Hot Posts

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয় এর Advanced MBA (AMBA) কি এবং তার বিস্তারিত ।

পূর্ণ নাম Advanced MBA । অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স/বিবিএ/এমবিএ(সেটা জেনারেল হোক আর প্রফেশনাল) করার শেষ বর্ষে গিয়ে থিসিস/রিসার্চ পেপার এর মতো গবেষণা করার সুযোগ নেই ।


যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে ইন্টার্নশীপ এবং এমবিএ তে থিসিস করে থাকে যাতে স্টুডেন্ট রা যদি পরবর্তীতে পিএইচডি/পোস্ট ডক করতে যায় বিদেশে অথবা নিজ দেশে সেক্ষেত্রে যাতে একজন স্টুডেন্ট নিজে নিজেই সেই কাজ করতে পারে।


জাতীয় বিশ্ববিদ্যালয় এর  AMBA(Advanced MBA) কি এবং  তার বিস্তারিত ।

এছাড়া রিসার্চ পেপার করার আরেকটা ভালো দিক হচ্ছে আপনার রিসার্চ পেপার যদি কোন জার্নালে পাবলিশ হোক বা না হোক আপনি চাইলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্কলারশিপ পেতে অবশ্যই অবশ্যই রিসার্চ পেপার লাগবেই (তবে আমেরিকান ফরম্যাটের বিশ্ববিদ্যালয়গুলোতে এত প্যারা নাই অবশ্য) ।


জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত সেই থিসিস/রিসার্চ এর অভাব পূরনের লক্ষ্যে এডভান্সড এমবিএ এর যাত্রা শুরু করে । মানে হচ্ছে আপনি এখানে এমবিএ এর পর শেষ সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করতে হবে । এটাকে M.Phil(Masters Of Philosophy) সমমান মর্যাদা দেয়া হয়েছে ।

এখন কথা হচ্ছে M.Phil(Masters Of Philosophy) কি ?

ব্রিটিশ উচ্চশিক্ষা পদ্ধতি অনুযায়ী এম,ফিল, (M.Phil.) হচ্ছে (post-Masters) স্তরের ২-বছর মেয়াদী গবেষণাভিত্তিক পড়াশোনা।
ব্রিটিশ উচ্চশিক্ষা পদ্ধতি অনুযায়ী পি,এইচ,ডি, করতে চাইলে প্রথমে এম,ফিল, কোর্স সম্পন্ন করতে হয়।
আমেরিকান পদ্ধতিতে পি,এইচ,ডি, করতে চাইলে এম,ফিল, করার কোন ব্যাবস্থা/প্রয়োজন নেই। ফলে সেখানে পি,এইচ,ডি, ৪-৫ বছর মেয়াদী কোর্স। অপরদিকে, ব্রিটিশ পদ্ধতিতে পি,এইচ,ডি, ৩ বছর মেয়াদী কোর্স।

বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে অনেকেই এমফিল ও পিএইচডি করার চেষ্টা করেন। বিশেষ করে যারা গবেষণা, শিক্ষকতা,বিদেশী এনজিও প্রভৃতি সেক্টরে কাজ করছেন বা করতে আগ্রহী।

বর্তমানে স্নাতকোত্তরের পর শিক্ষার্থীরা এমফিল করতে ততটা আগ্রহী হন না কেন?
কোন দেশের প্রেক্ষাপটে বলছেন? বাংলাদেশ?
সহজ উত্তর হচ্ছে উন্নত দেশে এম,ফিল,/পি,এইচ,ডি, করলে বৃত্তি/বেতন হিসাবে টাকা পাওয়া যায়। বাংলাদেশে টাকা তো দেয়ইনা অথবা যে বৃত্তি দেয় সেটা একেবারেই প্রয়োজনের তুলনায় কম , উল্টো টাকা খরচ হয়।
এছাড়া, বাংলাদেশে এম,ফিল,/পি,এইচ,ডি, তে চাকরির বাজারে কোন মূল্য-বৃদ্ধি হয়না। বরং, বয়স বাড়ার কারণে মূল্য কমে।
এছাড়াও, বাংলাদেশে এম,ফিল, কে কোন আলাদা ডিগ্রী হিসাবে মুল্যায়ন করা হয়না। এম,ফিল, কে মনে করা হয় “অসমাপ্ত পি,এইচ, ডি”। কাজেই, এর দ্বারা যোগ্যতাতো বাড়েইনা, বরং কমে। আর এমফীল যেহেতু পূর্ণকালীন কোর্স করতে হয় সেক্ষেত্রে এমফিলের পাশাপাশি জব করা অসম্ভব হয়ে পড়ে ম্যাক্সিমাম জব করতেই পারেনা হয়তো কোন কলেজে খন্ডকালীন শিক্ষকতা করতে দেখেছি ।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমফিল/পিএইচডি নিয়ে জানতে বিস্তারিত এই লিংকেঃ https://www.prothomalo.com/education/article/1636379/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%A1%E0%A6%BF


যারা আফসোস করছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও থিসিস এর কাজ থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা যেকোনো মাধ্যমে অনার্স করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমফীল/পিএইচডি করতে পারবেন । এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে EMBA তে ইন্টার্নশিপ না করে রিসার্চ পেপার করতে পারেন অথবা কোন শিক্ষকের সাথে ভালো সম্পর্ক তৈরি করার মাধ্যমে উনার পরবর্তী রিসার্চ জার্নালে পাবলিশের আগে উনার সাথে কাজ করে রিসার্চ এসিস্টযান্ট হতে পারবেন । এই রিসার্চ পেপার দিয়ে আপনি পরবর্তীতে বাইরের দেশে পড়তে যেতে পারবেন এবং উচ্চতর গবেষণা ও করতে পারবেন ।

কারা এমফিল/পিএইচডি করবেন ?

বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে অনেকেই এমফিল ও পিএইচডি করার চেষ্টা করেন। বিশেষ করে যারা গবেষণা, শিক্ষকতা, এনজিও প্রভৃতি সেক্টরে কাজ করছেন বা করতে আগ্রহী। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২ বছর মেয়াদী (সর্বোচ্চ ৪ বছর) এমফিল কোর্স এবং ৩ বছর মেয়াদী (সর্বোচ্চ ৫ বছর) পিএইচডি কোর্স চালু আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতায় সামান্য পার্থক্য থাকতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে M.Phil সমমান AMBA করতে ১ বছর ৬ মাস সময় লাগে ।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং এশিয়ার দেশ চীনে এম- ফিলের মূল্য আছে। এম-ফিলে কোর্স ওয়ার্ক, পরীক্ষা ও ডিসারটেশন (গবেষনা সন্দর্ভ) থাকে। গবেষণার বিষয়টি কিঞ্চিৎ ছোট পরিধির থাকে যাতে দুবছরের মধ্যে সমাপ্ত করা যায়। এম- ফিল করলে কলেজে চাকরিতে সুবিধা থাকে, চাকরিরত লেকচারার দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পান। তাছাড়া এম-ফিলের বিষয়টি নিয়ে বৃহত্তর পরিসরে পি-এইচ-ডির গবেষণা করা যায়, এম-ফিলে কোর্স ওয়ার্ক করা থাকলে আবার কোর্স ওয়ার্ক করতে হয় না ( বা বাধ্যতামূলক নয়)। চাকরি করা অবস্থায় তখন পি-এইচ-ডির কাজ চালানো যায়।

এখন আসি মূল কথায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Advanced MBA তে কি কি মেজর সাবজেক্ট আছে ?
  1. একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,
  2. ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং,
  3. ফিন্যান্স এন্ড ব্যাংকিং,
  4. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

ভর্তির যােগ্যতাঃ

  1. Advanced MBA প্রােগ্রামে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমােদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

  2. তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী কলেজ শিক্ষকগণ Advanced MBA প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন সমমানের পরীক্ষায় পাশ করা দেশ-বিদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবে।

  3. শিক্ষা জীবনে এস এস সি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত অন্তত ১ টি প্রথম বিভাগ/ শ্রেণি ও অপর দু’টিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে এস এস সি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটি প্রথম বিভাগ/ শ্রেণি থাকলে তারাও ভর্তির যােগ্য হবেন।

  4. বিজনেস স্টাডিজ গ্রুপের ক্ষেত্রে আবেদনকারীগণ তাদের স্নাতক (সম্মান) পর্যায়ের মেজর বিষয়ে Advanced MBA প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির ক্ষেত্রে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীগণও আবেদন করতে পারবে।

  5. ভর্তি হওয়া শিক্ষকদের মধ্যে ৮০% শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষক দের প্রাধান্য দেয়া হয় আর ২০% সাধারণ শিক্ষার্থীদের নেয়া হয় ।
২০% সাধারণ শিক্ষার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ
  • Minimum Bachelor (Honors) degree in related discipline from any University approved by the University Grants Commission (UGC)
  • A minimum BBA/BBS/B.Com (Honors) degree for admission into MAS in Business Administration Program
  • Equivalent degree from home and abroad
  • Minimum one first division/class from SSC to Bachelor degree and minimum second class in the Bachelor degree (GPA 3.00 out of 5 or CGPA 2.75 out of 4)
  • No third division/class at any level of education(SSC,HSC,BBA,MBA )
  • Students who have already achieved Master degree from any UGC approved University/Institution
  • Admission test both written and oral
  • Merit order to be followed to confirm enrollment
প্রােগ্রামের মেয়াদঃ সেমিস্টার পদ্ধতিতে থিসিসসহ অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগ্রাম এর মেয়াদ হবে ১ বছর ৬ মাস যা ৩ সেমিস্টারে বিভক্ত। এটি মূলত ৫০ ক্রেডিটের কোর্স যদিও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬৬ ক্রেডিট বা তার অধিক কোর্স প্রদান করে থাকে শুধুমাত্র EMBA তেই ।
ফেলােশিপ সংক্রান্ত তথ্যাদি ও শর্তাবলীঃ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের মধ্যে যারা Advanced MBA প্রােগ্রামে ভর্তি হবেন তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (৪ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্তদের) প্রতি বিষয়ে ৩ (তিন) জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। কলেজ শিক্ষক ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ৪ স্কেলে জিপিএ ৩.৭ প্রাপ্ত হবেন তারাও বৃত্তির জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রতি বিষয়ে অনধিক ১ জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। (এম এ এস/এডভান্সড এম বি এ প্রােগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীগণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী ভাইস চ্যান্সেলর এওয়ার্ড পাবেন।)

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার সম্পর্কিত করণীয়ঃ
  1. Advanced MBA ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।
  2. ভর্তি পরীক্ষা ৫০ মার্কের ও হতে পারে আবার ১০০ মার্কের ও হতে পারে এটা ডিপেন্ড করে শিক্ষার্থীরা কি পরিমান আবেদন করছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর ।
  3. ভাইভাতে সাধারণত যেসকল প্রশ্ন করা হয় সেসব বিষয়ে এর আগে MBA/EMBA ভাইভা তে সেসব প্রশ্ন করা হয় ? এই টপিকে পোস্ট করা হয়েছে । ওইগুলো দেখলেই হবে ইনশাল্লাহ ।
  4. যার যে মেজরের উপর পড়ে এসেছে এবং সেই সাবজেক্টে যদি এমফিল করতে চায় সেক্ষেত্রে ৫০ মার্কের ভর্তি পরীক্ষায় যা যা আসবে তাহলোঃ
ধরুন আপনি মেজর Finance & Banking নিবেন সেক্ষেত্রে
Finance & Banking - 30
Economics - 5
Computer- 5
Math - 5
General Knowledge- 5
Total: 50 Marks( Major Subject এর উপর ৩০ মার্ক)

Tuition Fees:

Application Fee 500
Registration Fee 1000
Tuition Fee/Month 1000
Library Caution Money (Refundable) 3000
Session Fee 2000
*Subject to changes over time
টোটাল খরচঃ ২৫,০০০ টাকার মত লাগবে আর বাকি গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে ।

আবাসিক সুবিধাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাজীপুর মূল ক্যাম্পাসেই ৪০০(চারশত) সিটের Multi Storied Dormitory ভবন নির্মাণ করছেন আশাকরি শীঘ্রই এই কাজ সম্পন্ন হয়ে যাবে ।

স্পেশাল সুবিধাঃ
  • যারা এমফীল সমমান AMBA করবেন তারা সরাসরি পিএইচডি তে অংশগ্রহনের সুযোগ পাবেন এই জন্য কোন পরীক্ষা বা এক্সট্রা কোয়ালিফিকেশনের দরকার পড়বে না ।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমারজেন্সি মেডিকেল সেন্টার থেকে সকাল ৯ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত মেডিকেল সুরক্ষা পাবে কোয়ালিফায়েড মেডিকেল ডাক্তার থেকে ।

Program details:

Semester -03 ( ৩ সেমিস্টার বা ১.৫ বছর হলেও রিসার্চের কাজ শেষ করতে প্রায় ২ বছর ও লেগে যায় )।
No. of Theory Courses:
1st Semester - 5 subject
2nd Semester- 3 subject
3rd Semester- 2 subject
Marks for Theory: প্রতি বিষয়ে ১০০ মার্কের লিখিত পরিক্ষা হয়ে থাকে ।
Internship/Thesis Report: ২য় সেমিস্টার থেকে শুরু হয় এবং ৩য় বা লাস্ট সেমিস্টার পর্যন্ত ।
Internship/Thesis Report Marks: 200
VIVA: ৫০ মার্কসের লাস্ট সেমিস্টারে নেয়া হয় ।
প্রতি সাবজেক্টের ক্রেডিটঃ ৪(চার) করে টোটাল ৫০ ক্রেডিট ।

এছাড়া AMBA সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেনঃ
For contact
Dean, Centre for Post-Graduate Studies, Training & Research, 4th Floor, Academic Building, National University, Gazipur-1704; Email: deannupg@gmail.com Phone: +88-02-9291074; +88-01711390432

সিলেবাস, বই এবং প্রোগ্রাম গুলোর আরও ডিটেইলস ছবিতে দেয়া আছে ।














লেখকঃ Md. Omar Faruq Shamim

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ