Hot Posts

6/recent/ticker-posts

Google এর ফ্রি Digital Marketing কোর্স With Certificate ঘরে বসেই করুন

Google এর ফ্রি Online Courses With Certificate ঘরে বসেই করুন ।
কোর্স এর নামঃ The Fundamentals of Digital Marketing
সার্টিফিকেট এর নমুনাঃ 
ডিজিটাল যুগে সবকিছুই হয়ে গেছে ডিজিটাল। একইভাবে মার্কেটিং ব্যাপারটায় এখন একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে যার নাম ডিজিটাল মার্কেটিং। Fundamentals of Digital Marketing এই কোর্সটি সরাসরি Google অপারেট করে।
এই কোর্সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক গুলো ছোট ছোট ভিডিও দেখানোর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা সম্পর্কে বোঝানো হয়। এরপর এই ভিডিও গুলোর উপরে একটি কুইজ নেওয়া হয়। কুইজ গুলোর সবগুলো ঠিকভাবে উত্তর করতে পারলে পরবর্তী ধাপে যেতে পারবে। এই ভাবে সব গুলো লেকচার শেষে ফাইনাল পরীক্ষা নেওয়া হয়। এই কোর্সটি সঠিকভাবে শেষ করতে পারলে সার্টিফিকেট দেওয়া হয় তবে এজন্য আপনাকে অতিরিক্ত ফি দেওয়া লাগে না।
LinkedIn এ আপনি সার্টিফিকেট টি Upload করে রাখতে পারেন এবং Curriculam Viate(CV) আপনি যুক্ত করতে পারেন Extra Co Curricular Activities হিসেবে দেখাতে পারেন ।
কোর্স লিংকঃ এখানে ক্লিক করুন => Fundamental Of Digital Marketing
আপনার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ