Hot Posts

6/recent/ticker-posts

পেইড ইন্টার্নশিপে নেয়া হবে ১৫ জন , ভাতা ৫,০০০

 

Paid internship for BBA graduate students
Image by 

বাংলাদেশের অটোমোবাইল কোম্পানি ম্যাভেন অটোস লিমিটেড পেইড ইন্টার্নশীপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে  বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন;  '' Customer care, sales support, commercial, finance & accounts, Billing, Tele-sales, digital, showroom support etc.'' পদে ইন্টার্ন নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ  ইন্টার্নশিপ

পদসংখ্যাঃ ১৫

আরও পড়ুনঃ হিউম্যান রিসোর্সে পেইড ইন্টার্নশিপ , ভাতা ৭,০০০

শিক্ষাগত যোগ্যতাঃ বিএ, বিবিএ/এমবিএ(মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) বিষয়ে  স্নাতক পাস

দক্ষতাঃ কম্পিউটার স্কিল 

চাকরির ধরনঃ ইন্টার্নশীপ , ফুলটাইম , পার্টটাইম

বেতনঃ মাসিক ,০০০ টাকা

আরও পড়ুনঃ একাউন্টিং এ পেইড ইন্টার্নশিপ ; ভাতা ৫,৫০০

কোম্পানির সুযোগ সুবিধাঃ

  • ০৩ মাস ইন্টার্নশিপের পর নতুন বেতনে পারম্যানেন্ট এমপ্লয়ি হিসেবে কাজের সুযোগ । 
  • মোবাইল বিল 
  • ওভার টাইম অ্যালোয়েন্স
  • অন্যান্য সুযোগ সুবিধা গুলো ইন্টার্নশীপ পিরিয়ড শেষ হওয়ার পর রেগুলার এমপ্লয়ি হিসেবে পাবেন যেমনঃ গ্রাচুইটি , প্রভিডেন্ট ফান্ড , নতুন বেতন স্কেল , বাৎসরিক স্যালারি রিভিউ ,  ২টি উৎসব বোনাস ইত্যাদি । 

কর্মস্থলঃ ঢাকা । 

আরও পড়ুনঃ বাংলাদেশে অবস্থিত আমেরিকান সেবাদানকারী প্রতিষ্ঠান Augmedix পেইড ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে

যেভাবে আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে লিংকে

 এছাড়া সরাসরি এই মেইলে career@mavenautos.com সিভি এবং কভার লেটার পাঠিয়েও আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: ২৭ জুন, ২০২৩


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ