Image by |
বাংলাদেশের
অটোমোবাইল কোম্পানি ম্যাভেন অটোস লিমিটেড পেইড ইন্টার্নশীপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে বিভিন্ন
ডিপার্টমেন্টে যেমন; '' Customer care, sales support, commercial, finance
& accounts, Billing, Tele-sales, digital, showroom support etc.'' পদে ইন্টার্ন নিয়োগ দেয়া হবে । আগ্রহী প্রার্থীদের
অনলাইনে আবেদন করতে হবে।
পদের
নামঃ ইন্টার্নশিপ ।
পদসংখ্যাঃ
১৫
আরও পড়ুনঃ হিউম্যান রিসোর্সে পেইড ইন্টার্নশিপ , ভাতা ৭,০০০
শিক্ষাগত
যোগ্যতাঃ বিএ, বিবিএ/এমবিএ(মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) বিষয়ে স্নাতক পাস ।
দক্ষতাঃ কম্পিউটার স্কিল ।
চাকরির
ধরনঃ ইন্টার্নশীপ , ফুলটাইম , পার্টটাইম।
বেতনঃ
মাসিক ৫,০০০ টাকা
।
আরও পড়ুনঃ একাউন্টিং এ পেইড ইন্টার্নশিপ ; ভাতা ৫,৫০০
কোম্পানির
সুযোগ সুবিধাঃ
- ০৩ মাস ইন্টার্নশিপের পর নতুন বেতনে পারম্যানেন্ট এমপ্লয়ি হিসেবে কাজের সুযোগ ।
- মোবাইল বিল
- ওভার টাইম অ্যালোয়েন্স ।
- অন্যান্য সুযোগ সুবিধা গুলো ইন্টার্নশীপ পিরিয়ড শেষ হওয়ার পর রেগুলার এমপ্লয়ি হিসেবে পাবেন যেমনঃ গ্রাচুইটি , প্রভিডেন্ট ফান্ড , নতুন বেতন স্কেল , বাৎসরিক স্যালারি রিভিউ , ২টি উৎসব বোনাস ইত্যাদি ।
কর্মস্থলঃ
ঢাকা ।
আরও পড়ুনঃ বাংলাদেশে অবস্থিত আমেরিকান সেবাদানকারী প্রতিষ্ঠান Augmedix পেইড ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে
যেভাবে
আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত ও নিয়োগসংক্রান্ত আরও
বিস্তারিত জানা যাবে এ লিংকে ।
আবেদনের
শেষ তারিখ: ২৭ জুন,
২০২৩ ।
0 মন্তব্যসমূহ