে ভর্তি হতে চাইলে আপনাকে অবশ্যই বি.এফ.এ প্রি ডিগ্রী কোর্স কমপ্লিট করতে হবে ।
১১) Computer Science and Engineering (CSE) এবং
Electronics and Communication Engineering (ECE) কোর্সটি শুধুমাত্র Science এর স্টুডেন্ট রা করতে পারবে ।
১২) BSc in Aeronautical and Aviation Science কোর্সটি শুধুমাত্র Science এর স্টুডেন্ট রা করতে পারবে ।
১৩) মেধা তালিকা দেয়ার পরও যদি কোর্সভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে।
১৪) বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন ।
১৫) প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ২.৫ লাগবে ।
১৬) প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তির জন্য পাশের সনঃ
SSC(সকল বিভাগ): ২০১৫/২০১৬ সাল
HSC(সকল বিভাগ): ২০১৭/২০১৮ সাল ।




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আমার ৮ম সেমিস্টার রেজাল্ট দেওয়ার পর ৬ষ্ঠ সেমিষ্টার রেজাল্ট দিয়েছে, আমার ইমপ্রুভ হয়েছে এখন আমি যদি সমন্বয় আবেদন না করি তাহলে কি সার্টিফিকেট আসবে?

    উত্তরমুছুন