Hot Posts

6/recent/ticker-posts

যে সকল কলেজে প্রফেশনাল MBA আছে ।



যে সকল কলেজে  প্রফেশনাল এমবিএ তে ভর্তি করায়



সারা বাংলাদেশে মাত্র ২০ টি কলেজে প্রফেশনাল MBA কোর্স করানো হয়, সেগুলো হলো: 

১। ঢাকা সিটি কলেজ, রােড-২, ধানমন্ডি, ঢাকা । -১৫০ সিট, 🚩(খরচ -১ লাখ ২০ হাজার টাকা +/-)

২। তেজগাঁও কলেজ, ঢাকা । -৬০ সিট

🚩(খরচ-৭৫,০০০ টাকা)

৩। Institute of Science & Technology , ধানমন্ডি, ঢাকা। -৫০ সিট

🚩(খরচ ৬৬,০০০ টাকা)

৪। Institute of Science, Trade and Technology (ISTT) ,মিরপুর-১৩, ঢাকা। সিট -১৪০ সিট

🚩(টোটাল খরচ ৪৮,০০০ টাকা।)

৫। Daffodil Institute of IT, কলাবাগান, ঢাকা। -১১০ সিট

🚩(খরচ ৮১,৫০০ +/-, ইন্টার্নশীপ ৮,০০০ +/- টাকা)

৬। বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী,নারায়ণগঞ্জ।- ৫০ সিট

🚩(খরচ -৫১,৫০০ টাকা)

৭। মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।-৬০ সিট

৮। ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর।-৫০ সিট

🚩(খরচ-৭৫,০০০ টাকা)

৯। ইসলামিয়া ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।-৫০ সিট

🚩(খরচ -৪০,০০০ টাকা +/-)

১০। Institute of Global Management and Information System (IGMIS), চট্টগ্রাম।-৫০ সিট

🚩(টোটাল খরচ- ৫৮,৬০০ টাকা)

১১। সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজ ,সাতক্ষীরা।-৫০ সিট

খরচ - ৬০,০০০ টাকা

১২। ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশােরগঞ্জ।- ৫০ সিট।

১৩ | ঢাকা কমার্স কলেজ,ঢাকা। -৫০ সিট।

🚩(খরচ-৯০,০০০+ টাকা)

১৪। মডেল ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি, গাজিপুর। - ৬০ সিট।

🚩 (খরচ - ৮০,০০০ টাকা)

১৫। আলহাজ্ব মকবুল হাসান বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা ।

সিট - ৫০ টি ।

🚩 (খরচ - ৪০,০০০ টাকা)

১৬। নিউ মডেল ডিগ্রি কলেজ , ঢাকা ।

সিট -৫০ , খরচ- ৬০,০০০ টাকা ।

১৭। ঢাকা প্রফেশনাল কলেজ ,ঢাকা ।

সিট - ৫০, খরচ- ৪৭,০০০ টাকা ।

১৮ । ঢাকা কমার্স কলেজ , ঢাকা ।

সিট -৫০ , খরচ - ৭৫,০০০+

১৯। ওয়ালি নেওয়াজ খান কলেজ , কিশোরগঞ্জ

সিট - ৫০ ।

২০। Bangladesh Institute of Business & Technology - (BIBT) । সিট -৫০ । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ