বাংলাদেশ জাতীয়
বিশ্ববিদ্যালয়
১৯৯২
সালে
প্রতিষ্ঠিত হওয়ার পর
থেকে
২
ধরনের
৪(চার)
বছর
মেয়াদী
অনার্স(সম্মান)
কোর্স
চালু
হয়
এগুলো
হলঃ
ক) জেনারেল
অনার্স
কোর্সঃ
যাকে অনেকেই বাংলা মিডিয়াম বলে থাকে । এটি ৪(চার বছর মেয়াদী) কোর্স । এখানে অনার্সের
মোট বিষয় আছে ৩৫ টি বিষয়
অন্তর্ভুক্ত আছে । বিষয় গুলো
নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত বর্ণনা করবো ।
খ) প্রফেশনাল
অনার্স
কোর্সঃ
যাকে ইংরেজি মিডিয়াম বলা হয় । এখানে
৪(চার) বছরে মোট ৮ টি সেমিস্টারের
কোর্স সম্পন্ন করতে হয় ।
এখানে
মোট ১২ টি প্রফেশনাল
কোর্স অন্তর্ভুক্ত আছে ।
এই
১২ টি প্রফেশনাল কোর্সের
মধ্যে ১ টি কোর্স
হল Professional
BBA(Bachelor Of Business Administration) কোর্স
। এই প্রফেশনাল বিবিএ
কোর্সে মোট ৪ টি বিষয়ে
আপনি অনার্স কোর্স করতে পারবেন(বিঃদ্রঃ আগে মেজর ছিল ৫ টি বাড়তি
কোর্সটি ছিল Management Information
System তবে এই কোর্সটি
অনেক প্রফেশনাল কলেজ/ইন্সটিটিউট তাদের পর্যাপ্ত সংখ্যক টিচার যোগান দিতে পারেনি যার কারণে অনেকেই ইচ্ছা থাকলেও এই বিষয়ে অনেক
শিক্ষার্থী মেজর নিতে পারেনি। যার ফলে এখন Management Information
System কোর্সটি বাদ দেয়া হয়েছে
।
বর্তমানে প্রফেশনাল বিবিএ তে মোট ৪
টি মেজর সাবজেক্ট আছে; সেগুলো হলঃ
- Finance & Banking
- Marketing
- Management Studies
- Accounting Information System
এছারাও আপনি
প্রফেশনাল
কোর্সে
আলাদা
করে
বিবিএ
করতে
চান
তাহলে
আরও
দুটি
সাবজেক্ট
আছে
সেগুলো
হলঃ
- BBA in Aviation Management
- BBA in Tourism & Hospitality Management.
আরও পড়ুনঃ Aviation Management কি এবং কেন আপনিBBA In Aviation Management এ পড়বেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ তে ৪(চার) বছরে ৮ সেমিস্টার । এই ৮ টি সেমিস্টারে মোট ৪০(চল্লিশ) টি কোর্স থাকে , যা প্রতি সেমিস্টারে মোট ৫ টি করে থাকে (অতিরিক্ত ১ টি ইন্টার্নশিপ + প্রজেক্ট পেপার = ৩ ক্রেডিট টোটাল ৪১ টি কোর্স =১২৩ ক্রেডিট )।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের Professional (BBA) কোর্সসমূহঃ
৭ম
সেমিস্টারে মেজর সাবজেক্ট নেয়ার পর মেজর সাবজেক্ট
অনুযায়ী ৫ টি কোর্স
থাকে ৭ম
সেমিস্টারে আপনি চাইলে যেকোনো মেজর সাবজেক্ট চয়েস করে নিতে পারেন আপনার পছন্দনুযায়ী ।
৮ম
সেমিস্টারে ৬ টি কোর্সের
মধ্যে ৫(পাঁচ) টি
কোর্সে পরীক্ষা দিতে হয় আর বাকি
১ টি হল (Internship+project paper + VIVA) । ৮ম সেমিস্টারে
সবারই বাধ্যতামূলক যেকোনো প্রতিষ্ঠানে(সরকারি/বেসরকারি) ৩ মাসের ইন্টার্নশিপ
করতে হয় ।
ইন্টার্নশিপ
শেষ করে ঐ প্রতিষ্ঠান থেকে
সার্টিফিকেট পাওয়ার পর ইন্টার্নশিপের
উপর ১ টি প্রজেক্ট
পেপার/রিপোর্ট তৈরি করতে হয় এবং এরপর
ভাইভা তে অংশগ্রহণ করতে
হয় ।
প্রতিটি
কোর্সের মার্ক ১০০ করে ( কলেজ ইনকোর্স নাম্বার ৩০ + ৭০ মার্ক লিখিত
পরীক্ষা)= ১০০ । প্রতিটি কোর্সে
লিখিত পরীক্ষায় ৭০ এ ২৩
মার্ক পেলে পাশ ।
প্রতিটি কোর্সের ক্রেডিট মার্ক হল ৩ করে তবে ৮ম সেমিস্টারে = ১০০ মার্ক project paper(৫০) + VIVA(৫০)= ১০০ মার্ক ।
প্রফেশনাল বিবিএ কোর্সের রয়েছে আলাদা সিলেবাস । এই কোর্স
টি পুরোটাই ইংরেজি মাধ্যম ।
প্রফেশনাল
বিবিএ কোর্সের সুবিধা গুলো হলঃ
- সারা বিশ্বের সমস্ত যেসব দেশে বিবিএ করা হয় প্রফেশনাল বিবিএ কোর্স গুলো ও সেই কারিকুলামে পরানো হয় ।
- ৮ম সেমিস্টার শেষ করার পর ৩ মাসের ইন্টার্নশিপ করে আপনি জব সেক্টর সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন ।
- আপনি এই কোর্সটি করে বাংলাদেশের সমস্ত চাকুরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যেমনঃ বিসিএস , ব্যাংক জব , সরকারি বেসরকারি সব ধরনের চাকুরী ।
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ এর সার্টিফিকেট এর ভেলু বেশী কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় হল ১ টি পাবলিক বিশ্ববিদ্যালয় । এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স এর চেয়েও এর ভেলু বেশী কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্সের বিবিএ কোর্স টিকে ২০১২-১৩ শিক্ষা বর্ষে বিবিএ নামকরন করা হয় কিন্তু এই কোর্সের বাংলা মিডিয়াম এর কারিকুলাম অনুসারে পড়ানো হয় ।
- এই কোর্সটি পুরোটাই ইংরেজি মাধ্যম হওয়াতে অনার্স কমপ্লিট এর পর আপনি প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলোতে এগিয়ে থাকেবন কারণ ব্যাংক জব , GMAT,GREE,ILETS ,IBA,MBA ইত্যাদি পরীক্ষা গুলো সব ইংরেজিতে হয়ে থাকে ।
- প্রফেশনাল কোর্সের বেশিরভাগ ছাত্রছাত্রী সাধারণত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ইন্টার্নশিপ করে থাকে যার ফলে অন্যান্য জেনারেল অনার্সের শিক্ষার্থীদের থেকে তারা বেশী এগিয়ে থাকে যার কারণ তারা ব্যাংকে কি কি কাজ করা হয় সে সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে ।
- প্রফেশনাল বিবিএ এর বই গুলো সব ইংলিশ রাইটার দের , যে বই গুলো সারা বিশ্বে বিবিএ এর পাঠ্যবই হিসেবে পড়ান হয় । যেমনঃ Marketing এর Philip Kotlar এর বই , Accounting এ Kieso , Finance এর Brigham এর বই ইত্যাদি ।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ বর্ষের আগে জেনারেল অনার্সের সব কোর্সেই সেশন জট ছিল শুধুমাত্র প্রফেশনাল বিবিএ তে কোন সেশন জট আগেও যেমন ছিল না এখনো নেই ।
- যেকোনো বিভাগের শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে পারবে ।
- প্রফেশনাল বিবিএ করার পর প্রফেশনাল MBA , IBA,MBM ,CA,ACCA ইত্যাদি কোর্সে ভর্তি হতে পারবেন । তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এর জেনারেল কোর্সে মাস্টার্স না করাই ভাল কারণ ইংরেজি মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে গিয়ে মাস্টার্স করা এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই নয় ।
- জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের কয়েকটি নামকরা কলেজ ছাড়া আপনি বিবিএ তে Finance এবং Marketing এই সাবজেক্টি পাবেন না । তাই জেনারেল অনার্সের বেশির ভাগ স্টুডেন্ট হল Accounting এবং Management এর । কিন্তু প্রফেশনাল বিবিএ তে হল তার পুরোটাই উল্টো চিত্র এখানে বেশিরভাগ স্টুডেন্ট ই Finance এবং Marketing এর ছাত্র । বর্তমানে এই দুটো বিবিএ এর টপ লেভেলের সাবজেক্টর স্টুডেন্ট কম হওয়ায় এর চাহিদা অনেক বেশী ।
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বেশিরভাগ প্রফেশনাল কলেজে ক্লাস নিয়ে থাকেন ।
- সবশেষে এই কথা টাই বলতে চাই যে Professional Means পেশাদার । সো এই কোর্স করে আপনি সত্যিকার অর্থেই একজন পেশাদারি স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন । বর্তমান যুগে ইংরেজি কে সবচেয়ে বেশী গুরুত্বআরোপ করা হয় তাই জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের সম্পূর্ণ ইংরেজি মাদ্ধমের বিবিএ কোর্স আপনাকে জব মার্কেটে এগিয়ে রাখবে । প্রতিযোগিতা মূলক ইংরেজি পরীক্ষা গুলোতে আপনি সহজেই অংশগ্রহণ করতে পারবেন কোনো ধরনের ভীতি ছাড়াই ।
সারাবাংলাদেশে
বর্তমানে মোট ৮৫ টি কলেজে
প্রফেশনাল বিবিএ কোর্স করানো হয় সেগুলো নাম
ঠিকানা এবং সিটসহ নিচে দেয়া হলঃ
- Institute of Science Trade and Technology,Mirpur-14,Dhaka-200
- Abu Jar Gifari College,Dhaka-50
- Adamjee Cantonment College,Dhaka-125.
- Ahsanullah Institute of Information and Communication Technology,Dhaka-60
- Alhaj Mokbul Hossain Degree College,Dhaka-90
- Asian Institute of Business and Technology,Dhaka-85
- Bangladesh Institute of Science and Technology,Dhaka-120
- Bhuiyan Academy,Dhaka -50
- Business Education and Management College,Dhaka-50
- Crown Institute of Business and Technology,Dhaka-90
- Dhaka Professionals College,Dhaka-50
- Daffodil Institute of Information Technology,Dhaka-230
- Dania College,Dhaka-105
- Dcci Business Institute,Dhaka-55
- Dhaka Business Institute,Dhaka-65
- Dhaka Commerce College,Dhaka-250
- Dhaka City College,Dhaka-400
- Dhaka Institute of Fashion and Technology,Dhaka-50
- Eminence College,Dhaka-70
- Dhaka State College,Dhaka-50
- Habibullah Bahar College,Dhaka-80
- Ideal Institute of Business and Science,Dhaka-70
- Ideal College,Dhaka-50
- Institute of Business and Technology,Dhaka-50
- Institute of Science and Technology,Dhaka-145
- Institute of Progressive Meritocracy,Dhaka-55
- Khilgaon Model College,Dhaka-60
- Lalmatia Mohila College,Dhaka-60
- International Education College,Dhaka-65
- Mirpur College,Dhaka-100
- Mohammadpur Kendriya College,Dhaka-200
- New Model Degree College,Dhaka-80
- Northern College Bangladesh,Dhaka-145
- Siddheswari College,Dhaka- 130
- Safs Business Institute,Dhaka-100
- Tejgaon Mohila College,Dhaka-50
- Tejgaon College,Dhaka-200
- SK Borhanuddin College,Dhaka-200
- Uttara Institute of Business and Technology,Dhaka-75
- Uttara Town College,Dhaka-145
- Bgift Institute of Science and Technology,Gazipur-100
- Model Institute of Science and Technology,Gazipur-150
- Lalmia City College,Gopalganj-50
- N.Haque College of Business and Technology,Gopalganj-50
- Institute of Business Administration,Jamalpur-50
- Institute of Business and Information Technology,Kishoreganj-70
- Wali Newaz Khan College,Kishoreganj-115
- British Bangla Institute of Management and Technology,Mymensingh-50
- City Institution,Mymensingh-50
- College of Business,Science and Technology,Mymensingh-130
- State Institute of Business Administration and Computer Science,Mymensingh-50
- Bangladesh Institute of Business and Technology,Narayanganj-50
- College of Technology,Narayanganj-85
- National College of Education,Narsingdi-80
- Netrovision Institute,Netrokona-50
- Global Institute of Information Technology,Tangail-110
- Haji Abul Hossain Institute of Technology,Tangail-140
- Chittagong Cantonment Public College,Chittagong-90
- Daffodil Institute of Information Technology,Chittagong-70
- GAM Chartered College,Chittagong-100
- Institute of Business Studies,Chittagong-130
- Institute of Global Management and Information System,Chittagong-80
- Islamia College,Chittagong-75
- Neaural Institute of Science and Technology,Chittagong-85
- Chinair Bangabandhu Sheikh Mujib College,Brammonbaria-50
- Hajiganj Ideal College of Education,Chandpur-60
- Barisal Information Technology College,Barisal-85
- Barisal Institute of Information Technology,Barisal-75
- Jessore Cantonment College,Jessore-100
- Southern Institute of Business and Information Technology,Jessore-50
- Institute of Library Arts,Commerce and Science,Khulna-60
- Khan Jahan Ali College of Science and Technology,Khulna-80
- College of Business Administration and Technology,Kushtia- 65
- Kushtia Hazi Abul Hossain Institute of Technology,Kushtia-60
- Sundarban Science and Business College,Satkhira-75
- North Institute of Business and Technology,Bogra-50
- Pabna College(Day/Night),Pabna-75
- Institute of Business Administration,Rajshahi-60
- Oriental Institute of Business Administration,Rajshahi-50
- Paragon Institute of Business and Arts,Rajshahi-85
- Jannat Ara Henry Science and Technology College,Sirajganj-50
- KBM College,Dinajpur-105
- Uttar Bangla College,Kakina,Lalmonirhat-50
- Delta Computer Science College,Rangpur-85
- North Bengal Institute of Development Studies,Rangpur-50
1 মন্তব্যসমূহ
আমার বিবিএ প্রফেশনাল ২য় সেমিষ্টারে এক বিষয়ে ফেইল। ১৩/১৪ সেশন আমি কি করতে পারি??? প্লীজ একটু জানাবেন
উত্তরমুছুন