Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কলেজের শিক্ষার্থীদের Internship(ইন্টার্নশীপ) নিয়ে উদাসীনতা প্রসংগে!!!

প্রফেশনাল MBA এর ইন্টার্নশীপ এর ব্যাপারে কিছু প্রফেশনাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদাসীনতা রয়েছে। কিছুদিন আগে যারা প্রফেশনাল MBA ফাইনাল সেমিস্টার এক্সাম দিয়েছেন তাদের অনেকেই ইন্টার্নশীপ না করেই সরাসরি রিপোর্ট জমা দিচ্ছেন।তাদের এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয় উনারা বলেন প্রফেশনাল কলেজের শিক্ষকরা নাকি তাদের থেকে ২,০০০ টাকা জনপ্রতি করে রিপোর্ট রেডি করার জন্য নিচ্ছে(ইন্টার্নশীপ করতে হবেনা); সেই কলেজে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী MBA ফাইনাল দিয়েছেন তাহলে (৫০x২,০০০)= ১ লক্ষ টাকা সেই শিক্ষক তো এক নিমিষেই পকেটে পুরে নিলেন। বিনিময়ে হয়েতো আপনার MBA এর রিপোর্ট ভাইভা পাশ এটা পাবেন কিন্তু একবার ও কি এটা ভেবে দেখেছেন আপনি আপনার ভবিষ্যত টাকে নিজ হাতে শেষ করে দিলেন। 
MBA তে ইন্টার্নশীপে ম্যাক্সিমাম স্টুডেন্ট দের জব হয় সেজন্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় সব স্যার রাই বলেন তোমরা যদি শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা পোষন না কর তাহলে রিসার্চ পেপার রেডি না করে ইন্টার্নশীপ কর।
আমার ফ্রেন্ড দের অধিকাংশই ইন্টার্নশীপের পর জব হয়েছে। 
এখন অনেকে বলবে ভাই ইন্টার্নশীপ থেকে তো অনেকের জব হয়নাই; হ্যাঁ ঠিক বলেছেন অনেকের হয়নাই কেন হয় নাই সেই কথায় আসিঃ

প্রথমত, আপনি যদি ব্যাংকে ইন্টার্নশীপ করেন সেক্ষেত্রে আপনার জবের পসিবিলিটি নেই।

দ্বিতীয়ত, আপনি ইন্টার্নশীপে রেগুলার ছিলেন না, সঠিক সময়ে পৌছান নি,
 
তৃতীয়ত, আপনি নিজে উদ্যোগী হয়ে প্রতিষ্ঠান এর সুপিরিয়র সাব অরডিনেটদের সংগে নেটওয়ার্ক স্থাপন করেন নি,

চতুর্থত, আপনি সেখানে নিজের যোগ্যতা ফুটিয়ে তোলার দিকে মনোযোগী ছিলেন না, 

পঞ্চমত, আপনি ভাল্লাগে না টাইপ মানুষ, আপনি সবসময় হতাশা নিয়ে থাকেন, আপনার কিছুই ভালো লাগেনা, নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আপনি পছন্দ করেন না, নিজের Comfort Zone থেকে বের হয়ে আসতে চান না। 

 পরিশ্রম না করলে ভাই দুনিয়াতে কিছুই অর্জিত হয়না। আপনি একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যদি এটুকু পরিশ্রম করতে না পারেন তাহলে স্বাভাবিক, জব মার্কেটে আমরা অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে পরব এতে কোনো সন্দেহ নেই। 
অনেকে বলবেন ভাই বিভিন্ন কোম্পানি তে তো ইন্টার্নশীপ খুজে পাওয়া টাফ ; হ্যাঁ ভাই টাফ আমিও বিবিএ তে ইন্টার্নশীপ এর ব্যাবস্থা করতে আমার ৩ মাসের উপর লেগেছে ৮-১০ টা প্রতিষ্ঠান এ ঘুরেছি, উনারা ঘুরাইছে তারপর পাইছি অবশ্য MBA তে আমার সেই কস্ট করতে হয়নি(Clifton কোম্পানি মাত্র ২ দিনে ইন্টার্নশীপ পেয়েছি)। 

✅ বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশীপ পেতে যা করতে হবেঃ

১) বন্ধুদের সাথে সুসম্পর্ক স্থাপন করুন আপনার বন্ধুদের মধ্যে খোজ নিলে দেখবেন কারোনা কারো আত্মীয় বিভিন্ন কোম্পানি তে জব করছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধু যদি ইগো প্রব্লেম এর জন্য করতে না চায় তাহলে আপনি আপনার বন্ধুকে বলুন যাতে সে যেন হেল্প করে আপনাকে ইন্টার্নশীপের ব্যাবস্থা করে দিতে। 

২) স্যার দের সাথে সুসম্পর্ক স্থাপন করুন তাহলে স্যার রাও আপনাকে ইন্টার্নশীপ পেয়ে দিতে সাহায্য করবে। 

৩) SEIP এর মত বিভিন্ন প্রফশনাল ফ্রি কোর্স করুন সেখানে Be vocal হোন/থাকুন(মানে হচ্ছে সেখানকার প্রফেশনাল দের সাথে নিয়মিত ক্লাসে রেস্পন্স করুন/প্রেজেন্টেশন গুলোতে অংশগ্রহণ করুন তাদের সুনজরে আসার চেস্টা করুন। এসব কোর্সে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অথবা প্রথম ক্লাসে CR খোজা হলে CR হওয়ার ট্রাই করুন এতে করে আপনার সাথে স্যার দের এবং প্রতিষ্ঠান এর এক্সিকিউটিভ দের সাথে যোগাযোগ বেড়ে যাবে। স্যার দের সাথে ক্লাস, পড়া,প্রেজেন্টেশন এর ব্যাপারে নাম্বার এবং ইমেইল নিয়ে কথা বলার ফাকে নেটওয়ার্ক টাও বিল্ড আপ হবে। 

৪)বিবিএ তে ভর্তি হওয়ার পর থেকে লিংকডইনে একাউন্ট খুলে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এর HR দের ইনভাইটেশন/রিকুয়েষ্ট পাঠান। উনাদের পোস্টে লাইক দিন কমেন্ট করুন। উনাদের গ্রুপ গুলোতে যুক্ত হোন। ম্যাসেজে নম্রতার সহিত উনাদের কে বলুন স্যার আমি একজন ফ্রেশার আপনার প্রতিষ্ঠান এ যদি ইন্টার্নস নেয় তাহলে আমাকে সেই সুযোগ দেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব। এছাড়া  লিংকডিনে জব সেটিংসে গিয়ে ইন্টার্নশিপ খোজার সেটিংস টা অন করে রাখুন যাতে নোটিফিকেশন পান।

৫) একটা ভালো CV/Resume রেডি করুন। দরকার হলে কোনো প্রফেশনাল CV writer এর মাধ্যমে টিউশনের জমানো টাকা দিয়ে ৫০০-২,০০০ টাকায় সিভি আর কভার বানিয়ে ফেলুন। তারপর আপনার সিভি বিভিন্ন প্রতিষ্ঠান এর HR বরাবর পাঠান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিজে গিয়ে সিভি/রিজুমি দিয়ে আসতে পারেন।

৬) আপনি যদি বিভিন্ন সামাজিক/মানবাধিকার/নন প্রফিট সংগঠন এর সাথে যুক্ত থাকেন সেখানকার কর্তা ব্যাক্তিদের সাথে নেটওয়ার্ক করার চেস্টা করুন, মেইল নিয়ে সিভি পাঠান(অবশ্যই সিভি পাঠানোর সময় subject অপশনে সুন্দর করে টপিক টা লিখবেন এবং সিভি কভার লেটার আপলোড এর পাশাপাশি ডেস্ক্রিপশন বক্সে আপনার পরিচয় টা সুন্দর করে গুছিয়ে লিখবেন ছোট করে এবং কেন প্রয়োজন সেটাও লিখবেন) 
৬) আত্মীয়দের মধ্যে কেউ বেসরকারি কোম্পানি জব করলে তাদের সহায়তা নিন। 
৭) সিনিয়র বড় ভাই/আপু রা পাশ করে কোথায় জব করছে খোজ নিন অথবা উনারা কোথাও ইন্টার্নশীপ করে থাকলে উনাদের সহায়তা নিন। উনাদের সাথে আগে থেকে সুসম্পর্ক রাখুন। 
৮) আপনার কলেজ/ইন্সটিটিউটে অথবা অন্য কোথাও job fair/business fair এ অংশগ্রহণ করুন সেখানে CV/Resume বক্সে CV/Resume জমা দিন।

☍ বিঃদ্রঃ একটা কথা না বললেই নয় যারা এখন BBA/MBA তে ইন্টার্নশীপ করছেন / ভবিষ্যতে করবেন ; আপনারা যেই প্রতিষ্ঠান এ ইন্টার্নশীপ করুন না কেন চেস্টা করবেন উনাদের সাথে ভালো সম্পর্ক যেন থাকে যার ফলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর জুনিয়র কেউ  পরবর্তীতে ইন্টার্নশীপ এর আবেদন করলে যেন উনাদের ফিরে যেতে না হয়! 

আর সবসময় Humble থাকুন ❤এবং EGO কে ডাস্টবিনে ছুড়ে ফেলুন 🙂।

Omar Faruq Shamim 
Prof.BBA (Finance) -NU
Executive MBA(operation & supply chain management) -CU
PGD (Quality Engineering & Productivity)-IAM

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ