বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতাঃ
১। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় (পাবলিক বিশ্ববিদ্যালয় , জাতীয় বিশ্ববিদ্যালয় , প্রাইভেট বিশ্ববিদ্যালয়) থেকে যেকোনো বিষয়ে (হোক সেটা প্রফেশনাল অথবা একাডেমীক অনার্স) চারবছর মেয়াদি স্নাতক(অনার্স) পাশ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । [বিঃদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ ধরনের ৪ বছর মেয়াদী অনার্স কোর্স আছে ১। জেনারেল অনার্স ২। প্রফেশনাল অনার্স]
২। তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাস করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্মাতকোত্তর(মাস্টার্স) পাশ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।
৩। শিক্ষাজীবনে পাবলিক পরীক্ষাগুলোতে একের অধিক তৃতীয় শ্রেণী গ্রহনযোগ্য নয়। তবে ১ টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য । [বিঃদ্রঃ পাবলিক পরীক্ষা বলতে SSC,HSC,Honours,Masters কে বুঝানো হয়েছে)।
৪।মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা , প্রতিবন্ধী প্রার্থী ,বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ২১- ৩০ এর মধ্যে হতে হবে।
৫। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা , প্রতিবন্ধী প্রার্থী ,বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১-৩২ এর মধ্যে থাকতে হবে ।
৬। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় বয়স ২১-৩২ হতে হবে ।
[বিঃদ্রঃ প্রার্থীর বয়স কম বা বেশী হলে আবেদন প্ত্র গ্রহণযোগ্য হবেনা]
৭। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে ।
৮। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে অথবা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন ।
৯। লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যেকোনো নাগরিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন ।
১০। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিরত প্রার্থীগণের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নিয়োগকারী করত্রপক্ষ কর্তৃক অনুমতিপ্রারপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ।
৬। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় বয়স ২১-৩২ হতে হবে ।
[বিঃদ্রঃ প্রার্থীর বয়স কম বা বেশী হলে আবেদন প্ত্র গ্রহণযোগ্য হবেনা]
৭। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে ।
৮। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে অথবা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন ।
৯। লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যেকোনো নাগরিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন ।
১০। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিরত প্রার্থীগণের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নিয়োগকারী করত্রপক্ষ কর্তৃক অনুমতিপ্রারপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ।
কপিরাইট সংরক্ষিতঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ Professional পেজ এ লাইক দিয়ে একটিভ থাকুন।
15 মন্তব্যসমূহ
৩ বছর মেয়াদি ডিগ্রি পাস করে ১ বছরের মাস্টার্স প্রিলি কমপ্লিট করলে কি বিসিএস এ এপলাই করা যাবে? কেননা ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনি কোর্স অথবা সমমান বলা হয়েছে। ডিগ্রি পাস এরপর মাস্টার্স প্রিলি করলেতো মোট ৪ বছর শিক্ষা সমাপনী ডিগ্রি হয়ে যায়, এটাকে কি ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনি ডিগ্রির সমমান ধরা যাবে? নাকি মাস্টার্স ফাইনাল কমপ্লিট করা আবশ্যক? দয়া করে জানালে খুব উপকৃত হব।
উত্তরমুছুনyes,দিতে পারবে
মুছুনঅাপনি কি শিওন
মুছুনঅাপনি কি শিওর
মুছুনউন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি bcs পরীক্ষা দেয়া যাবে।
উত্তরমুছুনSSC te 3:75 and HSC te 3:25 ami ki application korte parbo honours 3:00
উত্তরমুছুনঅবশ্যই
মুছুনকেউ যদি university te পড়া অবস্থায় রাজনৈতিক কারনে ১ মাস এর জেল খেটে আসে সে কি applicable হবে bcs এর জন্য?
উত্তরমুছুনউন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ও মাষ্টার্স করলে কি সে এপ্লাই করতে পারবে কি?????
উত্তরমুছুনযারা ডিপ্লোমা করছে তাদের কি BCS এ apply করার সুযোগ আছে
উত্তরমুছুনHSC sara jodi diploma kora jodi BSC Engineering complete kora jai toba ki BCS dita parbo?
উত্তরমুছুনবিদেশ থেকে যারা ৩ বছর মেয়াদী অনার্স করে আসে তারা?
উত্তরমুছুনএটা আমারও জানার ছিল।
মুছুনরাজনৈতিক পদে অধিষ্ঠিত কোনো ব্যাক্তি কী বিসিএসে আবেদন করতে পারবেন?
উত্তরমুছুনআমি প্রাইভেট এ মাস্টার্স করে কি বিসিএস আবেদন করতে পারবো
উত্তরমুছুন