Hot Posts

6/recent/ticker-posts

একটি প্রতিষ্ঠিত একাউন্টিং ফার্মে ম্যানেজম্যান্ট ট্রেইনি নিয়োগ ।

Management Audit, Internal Audit, Inventory Audit
File Photos: Freepik


বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত একাউন্টিং ফার্মের জন্য ম্যানেজম্যান্ট ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ  Management Trainee (MT)- Audit & Assurance ।

পদসংখ্যাঃ নির্দিষ্ট নয় ।

শিক্ষাগত যোগ্যতাঃ 

BBA, MBA, B.COM, M.COM, BBS (Accounting , Finance & ACCA অগ্রাধিকার )।

 আরও পড়ুনঃ একাউন্টিং এ পেইড ইন্টার্নশিপ ; ভাতা ৫,৫০০

কর্মস্থল: পুরানা পল্টন, ঢাকা।

অফিস টাইম: রবিবার-বৃহস্পতিবার: (.৩০-.৩০)

শনিবার ট্রেনিং: (.৩০-.০০)

সাপ্তাহিক বন্ধ: শুক্রবার।

চাকরির ধরনঃ ফুলটাইম

 আরও পড়ুনঃ পেইড ইন্টার্নশিপে নেয়া হবে ১৫ জন , ভাতা ৫,০০০

বেতনঃ মাসিক ,০০০ টাকা

 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

কোম্পানির সুযোগ সুবিধাঃ

  • Financial Statement Preparation হাতে কলমে শিখানো হবে।
  • Management Audit, Internal Audit, Inventory Audit সংক্রান্ত কাজ হাতে কলমে শিখানো হবে।
  • Financial Statement-Audit হাতে কলমে শিখানো হবে।
  • ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ণ ও কোম্পানি আয়কর রিটার্ণ প্রস্তুত করা হাতে কলমে শিখানো হবে।
  • Corporate Tax Planning হাতে কলমে শিখানো হবে।
  • Value Added Tax (VAT) সংক্রান্ত কাজ হাতে কলমে শিখানো হবে।
  • RJSC ও NBR সংক্রান্ত কাজ হাতে কলমে শিখানো হবে।
  • Tally ও Excel এর কাজ হাতে কলমে শিখানো হবে।
  • অনভিজ্ঞদের বিশেষ ট্রেনিং এর মাধ্যমে তাদের কর্মদক্ষতা বাড়ানো হবে।
  • বাস্তব অভিজ্ঞতার ফলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা সহজ হবে।
  • কমপক্ষে ৬ মাস কাজ করলে Experience Certificate প্রদান করা হবে।


যেভাবে আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে লিংকে

 

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই, ২০২৩


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ