Hot Posts

6/recent/ticker-posts

NU এর Professional অনার্সে কোন বিষয়ে ভর্তি হলে আপনার Job নিয়ে অনিশ্চয়তা থাকবেনা!!!!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্সে কোন বিষয়ে ভর্তি হলে আপনার অনার্সের পর জব নিয়ে অনিশ্চয়তা থাকবেনা সে বিষয় গুলো হলঃ
১) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(AMT/KMT/FDT)
২) BBA In Tourism and Hospitality Management
৩) BBA In aviation management
৪) B.Sc Aeronautical Engineering
এখন অনেকেই বলবেন ভাই আপনি প্রফেশনাল বিবিএ এবং CSE ,EEE  ইত্যাদি বিষয় গুলো বাদ দিয়েছেন । আসলে ভাই আমি বাদ দেয় নাই এই কোর্স গুলো সব বিশ্ববিদ্যালয়েই এভেইলেবল এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ও সেমিস্টার ভিত্তিক কোর্স গুলো করানো হয়
 অর্থাৎ এগুলো গ্লোবাল ডিগ্রি । এইসব সাবজেক্টের ডিমান্ড আছে বাট জব মার্কেটে আপনাকে এই বিষয় গুলোর উপর শুধু অনার্স পাস সার্টিফিকেট দিয়ে চাকুরি পাবেন না আপনাকে নিজের যোগ্যতায় চাকুরি পেতে হবে । সেজন্য দেখবেন আপনারা প্রফেশনাল বিবিএ তে পড়েও আপনাদের ব্যাচের সবাই ব্যাংকে একই সাথে চাকুরি পাচ্ছেনা কারো যোগ্যতা অনুসারে আগে এবং কারো যোগ্যতা অনুসারে পড়ে চাকুরী হচ্ছে অথবা বেকার পড়ে আছে ।
এখন আসি মূল কথায়
১) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংঃ
অনেকেই মনে করেন টেক্সটাইল এর সাথে ইঞ্জিনিয়ারিং আছে তাই এটা শুধু সাইন্সের স্টুডেন্ট রা আবেদন করতে পারবে , এই ধারনাটা পুরোটাই ভূল । বিশ্বাস করুন আর নাই করুন NU তে Textile এ পড়তে হলে কমার্সের স্টুডেন্টদের সিট ৫০% বরাদ্দ থাকে আর বাকি ২৫% আর্টস এর এবং বাকি ২৫% সাইন্সের স্টুডেন্টদের জন্য। বর্তমানে বাংলাদেশের টপ জব হল টেক্সটাইল । এখন কথা হল কেন সেরা এর কারন হচ্ছে এই কোর্সটি করার পর আপনার জব  হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশীর ভাগ স্টুডেন্ট কেউই বেকার থাকেনা তবে যারা ডিপ্লোমা করছে তাদের বিষয় টা ভিন্ন ও হতে পারে কারন এটা উচ্চ মাধ্যমিক সমমান । এখন কথা হল কেন তারা দ্রুত জব পায় সাধারনত NU তে যেসব কলেজ অফার করে থাকে তাদের সাথে EPZ/Garments Sector এর সম্পর্ক থাকে অথবা কলেজের বোর্ড অব ডিরেক্টর অনেক সময় গার্মেন্টস / টেক্সটাইল মালিক হয়ে থাকেন এছারা যেসব শিক্ষক আছেন তারাও দেখা যায় টেক্সটাইল সেক্টরে ভাল পজিশনে চাকুরী করছেন । তবে এক্ষেত্রে মূল বিষয় হল আপনি শুধু সাবজেক্ট টি পরলেই হবেনা আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে ভাল কলেজ কোন গুলো মানে হচ্ছে ভাল কলেজ গুলো আপনাকে ক্লাসের পড়ার অংশ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল টুরে নিয়ে যাবে এছাড়া আপনার ইন্টার্নশিপ ও সাধারণত কলেজের নিজস্ব গার্মেন্টস/এপারেল ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে যার ফলে জব হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশী এরকম একটা উদাহরণ দেয়া যেতে পারে সেটা হল চট্টগ্রামের Chattogram BGMEA Institute of Fashion & Technology নাম শুনেই বুঝতে পারছেন এটা বাংলাদেশের গার্মেন্টস মালিকদের সংগঠন এর সাথে সম্পর্ক বিদ্যমান(বাকিটা আপনারা বুঝে নেন) । এটা খুলশি BGMEA ভবনে অবস্থিত । সো ভাই যেনতেন কলেজে পড়লেই হবেনা ।
এছাড়া টেক্সটাইলে ৩ টা ভিন্ন বিষয়ে অনার্স করতে পারবেন সেগুলো হলঃ
B.Sc. Honors in Fashion Design & Technology (FDT),
B.Sc. Honors in Apparel Manufacture & Technology (AMT)
B.Sc. Honors in Knitwear Manufacture & Technology (KMT)
তবে সব কলেজে আপনি সবগুলো বিষয় নাও পেতে পারেন । প্রত্যেক টি বিষয়ের জন্য সাধারণত ৫০ টি করে সিট বরাদ্দ থাকে । এছাড়া চার বছরে অনার্স করতে খরচ পড়বে চার লক্ষ্য টাকার মত ।
বাংলাদেশে সবচেয়ে বেশী বৈদেশিক মুদ্রা আয় হয় এপারেল/ গার্মেন্টস / টেক্সটাইল সেক্টর থেকে । অন্য সাবজেক্ট থেকে অনার্স করে গার্মেন্টসে জব নিলে একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করতে হবে কিন্তু যারা টেক্সটাইলের স্টুডেন্ট তারা অফিসার লেভেল থেকে জব শুরু করতে পারে । বাংলাদেশে ৪০ লক্ষ্য গার্মেন্টস কর্মীকে সামলাতে হাজার হাজার এরকম স্টুডেন্ট দরকার অথচ এই সেক্টরের স্টুডেন্ট খুবই কম এবং পাবলিক ইউনিভার্সিটি যারা বের হন তারা দেখা যায় কিছুদিন দেশে জব করে বাইরের দেশে চলে যায় অথবা ভার্সিটির শিক্ষক হয় আর বাকি গুলো ভালো পজিশনে জব করে ।
২) BBA Honours In Tourism & Hospitality Management:
একটা বিষয় খেয়াল করেছেন এটাও কিন্তু প্রফেশনাল বিবিএ এর মত প্রফেশনাল অনার্স কোর্স কিন্তু প্রফেশনাল বিবিএ তে Finance, Accounting , Marketing, Management এর সাবজেক্টের সাথে যুক্ত না কারন এটিও পুরোপুরি স্পেশালাইজড প্রফেশনাল কোর্স যেখানে থিউরির চাইতে প্রেক্টিকযাল কাজ কে বেশী গুরুত্ব দেয় । যার কারনে যেসব কলেজ এই কোর্সটি অফার করে তাদের নিজস্ব ট্যুরিজম বযাবসা রয়েছে অথবা ৩-৫ তারকা হোটেল রয়েছে । তাদের স্টুডেন্ট রা চার বছরের অনার্সের পুরোটাই সেই হোটেল প্রেক্টিকেলি কাজ করে থাকে এবং ভাতা পায় আর জব তো মাস্ট । নতুন করে কিছুই বলার নাই । তবে এখানেও আরেক্টি মূল কথা হল যেনতেন কলেজে এই কোর্স পড়ে লাভ নাই কারন তারা এটা এন্সিউর করতে পারবেনা । উদাহরণ স্বরুপ বলা যায় Update College এই কলেজে যারা পড়েন তাদেরকে নিজস্ব  বিলাসবহুল হোটেল দি ওয়েস্টিন ঢাকা তে চার বছর পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয় এবং কাজ করতে দেয়া হয় সাথে ভাতা সহ এই হোটেল এবং কলেজ হল বেক্সিমকো কোম্পানির ট্যুরিজম বযবসার অংশ এবং মালিক হলেন সালমান এফ রাহমান । এই কোম্পানির বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন কোম্পানি যাদের ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জেও শেয়ার আছে বিশ্বের একশ টির ও অধিক দেশে এই কোম্পানি গত দশ বছর ধরে বেবসা পরিচালনা করছে । সো ভাই এবং আপুরা যেমন তেমন কলেজে পড়লেই হবেনা । এই সব ভালো কলেজ থেকে পড়ে অনেকেই বিদেশের ৫ তারকা হোটেলে জব করছে ।NU তে যখন THM কোর্স টা শুরু করল তখন ফেসবুকে ১ম যখন এই কলেজ নিয়ে লিখি অনেকেই নাম শুনে হাসাহাসি করেছিল । তবে সত্যি কথা বলতে কি এটা নামে নয় সত্তিকার অর্থেই আপডেট । এছাড়া কক্সবাজারেও এমন একটি কলেজ আছে জাদের নিজস্ব তুরিজম বেবসা রয়েছে ।
৩)BBA In aviation management  &
৪) B.Sc In Aeronautical Engineering
উপরের ২ টা বিষয় নিয়ে নতুন কিছু বলার নাই কারন আমি নিজেই এই কোর্স ২ টা নিয়ে অনেক কিছু লিখেছি । বিস্তারিত জানতে আমাদের ব্লগে ঘুরে আস্তে পারেন লিংকঃ
☑  https://nu-professional.blogspot.com/2018/01/aviation-management-bba-in-aviation.html
☑ https://nu-professional.blogspot.com/2018/01/bba-aviation-managementb.html
এই দুটো বিষয় আগে ২ টো NU এর ২ টো এভিয়েশন কলেজে করানো হত কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশে মাত্র ১ টি মাত্র এভিয়েশন কলেজে করানো হয় সেটা হল College of Aviation Technology (CATECH) । এটার বিশেষত্ব আমি এখানে আলোচনা করবো না বাকিটা আপনি লিংকে গিয়ে ঘুরে আসুন ।

এছাড়া এসব কোর্স কোন কোন কলেজে করা যায় কোর্স সম্পরকে বিস্তারিত জানতে আমাদের ব্লগ সাইট https://nu-professional.blogspot.com/ এ ঘুরে আসুন । ধন্যবাদ ।
বিঃদ্রঃ এখানে আরও অনেক প্রফেশনাল কোর্স নিয়ে লিখতে পারতাম কিন্তু উপরোক্ত সাবজেক্ট গুলো সত্তিকার অর্থেই ব্লা ব্লা ব্লা ...বাকিটা আপনারা বুঝে নেন ।

Omar Faruq Shamim​

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ