আজকে ১টা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো। ধরেন আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলেন এবং সেই রিলেটেড কিছু এক্সট্রা কোর্স করলেন তারপরের কাজ হল সেই কোর্স রিলেটেড ১টা জবে ক্যারিয়ার তৈরী করা। এখন কথা হল আপনি ঐসব প্রতিষ্ঠানে সিভি দেয়ার পর কিভাবে নিশ্চিত হবেন আপনার সিভি উনারা গ্রহণ করবেন? আপনি তো ফ্রেশার তাইনা আর বাংলাদেশের সকল জব সাইটে জবে অভিজ্ঞতা চায়!!!! তাহলে কি করবেন? আমার উত্তর হল তখন আপনি একজন প্রফেশনাল সিভি রাইটার এর নিকট থেকে ৫০০-১,০০০/২০০০ টাকায় ভাল ১টা সিভি রেডি করবেন। কারণ আপনি যখন ফ্রেশার তখন আপনি জানেন না কিভাবে ভাল ১টা প্রফেশনাল সিভি লিখতে হয় আপনার স্পেসিফিক জব রিলেটেড। এটা এজন্যই বলছি যাদের অর্নাস/মাস্টার্স এর সাথে আপনি যে সেক্টরে জব নিবেন সেই রিলেটেড কোর্স করবেন শুধুমাত্র তাদের জন্য। প্রফেশনাল সিভি রাইটার আপনার যেহেতু অভিজ্ঞতা নাই সেহেতু আপনার স্কিল গুলো সুন্দর ভাবে উপস্থাপন করবে আপনার কাছ থেকে প্রয়োজনীয় সঠিক তথ্য নিয়ে। প্রতিষ্ঠানের সব বড় বড় পজিশনের স্যার রা প্রফেশনাল সিভি রাইটার দিয়েই সিভি রেডি করে রাখে। তবে আপনার যদি এক্সট্রা ঔসব কোর্স করা না থাকে তাহলে টাকা খরচ করে সিভি লিখিয়ে লাভ নাই। আপনি জব রিলেটেড এক্সট্রা কোর্স পারেন মানে হচ্ছে আপনার মত অন্য হাজার হাজার একই মানের অর্নাস/মাস্টার্স পাস করাদের থেকে আপনি এক্সট্রা বেশী পারেন এবং জানেন। তখন প্রতিষ্ঠান আপনাকেই রিক্রুট করবে তারপর আসবে ভাইভার মদ্ধে সিলেকশন প্রসেস। উদাহরণ স্বরুপ - মনে করেন আপনি কর্পোরেট সেক্টরে জব করতে আগ্রহী এবং আপনার টার্গেট হল HRM পদে অথবা যেকোনো পদে ম্যানেজার হওয়ার জন্য আপনি ৩-৪ বছরে হতে চান তাই আপনি BBA করেছেন ম্যানেজম্যান্টে MBA করলেন Human Resource Management এ তার পাশাপাশি আপনি HRM রিলেটেড কোর্স Fire safety and social compliance কোর্সের সনদ সহ করলেন। এখন আপনি ফ্রেশার হিসেবে যখন ঔ রিলেটেড জবের সার্কুলার অনুযায়ী ইমেইলে সিভি পাঠাবেন তখন আপনি একজন প্রফেশনাল সিভি রাইটার দিয়ে সিভি করাবেন। আর একবার করাতে পারলে তখন আর নতুন করে সিভি বানাতে হবেনা তখন আপনি নিজেই বানাতে পারবেন। বাট আপনার সিভি আপনার ফ্রেন্ড দের সাথে শেয়ার করবেন না। ১টা জিনিস খেয়াল করনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ভাল পজিশনে জব করা ম্যানেজার, সিইও রা কখনোই নিজের সিভি অন্য কাউকে দেখায় না শেয়ার করেনা।
0 মন্তব্যসমূহ