জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক কত তে তা নিয়ে অনেকেরই কনফিউশন আছে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্স উভয়ই কোর্সে ১০০ তে(লিখিত+ইনকোর্স) ৪০ পেলে পাস ।
☑জেনারেল অনার্সের ক্ষেত্রেঃ
লিখিতঃ ৮০ তে ৩২ পেলে পাস(৮০x৪০%=৩২)
ইনকোর্সঃ ২০ এ ৮ পেলে পাস(২০x৪০%=৮)
☑প্রফেশনাল অনার্সের ক্ষেত্রেঃ
লিখিতঃ ৭০ এ ২৮ পেলে পাস(৭০x৪০%=২৮)
ইনকোর্সঃ ৩০ শে ১২ পেলে পাস(৩০x৪০%=১২) ।
☑ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও একই রকম হিসাব করা হয় ১০০ তে ৪০ পেলে পাস ।
☑☑☑লিখিত + ইনকোর্স ২ টো তেই পাস করতে হবে ।
এখন কথা হল অনেক প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট বলে থাকে যে আমি তেমন কিছুই লিখিনি বাট আমার ইনকোর্স নাম্বার বেশী দেয়া হয়েছে তাই হয়তো আমি কোনোরকম পাস করেছি । আবার অনেকে বলে আমিতো ইনকোর্স নাম্বার মনে পাস করিনি বাট আমার লিখিত পরীক্ষা ভালো হয়েছে তাই হয়তো আমি পাস করেছি । আবার অনেকে বলে আমার বন্ধু পরীক্ষার কোন প্রিপারেশন ছিল না শুধু ২ টা প্রশ্ন লিখছে বাট সে ফেইল করেনি D পেয়ে পাস করেছে (এরকম উদাহরন ভুরি ভুরি)।
আসলে মূল কথা হল যেকোনো বোর্ড পরীক্ষায় শিক্ষকরা কিছুনা কিছু Consider করে তানাহলে অনেক স্টুডেন্টই পরীক্ষায় খারাপ করতো । এখন আগের চেয়ে অনেক বেশী সহজ করে খাতা কাটা হয় এবং নাম্বার এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ২৩/২৪ নাম্বার পেয়েছে বাট ইনকোর্স নাম্বার ভাল থাকার দরুন অনেক সময় ৪০ পেয়ে পাস করছে স্টুডেন্ট রা তবে এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে পাস করানোর জন্য ১ টু কনসিডার তো থাকে। এটা SSC & HSC পরীক্ষা গুলোতেও করা হয় ।
যেমন সবগুলো রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রকের হাতে আসার পর উনি হিসাব করেন যে শুধুমাত্র ১ নাম্বারের জন্য কত হাজার শিক্ষার্থী ফেইল করছে অথবা ১ নাম্বারের জন্য কত হাজার শিক্ষার্থী ১ টা বিষয়ে A+ পাচ্ছে তখন উনাদের কাছে ১ টা নাম্বার দেয়া তেমন কোন বিষয় না ওইটা পুরোটা উনাদের মর্জি তবে মূল বিষয় হল ১০০ তে ৪০ পেলে পাস(লিখিত+ ইনকোর্স) সহ এবং ২ টো তেই আলাদা আলাদা পাস করতে হবে ।
26 মন্তব্যসমূহ
সর্বনিন্ম কত পেলে পাশ দিতে পারবে?
উত্তরমুছুনলিখিত ৮০ মধ্যে ২৫,ও ইনকোর্স ১৫=৪০ পেলে কি পাশ হবে?
উত্তরমুছুন???
মুছুনSame question
মুছুননা,৮০এর মধ্যে মিনিমাম ৩২ পেতে হবে।
মুছুনVaia jode leketo 50 incourse a 5 tahola ke pass hoba?
মুছুনyes
উত্তরমুছুনEnglishapasskoto marks a?
উত্তরমুছুনক বিভাগে ১০মধ্যে কত তে পাস
উত্তরমুছুন
উত্তরমুছুনক বিভাগে ১০ এর মধ্যে কত তে পাস?
ক খ গ প্রতি বিভাগে আলাদা পাশ করা লাগবে না, টোটাল ৮০এর মধ্যে ৩২ এবং ইনকোর্সে ৮পেতে হবে।
মুছুনএকেক জনে এক এক কথা বলে। কিন্তু কোন্টা সত্য তা এখনো খুঁজে পাইনি। আমার যতটুকু মনে হয় ৩২+৮ পেলে পাশ বলে গণ্য করা হবে।
উত্তরমুছুনএল এল বি প্রথম বর্ষের পাশ মার্ক কত?
উত্তরমুছুনসর্বমোট ৪০ পেলে কী হবে??
উত্তরমুছুনআমাদের মাইক্রোবায়োলজি ৬০ তে পরীক্ষা হয়েছে। এখানে কত তে পাশ??
উত্তরমুছুনHlw
উত্তরমুছুনVai amr degree Political Science e 1st part f,2nd part c,and 3rd b, 4th c,5th b-, 6th part c+
উত্তরমুছুনTahole ki amr average degree pass certificate asbe na fail asbe?
Kindly ektu reply den plzzz
মুল কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে ৪০ পেলেই পাশ,
উত্তরমুছুনমুল নাম্বার যতই পান না কেন!
ইনকোর্স এ যত বেশি মার্ক পাবেন তত পাসের চান্স বেশি
যেমন:পরিক্ষায় পেলেন ২৫মার্ক ইনকোর্স ১৫ ২৫+১৫=৪০
পরিক্ষায় ভাল মার্ক না আসলেও ইনকোর্স আপনাকে বাচিয়ে দিল,
ইনকোর্স পরিক্ষা বাধ্যগত দিতেই হবে,
২ টা মিলিয়ে ৪০ পেলেই পাস।। আর নাম্বার সারের মর্জি
এভারেজ ১৪ মার্ক আসে ইনকোর্সে তাই, ২৬ আনতে চেস্টা করবেন কস্ট হলেও
গ বিভাগে আমি ৩ টা প্রশ্ন লিখতে পারছি।কিন্তু সঠিক উত্তর লিখেছি।পাস কি করতে পারবো??
উত্তরমুছুননা
মুছুনপারবেন ভাই
মুছুনআমার মনে একটা কনফিউজ আছে লিখিত পরীক্ষা 29 দিয়ে আসছে ইনকোর্স এর মাঠ বাদ দিয়ে এখন কি সে পাস করতে পারবে
উত্তরমুছুনসেম প্রশ্ন।
মুছুনকরোনার কারনে কি ২-৩ মার্ক কম পেলেও পাশ দিবে?
উত্তরমুছুনআশা করা যায়
উত্তরমুছুনযাহারা রিপার্ট এর স্টুডেন্ট তাদের ইনকোর্স মার্ক ২০ এর মধ্যে কত দিতে পারে কলেজের স্যাররা???
উত্তরমুছুন