Hot Posts

6/recent/ticker-posts

কেন National University এর Student রা job market এ মার খাচ্ছে?

আমরা NU এর শিক্ষার্থীরা জব মার্কেটে কেন মার খাই জানেন আমাদের Strong Alumni Association নাই একটা Strong Network নাই আমাদের মধ্যে!!  অথচ অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখেন তাদের Alumni Association কতটা স্ট্রং।  
আমি NU থেকে প্রফেশনাল বিবিএ করার পর CU থেকে MBA করি, CU তে যা দেখলাম তারা তাদের  জুনিয়র দের জবের জন্য স্যার এবং সিনিয়র রা কি পরিমাণ  মরিয়া হয়ে হেল্প করে। বাইরে স্কলারশিপ এর জন্য যাবেন/বিদেশে পড়তে গিয়ে বাড়ি পাচ্ছেন না পার্টটাইম জব পাচ্ছেন না/বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে স্ট্রং রিকমেন্ডেশন লেটার লাগবে / জব দরকার/হেল্প লাগবে/সরকারী-বেসরকারি, চাকুরী ব্যাংক জবের ভাইভা বোর্ডে একটা হ্যালো লাগবে / জাস্ট কি লাগবে বলুন একবার শুধু এলামনাই গ্রুপে পোস্ট দিন অথবা পারসোনালি নক দিবেন তাদের  শিক্ষকরা, সিনিয়র রা ছুটে আসবে সাহায্য করতে!! 
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান স্যার শাহেদুর রহমান স্যার উনি ক্লাসে ওপেন বলতেন উনার স্টুডেন্ট যারা যারা ভাইভা বোর্ডে টিকেছে সবার জন্য উনি DU এর টিচার দের কাছে সুপারিশ করেছেন। 
আমাদের নতুন Human Resource Management এর চেয়ারম্যান সোহেল স্যার তো পারেন না যে সরাসরি তার স্টুডেন্ট দের জবে ঢুকিয়ে দিতে British council বলুন, প্রাইভেট ব্যাংক জব বলুন,বিদেশে পড়তে গিয়ে ডরমিটরিতে থাকার জায়গা নেই বাইরের প্রচন্ড শীতে বাসা পাচ্ছেন না বাসা দরকার স্যার কে এক্টা কল দিন উনি উনার সিনিয়র স্টুডেন্ট দের ফোন দিয়ে ব্যাবস্থা করে দিবে , ইভেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার পদে চাকুরী তে নিজের হাতে নিয়োগ দিয়েছেন। উনি আমাদের সবসময় বলতেন তোমরা যেখানেই যাও কর্মসূত্রে নিজের বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এবং আমার বিশ্ববিদ্যালয়ের CU এর জবে হেল্প করিও অন্তত ৫ টা ছেলেমেয়েকে হেল্প করিও,তোমার প্রতিষ্ঠান এ রিক্রুট দিও। 
আমরা যারা CU তে MBA করেছি আমাদের এখনো CU এলামনাই সদস্য করেনি এবং করতেও চায়না কারণ উনারা বাইরে ইউনিভার্সিটি থেকে পড়তে আসা স্টুডেন্ট দের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা ভালো চোখে দেখেনা ;উনারা চায় শুধুমাত্র উনাদের ছাত্রছাত্রী দের হেল্প করতে অথচ উনারা টাকার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং NU এর প্রফেশনাল কলেজ গুলোতে ক্লাস নেয় বাট হেল্প করবেনা নিজেদের ষোল আনা তারা ঠিকই আদায় করে নিবে।  উনারা শুধু বাইরের ইউনিভার্সিটিতে ক্লাস নেয় টাকার জন্য না উনারা ক্লাস নেয়ার আরেকটা উদ্দেশ্য হল নিজেদের লিংক বড় করা নেটওয়ার্ক বড় করা যাতে ভবিষ্যতে নিজেদের ছাত্রছাত্রী দের হেল্প করতে পারে, ডোনেশন কালেক্ট করতে পারে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে। 
পাবলিকের কথা বাদ দেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর কথায় আসি "৯২" সালে প্রতিষ্ঠিত হওয়া North South বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এলামনাই এবং নেটওয়ার্ক পুরো ঢাকা শহরে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ইভেন CU থেকেও শক্ত তাই দেখবেন ঢাকা শহরে north south এর পোলাপাইন ইজিলি জব পায় তাদের সিনিয়র দের হেল্পের কারণে। 
অথচ একই সালে আমাদের প্রানপ্রিয় ইউনিভার্সিটি NU   প্রতিষ্ঠিত হয়েছে; ২০১৭ সালের তথ্যমতে আমাদের ২৮ লাখের-ও বেশী স্টুডেন্ট  পড়ছে বর্তমানে যদি ৯২' সাল থেকে এখন পর্যন্ত হিসাব করেন তাহলে কয়েক কোটি স্টুডেন্ট শুধু পাবেন NU এর। আমাদের নেটওয়ার্ক সবচেয়ে বড় হওয়ার কথা, আমাদের এলামনাই এসোসিয়েশন কই, কোথায় আমাদের শিক্ষকরা, প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু,রাকসু, চাকসু ইত্যাদি থাকে আমাদের NU ও তো পাবলিক বিশ্ববিদ্যালয়  তাহলে তো আমরাও একটা নাকসু করতে কেন পারিনা, DU এর ডাকসুর ভিপি নুরু যদি খবরের শিরোনাম হয় সকাল বিকাল আমরা কেন পারবো না আমাদের একজন ভিপি নির্বাচিত করতে??

বিদুৎপৃস্ট হয়ে, বজ্রপাতে মরলেও পত্রিকায় শিরোনাম হয় ঢাবির, চবির, রাবির,বুয়েট, কুয়েটের স্টুডেন্ট মারা গেছে অথচ NU এর স্টুডেন্ট মরলেও কেও লিখবেনা NU এর স্টুডেন্ট মরে গেছে.... কেন জানেন তারা তাদের স্টুডেন্ট দের জীবনের মূল্য বুঝে। আপনি কি মনে করেন পত্রিকায় শিরোনাম এমনি এমনি হয় না কখনোই না  সেসমস্ত প্রতিষ্ঠান এ যারা কর্মরত তাদের কেউ না কেউ সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট তাই তারা তাদের নিজেদের স্টুডেন্ট নিয়ে পত্রিকায় লিখে। 

আর আমাদের সিনিয়র রা করে ক্লিকের ব্যাবসা নিজদের পেজ গ্রুপ গুলোতে অমুক জবের সার্কুলার দিয়েছে 1k like, অমুক বর্ষের রেজাল্ট /রুটিন দিয়েছে 2k like আর এসব লাইক দিতে গিয়ে নিজেদের বানানো ওয়েব পোর্টালে নিয়ে ক্লিক বাড়ানোর চেস্টা করে যত বেশী ক্লিক তত বেশি টাকা। আরে ভাই স্ট্রং নেটওয়ার্ক থাকলে এসব দিয়ে সস্তা ব্যাবসা করা লাগেনা কোনো পাবলিক ইউনিভার্সিটি ইভেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর গ্রুপে এরকম জব সার্কুলার,রুটিন,রেজাল্ট নিয়ে পোস্ট পাবেন না খুবই কম অন্তত ক্লিক ব্যাবসা করবেনা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই তো সব আছেরে ভাই যতই লিংক ফিংক দেন না কেন ঘুরেফিরেই তো NU এর ওয়েবসাইটে গিয়ে   রেজাল্ট টা দেখবেন আর রুটিন তা তো সেই NU এর ওয়েবসাইট থেকেই নেয়া। 

আর জব মার্কেটে সিনিয়রদের কথা নাইবা বললাম, বিভিন্ন প্রজেক্ট কাজ করতে গিয়ে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলি ইপিজেডে শত শত গার্মেন্টস/ইন্ডাস্ট্রি গুলোতে অনেক NU এর স্টুডেন্ট বড়ভাই HR দের দেখেছি উনারা NU এর স্টুডেন্ট দের জবে নেয়না পাবলিকের ইভেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্ট নেয়  অথচ উনাদের সিভি চেক করলেই দেখি উনি NU থেকেই পাশ করেছেন। আমাদের সিনিয়রদের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা জব মার্কেটে ঢুকে ওরা তখন ওদের স্টুডেন্ট ঢুকায়। 

আর আমাদের বেশিরভাগ প্রফেশনাল কলেজের শিক্ষকরা টাকাটাই চিনে অথচ ছাত্রছাত্রী দের হেল্প করার বেলায় খুজেও পাবেন না বাট সেমিস্টার শেষ হওয়ার আগেই টাকা গুলো পাই পাই করে নিবে। 
এই হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা!! এখন আমি এসব বললে আমি খারাপ হয়ে যাব। 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আন্দোলন করে চাইতে হবে নাহলে তো উনারা কোনোদিনও দিবেনা।  সামান্য ঢাবি, জাবি,রাবির ইত্যাদি বিশ্ববিদ্যালয় গুলোতে সরকার তাদেরকে ফ্রি পড়াচ্ছে তারপরেও সামান্য একটা দুইটা ক্লাসে ফ্যান না থাকলেই কালকেই মানব বন্ধন করবে, কোনো শিক্ষার্থী কে কিছু বলছে রাস্তায় অবরোধ শুরু করে দিবে পেপারে হেডলাইন হবে নিউজ চ্যানেলে ২৪ ঘন্টা এসব দেখাবে তারপর কর্তৃপক্ষ দেখা যাবে ঠিকই দিচ্ছে। 
আমি যেবছর CU তে MBA ভর্তি হই তার আগের বছর আমাদের সিনিয়র দের সেমিস্টার ফি বাড়িয়েছিল উনারা সবাই মিলে এক হয়ে নিজেরাই CUCBA(Chittagong University Centre For Business Administration)  Alumni করে CU এর শাটল ট্রেনে আসার রেললাইনে অবরোধ করে রেখেছিল যার ফলে কর্তৃপক্ষ ২৪ ঘন্টা পার হওয়ার আগেই শর্ত মেনে নিয়েছিল।  
আরে ভাই বাংলাদেশের সিস্টেম তো এইটাই আন্দোলন ছাড়া কেউ ভাত পায়না  জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মত সমাবর্তন আয়োজন কি আন্দোলন ছাড়া এমনি এমনি হয়েছিল আপনারাই বলেন????

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র ৩৭,০০০ হাজার স্টুডেন্ট দের জন্য শিক্ষাখাত এবং গবেষণার জন্য সরকার ৮১০ কোটি টাকার বাজেট ঘোষণা করে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ২৮ লাখ স্টুডেন্ট দের জন্য কেন তার অর্ধেক টাকা ৪৮৮ কোটি টাকার শিক্ষাখাতে বাজেট হবে....... এটাকি আমাদের দেশের সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাথে জুলুম করছেনা আপনারাই বলুন!! 
জাতীয় বিশ্ববিদ্যালয় হল দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তার ছাত্র ছাত্রী দের থেকে আয় করে থাকে, শুধুমাত্র ২০১৩-১৪ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় বার্ষিক আয় দেখিয়েছে ১২৩ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকা এবং রিজার্ভ ফান্ডের পরিমাণ ৭০০ কোটি টাকারও বেশী!! 

© Omar faruq shamim
Prof. BBA(finance) National University 
Executive MBA(OSCM) University Of Chittagong 
PGD in Quality engineering & Productivity 
(Institute Of apparel management)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ