Hot Posts

6/recent/ticker-posts

STENCIL BANGLADESH LIMITED পেইড ইন্টার্নশিপের সুযোগ !

 

Paid internship bangladesh
File Source: STENCIL BANGLADESH

বাংলাদেশে অবস্থিত অনলাইন ভিত্তিক নামকরা ছবি এডিটিং সেবাদানকারী প্রতিষ্ঠান  STENCIL BANGLADESH LIMITED পেইড  ইন্টার্নশীপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই প্রতিষ্ঠানে '' মার্কেটিং এবং গ্লোবাল কাস্টমার সার্ভিস '' পদে ইন্টার্ন নিয়োগ দেয়া হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ মার্কেটিং এবং গ্লোবাল কাস্টমার সার্ভিস
পদসংখ্যাঃ ০২
বয়সঃ ২৩ থেকে ২৮ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ 
  • ব্যাচেলর অব বিজন্যাস এডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে স্নাতক পাস । 
দক্ষতাঃ 
  • কমিউনিকেশন , কম্পিউটার স্কিল , মার্কেটিং , এম এস ওয়ার্ড /এক্সেল/পাওয়ার পয়েন্ট/ওয়ান নোট । 

চাকরির ধরনঃ ইন্টার্নশীপ ।

ইন্টার্নশিপের সময়কাল: ন্যূনতম ৩ মাস । 

বেতনঃ মাসিক ৫,০০০ টাকা । 

কোম্পানির সুযোগ সুবিধাঃ  
  • লাঞ্চ ফ্যাসিলিটি  
  • সাপ্তাহিক ছুটি ০২ দিন 
  • ওভার টাইম অ্যালোয়েন্স ।


কর্মস্থলঃ ঢাকা (বনানী) 

আরও পড়ুন

যেভাবে আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত ও নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এ লিংকে

এছাড়া সরাসরি এই মেইলে ashraful@stencilbangladesh.com সিভি এবং কভার লেটার পাঠিয়েও আবেদন করতে পারবেন । 

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৩ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ