Hot Posts

6/recent/ticker-posts

CSE এর সিলেবাস এবং কোর্স সংক্রান্ত বিস্তারিতঃ

Image result for cse syllabus logo
BSC in Computer Science and Engineering নিয়ে কিছু কথা ।
আমরা সকলেই জানি,২০১৭-১৮ সেশন থেকে CSE এর সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে।ক্রেডিট
 কমানো হয়েছে কিন্তু ল্যাব বাড়ানো হয়েছে এবং কোর্স কোড চেঞ্জ করা হয়েছে ।
এক নজরে দেখে নিন কোন সেমিস্টারে কতটি কোর্স আগে ছিলো-বর্তমানে আছে এবং ক্রেডিট সংখ্যা কত? 

১ম সেমিস্টারঃ
আগে ছিলো ৬ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট।
বর্তমানে ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৮ ক্রেডিট। 

২য় সেমিস্টারঃ
আগে ছিলো ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৮ ক্রেডিট।
বর্তমানে ৬ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট।

৩য় সেমিস্টারঃ
আগে ছিলো ৯ টি কোর্স (ল্যাব সহ)-২২.৫ ক্রেডিট।
বর্তমানে ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৮ ক্রেডিট। 

৪র্থ সেমিস্টারঃ
আগে ছিলো ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৮.৫ ক্রেডিট।
বর্তমানে ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট। 

৫ম সেমিস্টারঃ
আগে ছিলো ৬ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট।
বর্তমানে ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট। 

৬ষ্ঠ সেমিস্টারঃ
আগে ছিলো ৮ টি কোর্স (ল্যাব সহ)-১৯.৫ ক্রেডিট।
বর্তমানে ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট। 

৭ম সেমিস্টারঃ
আগে ছিলো ৭ টি কোর্স (ল্যাব সহ)-১৭.৫ ক্রেডিট।
বর্তমানে ৮ টি কোর্স (ল্যাব সহ)-১৮ ক্রেডিট। 

৮ম সেমিস্টারঃ
আগে ছিলো ৫ টি কোর্স (ল্যাব সহ)-১৬.৫ ক্রেডিট।
বর্তমানে ৬ টি কোর্স (ল্যাব সহ)-১৮ ক্রেডিট।

আগে ছিলো ১৪৫ ক্রেডিট এবং ৫৬ টি কোর্স।
বর্তমানে ১৩৮ ক্রেডিট এবং ৫৫ টি কোর্স ।

আগে ছিলো ১৫ টি ল্যাব ।
বর্তমানে ২০ টি ল্যাব।

নিন্মে আপনি বিস্তারিত সহ পাবেন।দেখুন---
আগের সিলেবাস ছিলোঃ



নতুন সিলেবাস ২০১৭-১৮ সেশন থেকে কার্যকর হয়েছে। 





জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনালের সকল নোটিশ এবং তথ্য পেতে চোখ রাখুন-
জাতীয় বিশ্ববিদ্যালয়ঃProfessional এই পেজে এবং গ্রুপে নজর রাখুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ