Hot Posts

6/recent/ticker-posts

বাংলাদেশের জব সেক্টর বনাম উচ্চ শিক্ষিত বেকার এবং ইগো !!!!!

আমাদের দেশের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা বেকার শুধুমাত্র তাদের ইগোর কারনে কারন তারা কাজকে ছোট চোখে দেখে । স্টারটিং সেলারি ১২,০০০ টাকা মাথা খারাপ এগুলো তো আমি ফ্রি দিলেও করব না, আমিতো টিউশন করে মাসে ৩০,০০০ টাকা আয় করি !!!!!!!! এমন টাইপের অহংকারী কথা বার্তা (ভাইরে টিউশনে লাখ টাকা আয় করলেও মাস শেষে পকেট খালি থাকে বাট আপনি ১০ হাজার টাকার জব করলে দেখবেন মাস শেষে আরও ১-২ হাজার টাকা কিভাবে যেন সেভ হয়ে যাচ্ছে , টিউশনি আর জব সেম না)।
অথচ তার যেই বন্ধুটা ভালো রেজাল্ট করতে না পারার কারনে ডিগ্রি তে পড়ছে সে গার্মেন্টসের মারচেন্ডাইজিং এ স্টারটিং সেলারি ১০,০০০ টাকা দিয়ে শুরু করে ডিগ্রির পাশাপাশি জব ৪-৫ বছরে ৭০,০০০-২ লাখ টাকা আয় করছে ।
আপনি বিবিএ এমবিএ হইছেন তো কি হইছে , আপনি নিজেকে বড় ভাব্লে কি হবে আপনাকে তো বাংলাদেশের জব সেক্টরের প্রধান রা ২ পয়সা গুরুত্ব দেয় না কারন তারা আপনার কাছ থেকে পারফর্মেন্স আশা করে ইগো কে না । তাহলে আপনি এভাবেই ২৬-২৭ বছর বয়সে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে সরকারি চাকুরি আর ব্যাংকে এসির রুমে বসে মেনেজারের চাকুরির স্বপ্ন দেখতে থাকুন আর ৩-৪ বছর পর বেকার থাকার পর যখন বয়স ৩০ পার হবে সেই সার্টিফিকেট গুলো তিনবেলা ধুয়ে পানি খাইয়েন ।
BGMEA তে যখন QUALITY Management and SIX Signa এর উপর কোর্স করছিলাম তখন তখন Fishbone Diagram এর উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যেটা কিনা সল্ভ করতে হয়েছিল এক্সেলে এবং প্রেজেন্টেশন ছিল Powerpoint এ । প্রেজেন্টেশন সবার থেকে ভালো হওয়ার সুবাধে এপিক গ্রুপের সাবেক GM এর সাথে আমার সুসম্পর্ক হওয়ার সুবাধে আমাকে একদিন বল্ললেন শামীম জানো আজ থেকে ৯ বছর আগে আমি যখন চাকুরী তে প্রবেশ করেছিলাম তখন আমার বেতন ছিল ৯,০০০ টাকা অথচ আমি ছিলাম বুয়েটের ফার্স্ট ক্লাস রেজাল্ট পাওয়া স্টুডেন্ট । স্যার বলেন, উনাকে ভাইভা বোর্ডে MD বলেছিলেন আপনি কি জানেন আপনি যাদের সাথে কাজ করবেন তারা সবাই ক্লাস ৫ পাশ অথচ আপনার থেকে অনেক বেশী অভিজ্ঞ এবং বেতন ও বেশী , আপনার কি খারাপ লাগবে না অথবা ইগোতে বাধবে না । তখন স্যার বলেছিলেন স্যার আমি কখনোই কোন কাজকেই ছোট মনে করিনা । সেই স্যার এখন ৬ ডিজিটের বেতন পান প্রতি মাসে বরতমানে আমেরিকান বায়িং হাউজ কোম্পানিতে কর্মরত ।
ঢাকার আশুলিয়ার ১ টি নামকরা বিদেশী গার্মেন্টস এর ডিরেক্টর ফেসবুক সেলিব্রেতি ফখরুল ভাই(বর্তমানে উনি একজন উদ্যোক্তা) অনেকে তাকে লালসালু নামে চিনে অনলাইনে(লালসালু নামে একটি ব্র্যান্ড তইরি করেছেন) তিনি যখন চাকুরিতে প্রবেশ করেন তখন তার বেতন ছিল ৭,০০০ টাকা উনি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র । উনি একসময় ভালো পারফর্মেন্স এর জন্য প্রমোশন পেয়ে একটানা সাত বছর সেই প্রতিষ্ঠানের MD ছিলেন তার বেতন ও ছিল ৬ ডিজিটের ।
এই কথা গুলো কেন বলছি জানেন জাদের উদাহরণ দিয়েছি উনারা আমার খুব কাছের , কাছ থেকে দেখেছি তারা কতটা ভালবাসেন কাজকে ।
আপনি হয়ত বিসিএস অথবা সরকারি ব্যাংকে চাকুরীর প্রস্তুতি নিতে নিতে আর জুতার তলা ক্ষয় করতে করতে ২-৩ বছর বেকার পড়ে আছেন । আর আপনার অন্য বন্ধুটির সেকেন্ড ক্লাস/ থার্ড ক্লাশ রেজাল্ট হওয়ার কারনে ভালো চাকুরীর আশা ছেড়ে দিয়ে গার্মেন্টসে ১০,০০০ টাকা বেতনে চাকুরী শুরু করে এই ২-৩ বছরে দিন রাত খেটে ১ থেকে দেড় লাখ টাকার সেলারি পাচ্ছে পাশাপাশি তার চাকুরীর অভিজ্ঞতা ৩ বছরের। এখন সে এই ৩ বছরের অভিজ্ঞতা দিয়ে বিদেশী কোম্পানি গুলোতে ২-৩ লাখ টাকার সেলারিতে চাকুরীর সিভি ড্রপ করেছে ।
আপনি ব্যাংকের ক্যাশ অফিসার/MTO পদে চাকুরী নিয়েছেন খুব বাহবা কুরাচ্ছেন স্টার্টইং সেলারি ২২-২৫,০০০ টাকা অথচ আপনার সিনিয়র অফিসার হতে প্রমোশন পেতে ৫ বছর অপেক্ষা করতে হবে এই পাঁচ বছরে বেতন হবে মাত্র ৪৫,০০০- ৫৫,০০০ টাকা ।ততদিনে বিয়ে করে সন্তান হবে আপনার তখন ৫০,০০০ টাকা সেলারি দিয়ে ফ্যামিলির খরচ কুলাবে না (আর সিনিয়র অফিসারের বেতন ৭০,০০০-১,০০,০০০ টাকা তাও ৫-৭ বছর চাকুরী করে। আর ম্যানেজার হতে অন্তত ন্যূনতম ১৮ বছরের চাকুরীর অভিজ্ঞতা লাগবে বেতন ৩-৪ লাখ টাকা পাবেন সর্বসাকুল্লে তবে মার্কেটিং ডিপার্টমেন্ট এর বেশীরভাগ ছাত্রছাত্রীদের ম্যানেজার করা হয়(কেন মার্কেটিং এর স্টুডেন্ট দের ম্যানেজার পদে অগ্রাধিকার দেয়া হয় সেতা অন্য আরেকদিন সময় পেলে বলব) ।এছাড়া বেংকের চাকুরীতে সিজিপিএ ৩.০০ না থাকলে চাকুরী তো দূরের কথা আবেদন ও করতে পারবেন না আবার ট্রাস্ট ব্যাংক এবং এক্সিম ব্যাংকে সিজিপিএ ৩.৫০ লাগে আবেদন করতে ।
আর অন্যদিকে আপনার বন্ধুটি গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিতে Quality সেকশনে ১০,০০০ টাকা সেলারি দিয়ে জব শুরু করে ৩ বছরে কোয়ালিটি মেনেজার হয়ে বেতন পাবে ২ লাখ টাকা ।
কোয়ালিটি ডিপার্টমেন্ট এ একজন অনার্স/ মাস্টার্স (BBA/MBA/B.SC/M.SC/BBS/BA/MA) পড়ুয়া ছেলেমেয়ের ম্যানেজার হতে সময় লাগে ৩ বছর আর যারা কম পড়ালেখা করে তাদের লাগে ৬ বছর । তারপরেও তো বেতন অনেক টাকা তার পাশাপাশি প্রতিষ্ঠান আপনাকে গাড়ি ও অন্যান্য সুবিধা বাড়িয়ে দিবে । আমাদের একজন স্যার উনি ৩ বছরে ম্যানেজার হয়ে বেনিফিট বাদ দিয়ে একবছরে ২৪ লাখ টাকা উপার্জন করেছেন (মাসিক ২ লাখ টাকা সেলারি) তারপর সেই তিন বছরের চাকুরী অভিজ্ঞতা কাজে লাগিয়ে কানাডা তে প্রফেশনাল ভিসা তে এপ্লাই করে সেই সেলারির টাকায় কানাডা চলে গেছেন এখন সেখানের নাগরিক এবং বাংলাদেশে যেই সেক্টরে জব করতেন ঠিক অই সেক্টরেই সেদেশে জব করছেন(কারন এটা প্রফেশনাল ভিসার আবেদনের শর্ত) । ঠিক একই ভাবে আরেক বড় ভাই এই টাকা দিয়ে ইংল্যান্ড থেকে ২ বছরের উচ্চ শিক্ষা নিয়ে পাশাপাশি চাকুরীর ৩-৪ বছরের অভিজ্ঞতা সহ কম্বোডিয়া তে সরাসরি ইউরোপ এর একটি কোম্পানি তে সরাসরি GM হিসেবে যোগদান করেন যার মাসিক বেতন ১৪ লাখ টাকা বেনিফিট বাদ দিয়ে ।
এগুলো তো জাস্ট অল্প কিছু উদাহরণ । বাংলাদেশের জব সেক্তর সম্পরকে আপনি কি জানেন ? আজকে জানেন না বলেই তো নিজের অহংকারে নিজে পুড়ে মরছেন ।
আপনি সরকারি চাকুরী করে পেনশনের সর্ব উচ্চ ৩৫-৬০ লাখ টাকা পাবেন । আর ১ম শ্রেণীর চাকুরিতে সচিব হয়ে পেনশনে গেলে পাবেন প্রায় ২ কোটি টাকা । কিন্তু কথা হল বাংলাদেশে সরকারি চাকুরীর পদ আছে মাত্র ৩.৫% বাকি ৯৬.৫% হল বেসরকারি চাকুরী কয়জন সচিব হচ্ছে ???, বিসিএস পরীক্ষায় ৫ লাখ আবেদন করে ১,৫০০-১,৯০০ জন টিকে তারপর তারা ২৭-৩০ বছর চাকুরী করে যদি ভাগ্য ভালো হলে তখন সচিব হয় তাও খুব কম সংখ্যায় । (স্টার্টইং সেলারি ২২,০০০ টাকা)
আর অন্যদিকে বেসরকারি চাকুরীতে অনার্স/মাস্টার্স কমপ্লিট করা শিক্ষার্থী গার্মেন্টস/ইন্ডাস্ট্রিতে চাকুরী করে ৩-৬ বছরে(এটা জব ডিপার্টমেন্ট এর উপর ডিপেন্ড করে বছর কম বেশী হয়) ম্যানেজার হয়ে বেতন পাবে ৬ ডিজিটের তারপর টানা ১০-১৫ বছর চাকুরী করে একজন সরকারি চাকুরী জিবির থেকেও অনেক গুন বেশী বেতন পাবে সেই ১০ -১৫ বছরে আপনার সম্পদের পরিমান অনেক বেরে যাবে তারপর চাকুরী ছেড়ে দিয়ে কোটি টাকার বযাবসায় বিনিয়োগ করে হবে উদ্যোক্তা । ধরুন ১০ বছর আপনি ন্যূনতম বেতন ম্যানেজার অথবা এক্সিকিউটিভ পদে ১ লাখ করে পাচ্ছেন তাহলে ১০ বছর পর আপনার টোটাল বেতন হচ্ছে ১০বছর x১২ মাসx ১ লাখ = ১ কোটি ২০ লাখ টাকা অন্যান্য বেনিফিট/ইনসেন্টিভ এবং ১০ বছর চাকুরীর ফলে যে পেনশন ফান্ড আছে তা বাদ দিয়ে ।
এই দশ বছরে আপনি এক্সপোর্ট ইমপোর্ট কিভাবে করে বযাবসা কিভাবে শুরু করবেন সেই আইডিয়া জানেন , সাধারনত বেসরকারি তে ১০-১৫ বছর ম্যানেজার পদে চাকুরী করে তারপর চাকুরী বাদ দিয়ে বেবসা তে মনযোগী হয় আর যদি বেবসা না করলেও অন্য বিদেশী কোম্পানিতে আরও বেশী সেলারিতে ১০-১৫ বছরের অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের CEO অথবা MD হিসেবে যোগদান করে ।
আমি আমার বাস্তব অভিজ্ঞতা গুলো আপনাদের কাছে শেয়ার করলাম তাও অনেক ক্ষুদ্র পরিসরে জব সেক্টর নিয়ে কথা বলেছি মাত্র । যদি কখন আরও সময় সুজগ হয় তাহলে জব সেক্টরের ডিপার্টমেন্ট ভিত্তিক আলোচনা করব ।
বিঃদ্রঃ উক্ত পোস্টে শুধুমাত্র যারা কাজের প্রতি আগ্রহী এবং সৎ ভাবে চাকুরী করে বড় হতে চায় তাদের জন্য এই পোস্ট । যদি ভাবে সরকারি চাকুরীতে অসৎ উপায়ে হাজার কোটি টাকা খাব এতা চিন্তা করেন তাদের জন্য এই পোস্ট না তাহলে সেটা ভাই আপনার ইচ্ছা আগেতো খেয়ে দেখান তারপর না হয় দেখা যাবে ।
*** এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি কি সরকারি চাকুরী করবেন নাকি বেসরকারি চাকুরী করবেন নাকি উদ্যোক্তা হবেন নাকি বেকার পড়ে থেকে সার্টিফিকেট ধুয়ে পানি খাবেন !!!!!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ